SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

তত্ত্বাবধায়কের দাবিতে এবার ময়মনসিংহে খালেদার জনসভা

Posted by methun

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিতে ঢাকা থেকে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চের পর এবার ময়মনসিংহে জনসভা করছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে স্থানীয় চার দলের উদ্যোগে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান  বলেন, "জনসভায় যোগ দেওয়ার জন্য বেলা সোয়া ১১টায় গুলশানের বাসা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর।"

ঢাকা থেকে ময়মনসিংহের পথে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের সহসভাপতি সেলিমা রহমান।

২০০৮ সালের নির্বাচনের পর ময়মনসিংহে এটিই হবে খালেদা জিয়ার প্রথম জনসভা। দুপুর ২টার দিকে সভার কার্যক্রম শুরু হওয়ার কথা।

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল এবং দ্রুত নির্বাচনের দাবিতে জনমত গড়ে তুলতে বিভিন্ন জেলায় জনসভাসহ রোডমার্চ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এরই মধ্যে খালেদা জিয়ার নেতৃত্বে গত ১০ অক্টোবর সিলেট এবং ১৮ ও ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চ হয়েছে। এরপর চট্টগ্রাম ও খুলনা অভিমুখেও রোডমার্চ করার কথা রয়েছে খালেদা জিয়ার।

মারুফ কামাল খান  জানান, ময়মনসিংহ জনসভায় খালেদা জিয়ার www.bnplive.com এ সরাসরি দেখানো (ওয়েবকাস্ট) হবে।

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

Posted by methun

পুঁজিবাজারে তালিকাভুক্ত জুট স্পিনিং, লিবরা ইনফিউশন ও অ্যাটলাস বাংলা লভ্যাংশ ঘোষণা করেছে।

৩০ জুন ২০১১ তারিখে সমাপ্ত বছরের জন্যে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে।

জুট স্পিনিং ২০ শতাংশ নগদ লভ্যাংশ, এটলাস বাংলা ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৩টি শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার, লিবরা ইনফিউশন ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এছাড়া অলটেক্স আর্থিক বিবরনী পর্যালোচনা করলেও সমাপ্ত বছরের জন্যে কোন লভ্যাংশ দিতে পারেনি।

জুট স্পিনিং মিলের শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪৮ টাকা ৭২ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৯৬ টাকা ২০ পয়সা।

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর, সকাল ১০টায়। স্থান কাকরাইলের ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। রেকর্ড তারিখ ১৩ নভেম্বর।

এটলাস বাংলাদেশের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৬ টাকা ৭৭ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৫৬ টাকা ২৬ পয়সা।

এটলাস বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর, সকাল ১১টায়। স্থান ২৬৫-২৬৭ টঙ্গি শিল্প এলাকার কোম্পানি কার্যালয়ে। রেকর্ড তারিখ ২২ নভেম্বর।

লিবরা ইনফিউশনের শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫৬ টাকা ২৫ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১ হাজার ৯৬০ টাকা ৬১ পয়সা।

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর, সকাল ১১টায়। স্থান মিরপুর-২ রূপনগরে প্রতিষ্ঠানের কর্পোরেট কার্যালয়ে । রেকর্ড তারিখ ৯ নভেম্বর।

অলটেক্স জানিয়েছে, প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ০৩ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ২৪৭ টাকা ৩৫ পয়সা।

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর, সকাল ১১টায়। স্থান নারায়নগঞ্জের রূপগঞ্জে কারখানা প্রাঙ্গণ। রেকর্ড তারিখ ৮ ডিসেম্বর।

যুদ্ধাপরাধ: খালেদার বিরুদ্ধে ব্যবস্থা দাবি

Posted by methun

কয়েকজন জোটনেতার যুদ্ধাপরাধ বিচারের বিপক্ষে অবস্থান নেওয়া খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেওয়ার দাবি তুলেছেন সরকারদলীয় সাংসদরা।

বুধবার জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে খালেদাকে উদ্দেশ্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "আপনার কথা বলার দরকার হলে সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আরেকটি প্রস্তাব আনতে পারেন। আজ বিচার শুরু হয়েছে। কিন্তু এ অবস্থায় আপনি বিষোদ্গার করছেন।"

"সংসদে গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিরোধীদলীয় নেতা জনগণকে অবমাননা করছেন" বলে উল্লেখ করেন সুরঞ্জিত।

তিনি বলেন, "আপনি অপরাধ করেছেন। এই সংসদ থেকে কোর্ট অব রেকর্ড হিসেবে ওই অপরাধীর (বিরোধীদলীয় নেত্রী) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।"

"বর্তমান সরকারকে এ দেশের মানুষ ও তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচারের জন্য নির্বাচিত করেছে" উল্লেখ করে তিনি বলেন, "সে বিচারটি করার জন্য আজ দেশ প্রস্তুত।

আলোচনায় অংশ নিয়ে ক্ষমতাসীন মহাজোটের অন্য সাংসদরাও খালেদার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা যুদ্ধাপরাধ বিচার সম্পন্ন করতে নতুন প্রজন্মকে নিরঙ্কুশভাবে জেগে ওঠারও আহবান জানান।

অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার শওকত আলী। আলোচনা হয় এক ঘণ্টার বেশি।

যুদ্ধাপরাধ বিচার প্রসঙ্গে খালেদা জিয়ার দেওয়া বক্তব্য নিয়ে সংসদে আলোচনার জন্য বুধবার সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিস আনেন সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত।

নোটিসে তিনি ছাড়াও রাশেদ খান মেনন, শেখ ফজলুল করিম সেলিম, ফজলে রাব্বী মিয়া, অধ্যাপক মো. আলী আশরাফ ও রফিকুল ইসলাম বীরউত্তম স্বাক্ষর করেন।

চলতি মাসে সিলেট ও রাজশাহীতে চার দলের সমাবেশে খালেদা জিয়া একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর দেলওয়ার হোসাইন সাঈদী, সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি দাবি করেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে গতবছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থা গঠন করে সরকার।

আটক জামায়াত-বিএনপি নেতাদের মধ্যে জামায়াতের নায়েবে আমীর দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে গত ৩ অক্টোবর।

<ন>'রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত'

যুদ্ধাপরাধ ট্রাইবুনালকে প্রশ্নবিদ্ধ করায় বিরোধীদলীয় নেত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন।

তিনি বলেন, "সংসদকে পাস কাটিয়ে, সংসদের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।"

বিভিন্ন সময়ে বক্তব্যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালকে 'দলীয়' বলে অভিহিত করেছেন খালেদা জিয়া।

তোফায়েল আহমেদ বলেন, "দেশের জনগণ জানে, বিশ্ববাসী জানে নিজামী সাঈদীরা যুদ্ধাপরাধী। সেখানে খালেদার যদি লজ্জা থেকে থাকে, তবে কীভাবে বলেন তারা যুদ্ধাপরাধী নন।"

খালেদা জিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করে তার কার্যকলাপের জবাব দেওয়ার আহ্বান জানান তোফায়েল।

আমির হোসেন আমু বলেন, "জিয়াউর রহমান যাদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন তাদের পথ অনুসরণ করছেন খালেদা জিয়া। তিনি তার ছেলেকে ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যে কাজ করছেন।"

বিরোধী নেত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

আবদুল লতিফ সিদ্দিকী বলেন, "সংসদের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে রোড মার্চ করছেন, সংসদে না এসে সংসদের বিরুদ্ধে কথা বলছেন।"

"এই সংসদকে ব্যবস্থা নিতে হবে। তা না হলে তিনি যা খুশি তাই বলে যাবেন।"

<ন>'তাহলে যুদ্ধাপরাধী কে'

বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যের সমালোচনা করে আবদুল মান্নান বলেন, "নিজামী, সাঈদী যদি যুদ্ধাপরাধী না হয়, তবে কি জিয়াউর রহমান যুদ্ধাপরাধী? এ বিষয়টা স্পষ্ট করতে হবে বিরোধীদলীয় নেত্রীকে।"

চলতি মাসে দুই সমাবেশে খালেদা বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে আটক মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা যুদ্ধাপরাধী নন।

ফজলে রাব্বী মিয়া বলেন, "যুদ্ধাপরাধীদের মুক্তিযোদ্ধা বানানোর অপচেষ্টা করছেন বিরোধীদলীয় নেত্রী।"

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জাতীয় পার্টির মুজিবুল হক নান্নু বলেন, "স্বাধীনতার ৪০ বছরে কোনো সরকারই যুদ্ধাপরাধের বিচার করতে পারে নি। আর যখন বিচার কাজ শুরু হয়েছে তখন তা বাধা গ্রস্ত করার চেষ্টা চলছে।"

বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ্য করে জাসদের মঈনউদ্দিন খান বাদল জানান, "মানুষ আপনি যা করছেন, বলছেন, যে সর্বনাশা পথে অগ্রসর হয়েছে, এদেশের মানুষ তা সমর্থন করছে না। যুদ্ধাপরাধীদের বিচার হবেই।"

বিরোধীদলীয় নেত্রীকে সংসদে এসে কথা বলার আহ্বান জানান তিনি।

অধ্যাপক মো. আলী আশরাফ বলেন, "যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন, বিরোধী দলীয় রাজাকার, আলবদরের পক্ষে অবস্থান নিয়েছেন- এ প্রেক্ষাপটে তিনি লিপ্ত হয়েছেন গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন। অর্থবহ স্বাধীনতাকে অর্থহীন করার অপপ্রয়াসে নেমেছেন।"

সংসদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিরোধী দলীয় নেত্রীর প্রতি নিন্দা ও সমালোচনা করেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

<ন>'তার বক্তব্য আস্তাকুঁড়ে যাবে'

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "বেগম জিয়া মুক্তিযুদ্ধ দেখেননি, তিনি জানেন না বোঝেন না মুক্তিযুদ্ধ কী।"

"যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রয়োজনীয় দলিলাদি ও স্বাক্ষী সংগ্রহ করতে গিয়ে বর্তমান সরকার সময় বেশি নিয়েছে", বলেন মুহিত।

"বর্তমান সরকার যুদ্ধাপরাধের বিচার চালিয়ে যাবে, মুক্তিযুদ্ধের অসমাপ্ত অধ্যায় শেষ করা হবে।" মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, "বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য ইতিহাসের আস্তাকুঁড়ে যাবে।"

শেখ ফজলুল করিম সেলিম বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার হলে আগুন জ্বলবে- তার [খালেদার] এ বক্তব্য বাংলার মানুষ সহ্য করবে না।"

তিনি প্রশ্ন করেন, "নিজামী, সাঈদী যুদ্ধাপরাধী না হলে কারা যুদ্ধাপরাধী? তারা হত্যা, লুণ্ঠন, ধর্ষণ করেছে, বুদ্ধিজীবী হত্যা করেছে- তারা যুদ্ধাপরাধী না হলে কারা যুদ্ধাপরাধী?"

খালেদা জিয়ার সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, "[বিএনপি আমলে] যুদ্ধাপরাধীর বিচারের জন্য শহীদ জননী যখন এগোচ্ছেন, সরকারের থেকে শহীদ জননীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়।"

"স্বাধীনতাবিরোধীদের সঙ্গে খালেদা জিয়ার সখ্যতা অনেক আগে থেকেই", যোগ করেন মতিয়া।

তিনি বলেন, "সা¤প্রদায়িক রাজনীতির উত্থান করে দিয়েছেন জিয়াউর রহমান। যেমন জামাই, তেমন বউ। খালেদা জিয়া কে, কী, কার মা- তা আজ স্পষ্ট।"

খালেদাকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি আলবদর, আলসামস, স্বাধীনতা ও মুক্তিযোদ্ধার বিরোধী শক্তির মা।"

<ন>নতুন প্রজন্মকে জেগে ওঠার আহ্বান

নতুন প্রজন্মের উদ্দেশে সুরঞ্জিত বলেন, "নতুন প্রজন্ম তোমরা জেগে উঠো। যুদ্ধাপরাধের বিরুদ্ধে নিরঙ্কুশভাবে দাঁড়াতে হবে। মানবতাবিরোধীদের ক্ষমা নেই। এ দেশে তাদের বিচার হবে।"

আলোচনায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম। মুক্তিযুদ্ধের পর এবার আরেকটি যুদ্ধের নেতৃত্ব দেবে তারাই। যারা যুদ্ধাপরাধীদের বিচার কাজ বাধা গ্রস্ত করতে চায় জনগণকে সঙ্গে নিয়ে তাদের রুখবে এ প্রজন্ম।"

"আগামী ৩০ অক্টোবর একজন যুদ্ধাপরাধীর বিচার কাজ শুরু হচ্ছে। ৭/৮ জন যুদ্ধাপরাধীর বিচারও শুরু হওয়ার পথে। আন্তর্জাতিকভাবে এ বিচার প্রক্রিয়া স্বীকৃত।", যোগ করেন প্রতিমন্ত্রী।

এ অবস্থায় বিরোধীদলীয় নেত্রী পরিকল্পিতভাবে বিচার কাজকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন তিনি।

কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে পার্থের পথে প্রধানমন্ত্রী

Posted by methun

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে তিনদিনের সফরে অস্ট্রেলিয়ার পার্থের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বুধবার রাত ১১টা ৫৫ মিনিট হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

শেখ হাসিনা সিঙ্গাপুরে যাত্রাবিরতি করবেন। সেখান থেকে তিনি পার্থে যাবেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বৃহস্পতিবার পার্থের স্থানীয় সময় দুপুর আড়াইটার পর সেখানে পৌঁছাবেন। তারা সেখানে হোটেল প্যান প্যাসিফিকে অবস্থান করবেন।

বৃহস্পতিবারই শেখ হাসিনা স্থানীয় একটি পাঁচ তারা হোটেলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের দেওয়া নৈশভোজে অংশ নেবেন এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক 'এম্পাওয়ারিং উওমেন টু লিড' শিরোনামে এক প্যানেল আলোচনায় অংশ নেবেন।

পার্থ কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে শুক্রবার সকালে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের সরকারপ্রধানদের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর, অন্যান্য সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ফটোসেশনে যোগ দেবেন।

ফটোসেশনের পর কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের সরকারপ্রধানদের বৈঠকের প্রথম এক্সিকিউটিভ সেশনে যোগ দেবেন শেখ হাসিনা। দুপুরে কমনওয়েলথের মহাসচিবের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সেদিন দুপুরেই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন শেখ হাসিনা। এরপর সরকারপ্রধানদের বৈঠকের দ্বিতীয় এক্সিকিউটিভ সেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

ওইদিন বিকেলে শ্রীলংকার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দেবেন শেখ হাসিনা। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রুড প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেলে সাক্ষাৎ করবেন।

এরপর প্রধানমন্ত্রী কাররাকাটা সমাধিতে ডব্লিউ এ এস ওডারল্যান্ডের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। রাতে সরকারপ্রধানদের সম্মানে হোটেল প্যান প্যাসিফিকের গ্রান্ড বলরুমে রাণী দ্বিতীয় এলিজাবেথের দেওয়া নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা।

সরকারপ্রধানদের সম্মানে শনিবার সকালে হোটেল প্যান প্যাসিফিকের গ্রান্ড বলরুমে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ও কমনওয়েলথ গেমসের সভাপতি মাইকেল ফেনেলের প্রাতঃরাশে যোগ দেবেন শেখ হাসিনা।

ওইদিন কিংস পার্কের ফ্রেজার্স রেস্টুরেন্টে জুলিয়া গিলার্ডের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন শেখ হাসিনা।

কুর্টিন ইউনিভার্সিটি অব টেকনোলজির এলিজাবেথ জোলি লেকচার থিয়েটারে শনিবার বিকালে বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা যোগ দেবেন। রাতে সরকারপ্রধানদের সম্মানে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উইনথ্রপ হলে জুলিয়া গিলার্ডের দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।

রোববার বিকেলে দেশের উদ্দেশ্যে রওনা হবেন শেখ হাসিনা। মালয়েশিয়ায় যাত্রাবিরতি করে রোববার মধ্যরাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

ঈদ: ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

Posted by methun

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা সরদার শাহাদত আলী  বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ঈদের আগের ৫ দিনের যাত্রার জন্য অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে।
আগাম টিকেট পাওয়া যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।

"কমলাপুর রেলস্টেশনের ২০টি কাউন্টার থেকে অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। এর মধ্যে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা একটি কাউন্টার রয়েছে।"

বৃহস্পতিবার বিক্রি হচ্ছে ২ নভেম্বরে বিভিন্ন গন্তব্যের টিকেট। ২৮ অক্টোবর পাওয়া যাবে ৩ নভেম্বরে যাত্রার, ২৯ অক্টোবরে বিক্রি হবে ৪ নভেম্বরের, ৩০ অক্টোবর কিনতে হবে ৫ নভেম্বরের এবং ৩১ অক্টোবর বিক্রি হবে ৬ নভেম্বরে বিভিন্ন গন্তব্যে যাত্রার টিকেট।

এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে সারা দেশে গ্রামীণ ফোন ও বাংলালিংকের ৪০টি সেবাকেন্দ্র থেকে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রির কার্যক্রম অব্যাহত রয়েছে বলে শাহাদত আলী জানান।

তিনি জানান, ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে প্রতিদিন প্রায় ৩৫ হাজার টিকেট বিক্রি করা হবে। আর এর ২৫ শতাংশ মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে বিক্রির জন্য সংরক্ষিত থাকবে।

ঈদ সামনে রেখে সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনও (বিআরটিসি) ইতোমধ্যে দেশের বিভিন্ন গন্তব্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।

বিআরটিসির কল্যাণপুর, জোয়ারসাহারা, কমলাপুর ও মিরপুর ডিপোতে পাওয়া যাচ্ছে এই আগাম টিকেট।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে ৭ নভেম্বর বাংলাদেশে ঈদ হতে পারে। সেই হিসাবে ঈদের আগের তিনদিন ৪, ৫ ও ৬ নভেম্বর এবং ঈদের পরের তিনদিন ৮, ৯ ও ১০ নভেম্বরের অগ্রিম টিকেট বিক্রি করছে বিআরটিসি।