ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্যর্থতার জন্য সরকারের অদক্ষতাকেই দায়ী করেছেন।
বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এই সফরকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করলেও এ থেকে বাংলাদেশ তেমন কিছুই পায়নি। সরকারের কূটনৈতিক দেওলিয়াত্ব, সমন্বয়হীনতা, অযোগ্যতা, অদক্ষতা ও সংকীর্ণতার কারণে এই সফর ব্যর্থতায় পর্যবসিত হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, দুদিনের সফর শেষে বুধবার দেশে ফিরে যান মনমোহন।
তাঁর বহুপ্রতীক্ষিত এ সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও তার কোনও প্রতিফলন ঘটেনি। এতে দুই দেশের মধ্যে আস্থার সঙ্কট আরও ঘনীভূত হয়েছে। দেশের মানুষ হতাশার গভীরে নিমজ্জিত হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, এম এ কাইয়ুম ও সাংবাদিক শফিক রেহমান।
সফরকালে মনমোহনের সঙ্গে দেখা করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। পানি বণ্টনের বিষয়টি দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় বিরোধীদলের নেতা হতাশা প্রকাশ করেছেন। আলোচনার ভিত্তিতে অভিন্ন নদীর পানি বণ্টনের সমাধানের পরামর্শ দিয়েছেন তিনি।
তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ার প্রেক্ষাপটে মনমোহনের সফরে বহুল আলোচিত ট্রানজিট নিয়েও কোনও সমঝোতা হয়নি। বিএনপি আগে থেকেই বলে আসছিলো- ভারতকে ট্রানজিটের নামে করিডোর দেওয়া হলে তা মেনে নেবে না তারা। ট্রানজিট নিয়ে মনমোহনের সঙ্গে আলোচনাও করেছেন বিরোধীদলের নেতা।
0 comments:
Post a Comment