SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

তেলের দাম বাড়ায় বাজার চড়ছে: ফখরুল

Posted by methun

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার বারবার জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাজারে এর বিরূপ প্রভাব পড়ছে।

শনিবার দুপুরে এক সমাবেশে তিনি বলেন, "ইতোমধ্যে শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে।"

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার দাবিতে আগামীতে সরকারের বিরুদ্ধে একদফা আন্দোলনে যাওয়ারও ইংগিত দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম আবারো বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের দাম পাঁচ টাকা বাড়িয়ে করা হয় যথাক্রমে ৫৬ টাকা, ৫৬ টাকা, ৮৯ টাকা, ৮৬ টাকা ও ৫৫ টাকা। এই সিদ্ধান্ত কার্যকর করা হয় রাত ১২টা থেকেই।

এ নিয়ে গত ছয় মাসে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়লো।

মির্জা ফখরুল বলেন, "বাংলাদেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই সরকার দেশের অর্থনীতিকে দেউলিয়া করে দিচ্ছে।"

বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকনের মুক্তির দাবিতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সমানে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, "যেখানে আন্তর্জাতিক বাজারে গত ৬ মাস ধরে জ্বালানি তেলের দাম কমছে, সেখানে সরকার দেশে তিন বার দাম বাড়িয়েছে।"

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে এভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের অর্থ লুট করার জন্যই তারা এভাবে মূল্য বৃদ্ধি করেছে।"

ভাড়ায় চালিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন এবং এসব প্রকল্পের জন্য বিদেশ থেকে আনা ফার্নেস অয়েলের দাম দফায় দফায় বাড়িয়ে ক্ষমতাসীনরা ব্যাপক দুর্নীতি করছে বলেও অভিযোগ করেন আনোয়ার।

তিনি বলেন, "পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছে। এ কারণেই বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছে। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে এসব দুর্নীতির বিচার করবে।"

দেশের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প পদ্মা সেতুতে অর্থায়নের জন্য চুক্তি করলেও কিছুদিন আগে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে তা স্থগিত করে। অবশ্য সরকার বলে আসছে, এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি।

মির্জা ফখরুলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, স্থানীয় সরকার বিষয়ক সস্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, মহিলা সাংসদ শাম্মী আখতার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, এস এ খালেক, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, জাসাস সভাপতি এম এ মালেক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বক্তব্য রাখেন।

0 comments:

Post a Comment