SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

প্রধানমন্ত্রীর বৈঠকেও মেট্রো রেলের নকশার সুরাহা হয়নি

Posted by methun


জাইকার তাগিদের মধ্যেই রাজধানীর মেট্রো রেলের নকশা জটিলতা কাটাতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী, তাতেও এর সুরাহা হয়নি।

তবে বৈঠকে অংশ নেওয়া বিশেষজ্ঞ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আশা করছেন, মঙ্গলবার অর্থমন্ত্রী ও দাতা সংস্থা জাইকার প্রতিনিধিদের বৈঠকে একটা সমাধানে আসবে।

ম্যাস র‌্যাপিড ট্রান্সপোর্ট (এমআরটি) লাইন-৬ এর আওতায় মেট্রো রেলের প্রস্তাবিত নকশা অনুযায়ী পল্লবী থেকে বিজয় সরণির ওপর দিয়ে তা ফার্মগেট যাওয়ার কথা থাকলেও বিমান বাহিনী এ নিয়ে আপত্তি তুলেছে।

গত ১০ অগাস্ট এমআরটি-৬ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানান, তেজগাঁও বিমানবন্দরকে বাইরে রাখতে সামরিক বাহিনীর সুপারিশ থাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এর নকশা চূড়ান্ত হবে।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমানও ছিলেন। বৈঠকে এছাড়াও অংশ নেন অর্থমন্ত্রী মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, জামিলুর রেজা চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ, মুখ্য সচিব এম এ করিম ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান।

বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে প্রকল্পের কারিগরি দিক তদারককারী বিশেষজ্ঞ জামিলুর রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো সমাধান হয়নি।"

সৃষ্ট সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, "উত্তরা থেকে পল্লবীর ওপর দিয়ে সায়েদাবাদ যাবে। উড়াল রেলপথটি চন্দ্রিমা উদ্যানের সামনে দিয়ে বিজয় সরণী হয়ে ফার্মগেটে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু বিমান বাহিনী বিজয় সরণির সামনে দিয়ে এমআরটি-এ আপত্তি করেছে। বিমান বাহিনী চাচ্ছে, এটি খামার বাড়ি হয়ে ফার্মগেট যাক। এতে আবার 'সার্প টার্ন' থাকবে বলে জাইকা আপত্তি জানাচ্ছে।"

মেট্রো রেলের এ প্রকল্পে অর্থায়ন করছে জাইকা। তারা সোমবার যোগাযোগমন্ত্রীকে বলেছে, এক মাসের মধ্যে নকশা চূড়ান্ত না হলে প্রকল্পের অর্থায়ন ঝুলে যেতে পারে। অর্থমন্ত্রী ১০ অগাস্ট আশা করেছিলেন, আগামী তিন মাসের মধ্যে এর নকশা চূড়ান্ত করতে হবে।

জামিলুর রেজা বলেন, "বিমান বাহিনীর পক্ষ থেকে মিটিংয়ে বলা হয়েছে- সংসদ ভবনের দক্ষিণ দিকের খোলা জায়গার কিছু অংশ এর আওতায় নিলে বাঁক নিয়ে কোনো সমস্যা হবে না।"

তবে বিমানবাহিনীর এ প্রস্তাব বৈঠকে মেনে নেওয়া হয়নি।

বৈঠকে উপস্থিত সচিব পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরো বিষয়টিতে প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, 'মনে হচ্ছে না- এটা জনগণের কল্যাণে করা হচ্ছে'।"

ঢাকা শহরে যানজট নিরসনে গত ৭ মার্চ মন্ত্রিসভা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের (এসটিপি) আওতায় অন্তর্ভুক্ত ম্যাস র‌্যাপিড ট্রান্সপোর্ট (এমআরটি) লাইন-৬ বাস্তবায়ন ও আনুসঙ্গিক বিষয়ক প্রস্তাব অনুমোদন করে।

এসটিপির আওতায় উত্তরা থেকে পল্লবী হয়ে বিজয় সরণী, ফার্মগেট থেকে সায়েদাবাদ পর্যন্ত উড়াল রেলপথ নির্মাণ করা হবে। ২০১৩ সালের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

0 comments:

Post a Comment