ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৮ দশমিক ৭ মাত্রার প্রবল ভূমিকম্পের পর বাংলাদেশসহ ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সুমাত্রার স্থানীয় সময় ৩টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পের পর বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে কয়েক দফা মৃদু ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর- ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সুমাত্রার ভূমিকম্পনের কেন্দ্র ছিল বান্দা আচেহ থেকে ৪৩৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে।
এর পরপরই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। বাংলাদেশসহ ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলংকা, অস্ট্রেলিয়া মিয়ানমার, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মালয়শিয়া, মরিশাস, মৌরতানিয়া, পাকিস্তান, সোমালিয়া, ওমান, মাদাগাস্কার, ইরান, আরব আমিরাত, ইয়েমেন, তানঞ্জানিয়া, মোজাম্বিক, কেনিয়া, সাউথ আফ্রিকা, সিঙ্গাপুরসহ আরো কয়েকটি দেশের জন্য এ সতর্কতা জারি করা হয়।
সুমাত্রার ভূমিকম্পের পর বাংলাদেশেও কয়েক দফা মৃদু ভুমিকম্প অনুভূত হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক হুমায়ুন আক্তার।
তিনি জানান, সুমাত্রার ভূমিকম্পের কম্পনই বাংলাদেশ থেকে অনুভূত হয়েছে। বাংলাদেশে এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৮।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পওয়া যায়নি।
Ads by Cash-71
The Pacific Tsunami Warning Centre says a tsunami watch has been issued for the entire Indian Ocean, including Bangladesh after an earthquake on Wednesday.
The alert also affects Indonesia, India, Sri Lanka, Australia, Myanmar, Thailand, Maldives, Malaysia, Pakistan and Singapore.
India has issued a tsunami watch for the Andaman Islands and its eastern coast.
Mild tremors shook parts of Bangladesh including Dhaka, Chittagong and Sylhet around 2:45pm following an 8.7-magnitude earthquake off the west coast of northern Sumatra.
Dhaka University's earth observatory's caretaker professor Humayun Akhter said, "The tremor in Bangladesh resulted from the earthquake in Sumatra. The tremor registered a 3.8 magnitude on the Richter scale."
The US Geological Survey (USGS) said the quake was detected about 33-km deep in the ocean, some 495 kilometres south-west of Banda Aceh, Sumatra.
USGS said earthquakes of this size "have the potential to generate a widespread destructive tsunami that can affect coastlines across the entire Indian Ocean Basin".
The quake was felt as far away as Singapore, Thailand, India and Bangladesh.
The region was devastated by a 2004 tsunami that killed about 230,000 people in 13 nations.