SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে পার্থের পথে প্রধানমন্ত্রী

Posted by methun

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে তিনদিনের সফরে অস্ট্রেলিয়ার পার্থের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বুধবার রাত ১১টা ৫৫ মিনিট হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

শেখ হাসিনা সিঙ্গাপুরে যাত্রাবিরতি করবেন। সেখান থেকে তিনি পার্থে যাবেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বৃহস্পতিবার পার্থের স্থানীয় সময় দুপুর আড়াইটার পর সেখানে পৌঁছাবেন। তারা সেখানে হোটেল প্যান প্যাসিফিকে অবস্থান করবেন।

বৃহস্পতিবারই শেখ হাসিনা স্থানীয় একটি পাঁচ তারা হোটেলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের দেওয়া নৈশভোজে অংশ নেবেন এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক 'এম্পাওয়ারিং উওমেন টু লিড' শিরোনামে এক প্যানেল আলোচনায় অংশ নেবেন।

পার্থ কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে শুক্রবার সকালে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের সরকারপ্রধানদের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর, অন্যান্য সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ফটোসেশনে যোগ দেবেন।

ফটোসেশনের পর কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের সরকারপ্রধানদের বৈঠকের প্রথম এক্সিকিউটিভ সেশনে যোগ দেবেন শেখ হাসিনা। দুপুরে কমনওয়েলথের মহাসচিবের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সেদিন দুপুরেই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন শেখ হাসিনা। এরপর সরকারপ্রধানদের বৈঠকের দ্বিতীয় এক্সিকিউটিভ সেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

ওইদিন বিকেলে শ্রীলংকার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দেবেন শেখ হাসিনা। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রুড প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেলে সাক্ষাৎ করবেন।

এরপর প্রধানমন্ত্রী কাররাকাটা সমাধিতে ডব্লিউ এ এস ওডারল্যান্ডের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। রাতে সরকারপ্রধানদের সম্মানে হোটেল প্যান প্যাসিফিকের গ্রান্ড বলরুমে রাণী দ্বিতীয় এলিজাবেথের দেওয়া নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা।

সরকারপ্রধানদের সম্মানে শনিবার সকালে হোটেল প্যান প্যাসিফিকের গ্রান্ড বলরুমে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ও কমনওয়েলথ গেমসের সভাপতি মাইকেল ফেনেলের প্রাতঃরাশে যোগ দেবেন শেখ হাসিনা।

ওইদিন কিংস পার্কের ফ্রেজার্স রেস্টুরেন্টে জুলিয়া গিলার্ডের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন শেখ হাসিনা।

কুর্টিন ইউনিভার্সিটি অব টেকনোলজির এলিজাবেথ জোলি লেকচার থিয়েটারে শনিবার বিকালে বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা যোগ দেবেন। রাতে সরকারপ্রধানদের সম্মানে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উইনথ্রপ হলে জুলিয়া গিলার্ডের দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।

রোববার বিকেলে দেশের উদ্দেশ্যে রওনা হবেন শেখ হাসিনা। মালয়েশিয়ায় যাত্রাবিরতি করে রোববার মধ্যরাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

0 comments:

Post a Comment