তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিতে ঢাকা থেকে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চের পর এবার ময়মনসিংহে জনসভা করছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে স্থানীয় চার দলের উদ্যোগে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, "জনসভায় যোগ দেওয়ার জন্য বেলা সোয়া ১১টায় গুলশানের বাসা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর।"
ঢাকা থেকে ময়মনসিংহের পথে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের সহসভাপতি সেলিমা রহমান।
২০০৮ সালের নির্বাচনের পর ময়মনসিংহে এটিই হবে খালেদা জিয়ার প্রথম জনসভা। দুপুর ২টার দিকে সভার কার্যক্রম শুরু হওয়ার কথা।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল এবং দ্রুত নির্বাচনের দাবিতে জনমত গড়ে তুলতে বিভিন্ন জেলায় জনসভাসহ রোডমার্চ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এরই মধ্যে খালেদা জিয়ার নেতৃত্বে গত ১০ অক্টোবর সিলেট এবং ১৮ ও ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চ হয়েছে। এরপর চট্টগ্রাম ও খুলনা অভিমুখেও রোডমার্চ করার কথা রয়েছে খালেদা জিয়ার।
মারুফ কামাল খান জানান, ময়মনসিংহ জনসভায় খালেদা জিয়ার www.bnplive.com এ সরাসরি দেখানো (ওয়েবকাস্ট) হবে।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে স্থানীয় চার দলের উদ্যোগে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, "জনসভায় যোগ দেওয়ার জন্য বেলা সোয়া ১১টায় গুলশানের বাসা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর।"
ঢাকা থেকে ময়মনসিংহের পথে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের সহসভাপতি সেলিমা রহমান।
২০০৮ সালের নির্বাচনের পর ময়মনসিংহে এটিই হবে খালেদা জিয়ার প্রথম জনসভা। দুপুর ২টার দিকে সভার কার্যক্রম শুরু হওয়ার কথা।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল এবং দ্রুত নির্বাচনের দাবিতে জনমত গড়ে তুলতে বিভিন্ন জেলায় জনসভাসহ রোডমার্চ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এরই মধ্যে খালেদা জিয়ার নেতৃত্বে গত ১০ অক্টোবর সিলেট এবং ১৮ ও ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চ হয়েছে। এরপর চট্টগ্রাম ও খুলনা অভিমুখেও রোডমার্চ করার কথা রয়েছে খালেদা জিয়ার।
মারুফ কামাল খান জানান, ময়মনসিংহ জনসভায় খালেদা জিয়ার www.bnplive.com এ সরাসরি দেখানো (ওয়েবকাস্ট) হবে।
0 comments:
Post a Comment