SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

সচেতনতার অভাবে নিউমোনিয়ায় শিশুমৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

Posted by methun

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, শুধু সচেতনতার অভাবেই বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু নিউমোনিয়ায় মারা যাচ্ছে।

বিশ্ব নিউমোনিয়া দিবসের একদিন আগে শুক্রবার এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নিউমোনিয়া সম্পর্কে সচেতনতাই এসব শিশুদের বাঁচাতে পারে।

"শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিলে আপনার শিশুকে হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিন।"

'পরিপ্রেক্ষিত' নামে একটি বেসরকারি সংস্থা রাজধানীতে নিউমোনিয়ার ওপর গণমাধ্যমে প্রতিবেদনের জন্য সাংবাদিকদের পুরস্কার দিতে ওই অনুষ্ঠান আয়োজন করে।

নিউমোনিয়ায় শিশুরা তীব্র জ্বরের পাশাপাশি শ্বাসকষ্টে ভোগে। ব্যাকটেরিয়ার কারণেই সাধারণত এ রোগ হয়ে থাকে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ফুসফুস সংক্রমণের জন্য প্রয়োজনীয় ওষুধ এখন সব জায়গায় পাওয়া যায় এবং সরকারি হাসপাতালগুলোতে তা বিনামূল্যে সরবরাহ করা হয়।"

"কিন্তু কখন শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে সে বিষয়ে সঠিক জ্ঞান রাখে না বাবা-মা।"

এ বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া তৃণমূল পর্যায়ের মানুষ যারা সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হয় কিন্তু সংবাদপত্র পড়ে না তাদের কাছে পৌঁছানোর উপায় বের করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে নিউমোনিয়ায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়। ব্যাপক মাত্রায় অপুষ্টি ও বিশুদ্ধ জীবনযাপনের অভাবে এ রোগ হয়ে থাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর ১৮ শতাংশই এ 'প্রাণঘাতী' ফুসফুস ব্যাধিতে হয়ে থাকে। এতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ৪ অর্জন বাধাগ্রস্ত হচ্ছে। সেখানে ২০১৫ সাল নাগাদ শিশু মৃত্যুর হার হাজারে ৪৮-এ নামিয়ে আনার কথা বলা হয়েছে। বর্তমানে এ হার হাজারে ৬০ আছে।

শিশু রোগ বিশেষজ্ঞরা বলেন, পরিমিত মাতৃ দুগ্ধ পানে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে নিউমোনিয়া সংক্রমণের হার ১৫ থেকে ২৩ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

এছাড়া নিউমোকোক্কাস টিকা এ ব্যকটেরিয়া সংক্রমণ থেকে শিশুকে দূরে রাখতে পারে। কিন্তু এ টিকা সরকারি শিশু টিকাদান কর্মসূচির মধ্যে নেই।

দীর্ঘদিন ধরে সারাদেশে এ টিকা দেওয়ার দাবি চলে আসলেও 'টিকার ওপর নির্ভর না করে বরং সচেতনতা সৃষ্টির' জন্য সবার প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আক্রান্ত

Posted by methun

দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আক্রান্ত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের ওয়েব ঠিকানায় (http://www.supremecourt.gov.bd) গিয়ে স্বাভাবিক তথ্য পাওয়া যায়নি। বরং সাইটটি হ্যাক করা হয়েছে- এমন দাবি সম্বলিত বার্তা দেখা যায়।

সাইটে লেখা দেখা যায়: 'ওপস... ইউ গট হ্যাকড'। হ্যাকাররা বাংলাদেশি বলে সাইটটিতে দাবি করা হয়।

সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম বলেন, সকালে সিঙ্গাপুর থেকে একজন তাকে ফোন করে জানায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক হয়েছে। এ বিষয়ে পরে আরো কয়েকজন ফোন করে একই ধরণের অভিযোগ করে।

তিনি বলেন, "আমি এখনো সাইট খুলে বিষয়টি দেখিনি। তবে বিষয়টি দেখার জন্য আমাদের আইটি বিভাগকে বলেছি।"

এ বিষয়ে সহাকারী নিবন্ধক বদরুল আলম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করতে বলেন রেজিস্ট্রার।

বদরুল  বলেন, "আমরাও হ্যাক হয়েছে বলে অভিযোগ পেয়েছি। তবে কখন থেকে হ্যাক হয়েছে, কারা করেছে এ ব্যাপারে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।"

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে (www.supremecourt.gov.bd) গিয়ে দেখা যায়, সেখানে "3xp1r3 Cyber Army" লেখা উঠছে। তবে মাঝে মাঝে আবার এই তথ্যটি চলে যাচ্ছে।

সেখানে ইংরেজিতে লেখা ওঠে, "কিছু হ্যাকার বাংলাদেশি সাইট হ্যাক করতে এবং সব তথ্য মুছে ফেলতে চেষ্টা করছে। চিন্তা করো না, কোনো তথ্যই মুছে ফেলা যায়নি। (Some other hacker are trying to hack Bangladeshi sites!! and delete all the data !!Dont worry none of data is deleted!)"

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ওই পেইজে বলা হয়, "একজন সাংবাদিক, লেখক এবং একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে দেশের প্রতি তোমাদের আরো অনেক দায়িত্ব রয়েছে। তোমরা যাই লেখ না কেন, জনগণ তোমাদেরকে বিশ্বাস করে, আস্থা রাখে এবং অনুসরণ করে। যা কিছুই তোমরা উপস্থাপন করো না কেন, তাকে সত্য হিসেবে মেনে নেয়। কলম এবং ক্যামেরার সাহায্যে তোমরা এমন কিছু করো, যা সাধারণ বাংলাদেশিরা করতে পারে না। (A message to the people connected with Press: As a journalist, as a writer, as a media person You have more responsibility towards Bangladesh, People trust you, believe in you and follow you, what ever you write, what ever you show is taken as a truth, with the power of Pen and cameras you can do what a normal Bangladeshi can't do ..)"

"সুতরাং আমরা তোমাদেরকে অনুরোধ করছি, অপশক্তি নিয়ন্ত্রণ নেওয়ার পূর্বেই তোমরা বাংলাদেশকে রক্ষা করো। সৎ হও, জনগনকে বিভ্রান্ত করো না। (so we request you, save this Bangladesh before Evil powers take the control of it .. Be honest .. don't mislead people ...)"

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট আক্রান্ত হয়েছিল। হ্যাকাররা বাংলাদেশি বলে সেসময়ও ওই সাইটে বার্র্তায় দাবি করা হয়।

তেলের দাম বাড়ায় বাজার চড়ছে: ফখরুল

Posted by methun

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার বারবার জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাজারে এর বিরূপ প্রভাব পড়ছে।

শনিবার দুপুরে এক সমাবেশে তিনি বলেন, "ইতোমধ্যে শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে।"

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার দাবিতে আগামীতে সরকারের বিরুদ্ধে একদফা আন্দোলনে যাওয়ারও ইংগিত দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম আবারো বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের দাম পাঁচ টাকা বাড়িয়ে করা হয় যথাক্রমে ৫৬ টাকা, ৫৬ টাকা, ৮৯ টাকা, ৮৬ টাকা ও ৫৫ টাকা। এই সিদ্ধান্ত কার্যকর করা হয় রাত ১২টা থেকেই।

এ নিয়ে গত ছয় মাসে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়লো।

মির্জা ফখরুল বলেন, "বাংলাদেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই সরকার দেশের অর্থনীতিকে দেউলিয়া করে দিচ্ছে।"

বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকনের মুক্তির দাবিতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সমানে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, "যেখানে আন্তর্জাতিক বাজারে গত ৬ মাস ধরে জ্বালানি তেলের দাম কমছে, সেখানে সরকার দেশে তিন বার দাম বাড়িয়েছে।"

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে এভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের অর্থ লুট করার জন্যই তারা এভাবে মূল্য বৃদ্ধি করেছে।"

ভাড়ায় চালিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন এবং এসব প্রকল্পের জন্য বিদেশ থেকে আনা ফার্নেস অয়েলের দাম দফায় দফায় বাড়িয়ে ক্ষমতাসীনরা ব্যাপক দুর্নীতি করছে বলেও অভিযোগ করেন আনোয়ার।

তিনি বলেন, "পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছে। এ কারণেই বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছে। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে এসব দুর্নীতির বিচার করবে।"

দেশের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প পদ্মা সেতুতে অর্থায়নের জন্য চুক্তি করলেও কিছুদিন আগে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে তা স্থগিত করে। অবশ্য সরকার বলে আসছে, এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি।

মির্জা ফখরুলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, স্থানীয় সরকার বিষয়ক সস্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, মহিলা সাংসদ শাম্মী আখতার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, এস এ খালেক, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, জাসাস সভাপতি এম এ মালেক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বক্তব্য রাখেন।

মন্ত্রিসভার পুনর্মূল্যায়ন চান সুরঞ্জিত

Posted by methun

আগামী নির্বাচনের বিষয়টি মাথায় রেখে সরকারের এখনই দল, জোট ও মন্ত্রিপরিষদের 'পুনর্মূল্যায়ন' করা উচিৎ বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "কিছু কিছু নেতার জন্য সরকারের সাফল্য ম্লান হতে বসেছে। অগণিত নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। তারা অন্য কোনো কিছুর জন্য এই আত্মত্যাগ করেনি।"
"অনেকে বলছেন, সময় শেষ হয়ে এসেছে। আমি বলবো, সময় শেষ হয়নি। এখনো দুই বছর বাকি আছে। আত্মত্যাগী নেতা-কর্মী, দল-জোট এবং কেবিনেটের পুনর্মূল্যায়ন করতে হবে", যোগ করেন সুরঞ্জিত।

মন্ত্রিসভার পুণর্মূল্যায়ন করে দেশের সাধারণ মানুষ ও ভোটারদের আকাঙ্খা পূরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

'ত্যাগী' নেতাকর্মীদের 'পুনর্মূল্যায়ন' ও মন্ত্রিসভার পুনর্গঠন নিয়ে এর আগেও নিজের 'দুঃখ' প্রকাশ করে গণমাধ্যমে কথা বলেছেন আইন, বিচার এবং সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত। আগে তিনি দলের সভাপতিমণ্ডলিতে নীতি নির্ধারণী ভূমিকায় থাকলেও বিগত কাউন্সিলে তাকে রাখা হয় উপদেষ্টা পরিষদে।

সুরঞ্জিত বলেন, "সংকট অতিক্রম করতে দূরদর্শীতা ও দক্ষ নেতৃত্বের দরকার। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর (শেখ হাসিনা) এই গুণ আছে। আশা করি, নেত্রী অতীতের মতো এবারো সকল সমস্যা সমাধান করতে সক্ষম হবেন।"

যুদ্ধাপরাধ ও নারায়ণগঞ্জ নির্বাচন

আন্তর্জাতিক মান অনুসরণ করেই যুদ্ধাপরাধের বিচার হচ্ছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, "বিশ্বের কোনো দেশে যুদ্ধাপরাধের জামিন হয় না, আমরা তা দিয়েছি। এর চেয়ে উদার কোর্ট বিশ্বে আর কোথাও নাই।"

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ সৎ মানুষকে চিনতে ভুল করে না।

তার দাবি, "এ নির্বাচন দুটি বড় বিষয় প্রমাণ করেছে। প্রথমত, সেনাবাহিনী ছাড়াও নির্বাচন সুষ্ঠু হয় এবং দ্বিতীয়ত এ নির্বাচন দলীয় সরকারের অধীনে হলেও এতে দলীয় হস্তক্ষেপ হয়নি।"

গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান প্রথমে কারচুপির অভিযোগ তুললেও পরে তা প্রত্যাহার করেন।

নির্বাচন কমিশনের নিদের্শনা অনুযায়ী নির্বাচনের আগে সেনা মোতায়েন না হওয়ায় ভোটের আগের রাতে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার।

নারায়ণগঞ্জ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে 'সবচেয়ে সুষ্ঠু নির্বাচন' দাবি তিনি বলেন, "৭০ শতাংশ ভোটার এ নির্বাচনে অংশ নিয়েছে। মানুষ অত্যন্ত আনন্দের সাথে ভোট দিয়েছে।"

'ডাকাতির চেষ্টা', যুবদল নেতা আটক

Posted by methun

ঢাকার সাভারে ডাকাতির চেষ্টার অভিযোগে এক যুবদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শনিবার ভোরে ঘোড়াদিয়া এলাকায় আটক রাকিব আহম্মেদ কাওসার (৩২) সাভার পৌর যুবদলের প্রচার সম্পাদক। তিনি সাভারের চাঁপাইন এলাকার তারা মিয়ার ছেলে।

সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান  জানান, একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে।

এ সময় তারা কাওসারকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।

যৌতুক চাওয়ায় বিয়ের আসরে বরকে তালাক

Posted by methun

বিয়ের ভোজ শেষে মেয়েকে বরের হাতে তুলে দেওয়ার সময় যৌতুক দাবি করায় তখনই বরকে তালাক দিয়েছেন কনে ফারজানা ইয়াসমিন।

ঢাকার ইডেন কলেজ থেকে সমাজকল্যাণে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাস করা ফারজানা বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের খলিলুর রহমানের মেয়ে।

আর বর শওকত আলী খান ওরফে হীরন পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি কলাপাড়া পৌরসভার মাদরাসা রোডের বাসিন্দা শাহ আলম খানের ছেলে।

ফারজানা জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তার সঙ্গে শওকতের বিয়ে হয়। দুপুরে তার বাবার গ্রামের বাড়িতে হয় প্রীতিভোজ। এরপর বিকেল সাড়ে ৫টায় মেয়েকে বরের হাতে তুলে দিতে যান ফারাজনার বাবা।

এ সময় বর শওকতের ফুফু তাহমিনা বেগম অতিথিদের সামনেই কনের বাবার কাছে যৌতুক হিসাবে টিভি, ফ্রিজ, মোটরসাইকেলসহ অন্যান্য সামগ্রী দাবি করেন।

তাহমিনা বেগম কলাপাড়া সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শওকতও এ সময় ফুফুর যৌতুকের দাবিতে সমর্থন দেওয়ায় সেখানেই তাকে তালাক দেন কনে ফারজানা।

আসরে সবার সামনে ফারজানা বলেন, "বিয়ের আসরে যে ছেলে যৌতুক চায়, তাকে জীবনসঙ্গী হিসাবে মেনে নিতে আমার রুচিতে বাঁধে।"

অতিথিরদের তিনি বলেন, "আমি আপনাদের সবার সামনে বলছি- আমি শওকতকে তালাক দিলাম।"

এমন ঘটনায় অতিথিদের সামনে বিব্রতকর অবস্থায় পড়েন বরের আত্মীয়স্বজন। রাত সাড়ে ৯য়টা পর্যন্ত তারা সমঝোতার জন্য দেন-দরবার চালালেও সিদ্ধান্তে অটল থাকেন ফারজানা। শেষ পর্যন্ত ফারজানার পরিবার বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়ে দেয়।

কুণ্ঠিত বরপক্ষ কনে ছাড়াই বিয়ে বাড়ি ছেড়ে বিদায় হয় শেষ পর্যন্ত।

ফারজানা  বলেন "যখন ছাত্রী ছিলাম তখন যৌতুকবিরোধী আন্দোলন করেছি। অন্যদের এর বিরুদ্ধে বুঝিয়েছি। আর আমার বিয়েতেই যৌতুক চাওয়া হলো!"

তার মতো সব মেয়েরই যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

এ ব্যাপারে শওকত হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব

Posted by methun

তিন দিনের সফরে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। রোববার সন্ধ্যায় তার ঢাকা পৌঁছানোর কথা।

ইউনিসেফের এক বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়, বাংলাদেশ সফরের পর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সফর করবেন জাতিসংঘ মহাসচিব।

নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে ২০১০ সালে বিশ্বব্যাপী শুরু জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া 'এভরি উইমেন এভরি চাইল্ড' কর্মসূচির প্রেক্ষিতে এসব দেশে নারী ও শিশু স্বাস্থ্যে সেবার অগ্রগতি পর্যবেক্ষণ বানের এ সফরের অন্যতম উদ্দেশ্য। সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠান এবং সুশীল সমাজের যৌথ অংশগ্রহণের মাধ্যমে নারী ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন এ কর্মসূচির লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরে বান কি মুন মৌলভীবাজারের একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করবেন। এখানে সরকারিভাবে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের প্রসূতি সেবা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সরকার ও বেসরকারি সংস্থা ব্রাকের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্পও পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন তার স্বাস্থ্যক্ষেত্রে কী প্রভাব পড়ে তা তুলে ধরা এ প্রকল্পের উদ্দেশ্য।

রোববার ঢাকায় শুরু হতে যাওয়া ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভায়ও অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব। ওই সভায় অংশ নিতে ইতিমধ্যে জাতিসংঘের ৩২টি সদস্য রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সফরে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর'বি) পরিদর্শন করবেন তিনি বান কি মুন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করে জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

দায়িত্ব পালনের সময় যেসব শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সঙ্গেও তার দেখা করার কথা।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেবেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে দেখা করবেন বান কি মুন। নারী ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন বেসরকারি প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

বাংলাদেশে ব্যস্ত সময় কাটিয়ে থাইল্যান্ড যাবেন বান। সফরের শেষ পর্যায়ে ইন্দোনেশিয়া যাবেন তিনি।

বালিতে জাতিসংঘ ও অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্সের (আসিয়ান) চতুর্থ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে এ সফরের সমাপ্তি টানবেন বান কি মুন। ২০ নভেম্বর নিউ ইয়র্কে ফিরবেন তিনি।

'লোকমান হত্যা মামলার আসামিরা শনাক্ত হয়েছে'

Posted by methun

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়েছে- বলেছে পুলিশ।

শনিবার ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (অপরাধ) সাংবাদিকদের বলেন, "লোকমান হত্যা মামলার তদন্ত চলছে। ইতোমধ্যে আসামিদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।"

দুপুরে নরসিংদী পুলিশ সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সেখানে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (তদন্ত) মো. নুরুজ্জামানও উপস্থিত ছিলেন।

পুলিশের এই দুই কর্মকর্তা সকালে নরসিংদী পৌঁছেন।

এ মামলায় রাজনৈতিক প্রভাব আছে কি না- এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই মামলার তদারকি চলছে।"

গত ১ নভেম্বর রাতে নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে নিহত হন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন।

হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান। আসামিদের বেশিরভাগই ক্ষমতাসীন দলের নেতাকর্মী।

এই হত্যাকাণ্ডে জড়িত নন বলে ইতিমধ্যে দাবি করেছেন মন্ত্রীর ভাই সালাউদ্দিন।

এদিকে হত্যাকাণ্ডের রাতেই নরসিংদী জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে পুলিশ গ্রেপ্তার করলেও তিনি হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

এছাড়া হত্যাকাণ্ডের পর সার্কিট হাউজ ও রেলস্টেশনে ভাংচুর মামলায় জামিনও পান তিনি। হত্যাকাণ্ডের পরদিন নরসিংদীতে ট্রেনে আগুন দেওয়ার মামলায় তার জামিনের শুনানি হবে রোববার।