SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

Limon appears in court on prosthetic leg

Posted by methun

Limon Hossain, the college student who was shot and maimed by RAB eight months ago, appeared before a Jhalakati court on a prosthetic leg in a case that accuses him of obstructing law enforcers.

His counsel Manik Acharya told  that Limon appeared before senior judicial magistrate Nusrat Jahan's court on Wednesday morning and the judge set the next hearing on Jan 16.

Limon spoke to  at the court premises, "The RAB have filed false cases against me. I want an end to the harassment."

A student of Kathalia PGS Multipurpose Vocational School and College, Limon was fitted with the artificial leg on Aug 30.

A Rapid Action Battalion team on Mar 23 shot the 16-year-old boy in the left leg when he was taking his cows to a grazing field at Chhaturia of Jhalakati. After four days, the leg had to be amputated from the thigh to stop the spread of infection due to excessive bleeding.

After the shooting incident, the RAB team claimed that Limon sustained bullet injuries in a shootout between them and Limon's associates. They also filed two cases against him on Apr 25 -- one for possessing illegal arms, and the other for obstructing them in discharging their duties and opening fire on them.

Following a petition filed by Ain O Salish Kendra, a human-rights organisation, the High Court granted Limon bail for six months on May 6. The court also directed the government to arrange and pay for his treatment at one of the country's best hospitals as per Limon's choice.

Nurse detains mother-baby for extra money

Posted by methun

A nurse allegedly kept a mother waiting for extra five hours after giving birth to a baby girl at Gosairhat Upazila Health Complex in Shariatpur, as she failed to pay additional money demanded by the hospital employee.

Delwar Hossain, uncle of mother Sumi Aktar, told  that nurse Sujala Rani did not let her go on Tuesday noon.

Sumi, 20, of Daser Jungle village, was admitted to the health facility with pelvic pain on Monday night and gave birth to a daughter the same night.

Delwar said, "When we're about to leave the hospital along with the mother and the baby after paying the dues, Sujala demanded extra Tk 2000 from us. She confined the two until evening for not paying the amount."

Upazila health and family planning officer Mohammad Abdur Rouf said on Wednesday he rushed to government-run complex on information and made Sumi, 20, of Daser Jungle village, leave the hospital without paying any extra charge.

Admitting demanding extra money, Nurse Sujala Rani told reporters, "All pay extra when any child is born in the health complex. That's why I demanded the money."

Dipu Moni meets Mamata

Posted by methun

The foreign minister has met the West Bengal chief minister.

According to foreign ministry sources, Dipu Moni met Mamata Banerjee on Wednesday evening in Kolkata on her way back to Dhaka.

The meeting lasted about half an hour, they said declining to make any comment on what transpired at the meeting.

On Tuesday, attending an IOR-ARC meeting in Bangalore, India, the foreign minister told  that she would go to West Bengal.

Asked whether there would be meeting Mamata, Dipu Moni had said, "Hopefully."

Earlier, a close aide of the foreign minister confirmed  that the minister would go to Kolkata and meet Mamata.

"She has brought a Dhakai Jamdani saree for Mamata," he said seeking anonymity for not being authorised to brief the media.

Dipu Moni also met her Indian counterpart S M Krishna on the margin of the IOR-ARC meeting in Bangalore. She told  afterwards that India was hopeful about inking the Teesta deal "soon".

Asked about reports of internal hindrance to the water-sharing deal involving the Indian central government and the Paschimbanga state, the foreign minister said she would not say there was an internal obstacle.

"It's a procedural problem," she said.

Taking a question from , Krishna said at the news briefing, "Yes, we did discuss about Teesta."

"An agreement is around the corner. We hope we would come to a settlement," he said without giving any time frame.

The Teesta water-sharing agreement between Dhaka and Delhi ran into troubled waters after Mamata backed out of a visit to Dhaka with India prime minister Manmohan Singh in early September.

Dhaka has been trying to pacify Mamata who is said to be upset with the final draft of pact that was to be signed during the high-profile Dhaka visit.

After she decided to walk out of the visit, which eventually turned the tour into a diplomatic embarrassment for the Manmohan administration, Indian foreign secretary Ranjan Mathai made it clear that no agreement will be signed without the state's consent.

Bangladesh likely to tour Pakistan in Apr 2012

Posted by methun

According to international media outlets, the Bangladesh cricket team is expected to tour Pakistan in April next year.

Pakistan Cricket Board chairman Zaka Ashraf has spent the last two days in Dubai trying to convince the International Cricket Council (ICC) and the Bangladesh Cricket Board (BCB) how important it is for them to support the restoration of international cricket in the country.

During his talks with BCB president Mustafa Kamal, Zaka also proposed that Pakistan play its league matches of a planned tri-nation tournament to be hosted by the BCB in Pakistan.

"The tournament will involve Pakistan and Sri Lanka besides the hosts and the idea is that Pakistan should be allowed to play at least two of its league matches in Pakistan against the two other teams," one source said, reports PTI.

Kamal told reporters that the Bangladesh board was not in a position to take a decision on sending its team to Pakistan and this can only be possible after the ICC gives its security clearance for the tour.

Zaka said he had assured the ICC that Pakistan would have foolproof security for the Bangladesh team and all security measures would be put in place with consultation of ICC experts and advisors.

"We will have bulletproof vehicles for the teams and the routes on which teams travel between their hotel and ground would be sealed off when they are passing through it," he said.

Zaka, who took over as PCB chief from Ijaz Butt last month, said he had emphasised on international teams to start touring Pakistan during his meetings with the ICC and Bangladesh officials.

"The meetings were very positive and there will be follow-ups with all stake holders. We are willing to work closely with the ICC to ensure touring teams can regain confidence about playing in Pakistan," he added.

Kamal said that while his board felt for Pakistan cricket and wanted to help them they will have to go by ICC and government advice and clearance.

"We want to help Pakistan cricket as they have always helped and supported us. But we need to follow certain ICC protocols," he added.

Relations between the two boards soured after the militants attack on the Sri Lankan team in March, 2009 in Lahore after which Bangladesh also joined the other Test-playing nations in supporting a move to move the 2011 World Cup matches out of Pakistan due to security issues.

Pakistan is due to tour Bangladesh from November 26. It is their first full tour since 2002. On other hand, Bangladesh last visited Pakistan in 2008 for a one-day series.

রেকর্ড দামে নিলাম হলুদ হীরা

Posted by methun

'সানড্রপ' বা 'সূর্যবিন্দু' নামের বিশ্বের সবচেয়ে বড় হলুদ হীরাটি মঙ্গলবার রাতে নিলামে ১ কোটি ২৩ লাখেরও বেশি মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

বিশ্ববিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সথবি একথা জানিয়েছে। তারাই হীরাটি নিলামে তুলছে।

হলুদ হীরাটির জন্য এ দাম বিশ্ব রেকর্ড গড়েছে বলে মন্তব্য করেছেন সথবির নিলামকারী ডেভিড বেনেত।

নাশপাতি আকৃতির হলুদ রঙের বিভিন্ন শেডের নয়নাভিরাম জলজ্বলে এ হীরাটির ওজন ১শ ১০ ক্যারেট।

নিলামে এর দাম ১ কোটি ১০ লাখ ডলার থেকে ১ কোটি ৫০ লাখ ডলারে উঠবে বলে আগেই ধারণা করেছিলো সথবি।

সূর্যবিন্দু (সানড্রপ) নামের বিরল এ হলুদ হীরা গত বছর দক্ষিণ আফ্রিকার খনিতে পাওয়া যায়।

১শ' ক্যারেটের বেশি ওজনের হীরা অত্যন্ত দু®প্রাপ্য। আর ১১০ ক্যারেটের এ হীরাটির বিশেষ হলুদ রং একে আরো অনন্য করে তুলেছে।

পুঁজিবাজারের জন্য যা যা দরকার করা হবে: প্রধানমন্ত্রী

Posted by methun

পুঁজিবাজারের স্থিতিশীলতা এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিবেচনায় রেখে দু-এক দিনের মধ্যে তিন মেয়াদের পরিকল্পনার ঘোষণা আসছে- প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের পর জানিয়েছেন বাজার নিয়ন্ত্রক সংস্থার এক সদস্য।

পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে বুধবার রাতে সাংবাদিকদের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্য আরিফ খান বলেন, অপ্রদর্শিত অর্থ ও ব্যাংকের অর্থপ্রবাহ বাড়ানো ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে বাজার স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, "প্রধানমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, পুঁজিবাজারের জন্য যা যা করা দরকার, তা করা হবে।"

আরিফ খান বলেন, "অপ্রদর্শিত অর্থ বাজারে যেভাবে বিনিয়োগের সুযোগ ছিল সেভাবেই থাকার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এ বিষয়ে কোনো সংস্থা প্রশ্ন করবে না।"

"বাণিজ্যিক ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বৈঠকে সবাই একমত হয়েছেন।" যোগ করেন তিনি।

টানা কয়েকদিনের দরপতন এবং বিনিয়োগকারীদের বিক্ষোভের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক ডাকেন। রাত ১১টা ২২ মিনিটে বৈঠক শেষ হয়।

ব্রিফিংয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেনসহ এসইসির চার সদস্য এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দুই সভাপতি উপস্থিত ছিলেন।

আরিফ খান বলেন, "একটি স্থিতিশীল পুঁজিবাজারের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা শিগগির নেওয়া হবে।"

পরিকল্পনা ঘোষণা কবে নাগাদ আসতে পারে জানতে চাইলে এসইসির এ সদস্য বলেন, দু-এক দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের স্বার্থ রক্ষায় এ তিন মেয়াদি পরিকল্পনা হয়েছে বলে জানান তিনি।

এসইসির আরেক সদস্য হেলালউদ্দিন নিজামী বলেন, নতুন আঙ্গিকে বেশকিছু পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বৈঠকে। এগুলোর মধ্য থেকে যাচাই বাছাই করে দু-এক দিনের মধ্যে ঘোষণা আসবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সভাপতি শাকিল রিজভী বলেন, "রোববার এ বিষয়ে ঘোষণা আসতে পারে।"

পুঁজিবাজার সংশ্লিষ্ট ২০ জনের বেশি কর্মকর্তাকে নিয়ে প্রধানমন্ত্রীর এ বৈঠক চলে প্রায় চার ঘণ্টা। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গণভবনের ব্যাংকোয়েট হলে বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ছিলেন।

এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন, এসইসির চার সদস্য হেলালউদ্দিন নিজামী, আমজাদ হোসেন, এ সালাম সিকদার ও আরিফ খান, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ বৈঠকে অংশ নেন।

অর্থ বিভাগের সচিব মোহাম্মদ তারেক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, এনবিআর সদস্য আমির হোসেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদাকে বৈঠকে দেখা গেছে।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ-আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, ব্যাংক উদ্যোক্তা-মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অব ব্যাংকস-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, ইন্সুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান শেফায়েত উল্লাহ, পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ উদ্দিন, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবীর এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিনও বৈঠকে উপস্থিত ছিলেন।

টানা কয়েকদিন দরপতন চললেও পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক ডাকার প্রেক্ষাপটে বুধবার দেশের দুই পুঁজিবাজারে বেশিরভাগ শেয়ারের দাম বাড়ে।

ফেইসবুক নিয়ে হীরণের দাবি অসত্য: বন্ধু

Posted by methun

ফেইসবুকে নিজের ওয়ালে কনে ফারজানা ইয়াসমিনকে বিদ্রুপ করে তালাক পাওয়া বর শওকত আলী খান হীরণের পোস্টটি তারই লেখা বলে জানিয়েছেন তার এক বন্ধু।

 কার্যালয়ে এসে এক প্রশ্নের উত্তরে হীরণ দাবি করেন, ফারজানাকে বিদ্রুপ করে লেখা পোস্টটি তার নয়। সেটি করেছেন তার এক বন্ধু।

হীরণের ফেইসবুক ওয়ালে ফারজানার ছবিসহ লেখা হয়, "এই সেই কন্যা সাহসিকা নিপা, বিয়ের নামে যে ব্যবসার ফাঁদ পেতেছে।"

নিপা ফারজানার ডাক নাম।

সেখানে ফারজানার দুটি মোবাইল ফোন নম্বরও প্রকাশ করা হয়।

ওই পোস্টে ফারজানার চরিত্র নিয়ে আপত্তিকর মন্তব্যকারী জনৈকা নীলা রহমানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাকে তিনি চেনেন না।

 কার্যালয়ে হীরণের উপস্থিতিতেই ফোন করে জানতে চাওয়া হলে তার বন্ধুটি জানান, ওই পোস্ট তিনি দেননি। তবে হীরণ তাকে তার ফেইসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়েছে বলে জানান তিনি।

বন্ধুর অস্বীকৃতির পর হীরণ বলেন, "অস্বীকার করলে আর কি করা।"



নিজেকে প্রযুক্তিবান্ধব ও আধুনিক তরুণ দাবি করে হীরণ বলেন, ল্যাপটপ সঙ্গে নিয়েই কনের বাড়ি গিয়েছিলেন তিনি। বিয়ে পড়ানোর পর বিয়ের খবর সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য দুই সাংবাদিক বন্ধুর কাছে মেইল করেন তিনি। তার দাবি সে খবর ছাপাও হয়েছে।

বিয়ের আসর থেকে ১১-১১-১১ তারিখে বেলা ১১টা ১১মিনিট ১১ সেকেন্ডে বিয়ে করে নিজের অনুভূতির কথা ফেইসবুক স্ট্যাটাসে জানান তিনি।

তিনি বলেন, "আপনারাই বলুন, আমার মতো একজন আধুনিক কিভাবে যৌতুক চাইতে পারে, যে কিনা নারী নির্যাতনবিরোধী আন্দোলনের জন্য পুরস্কৃত হয়েছে।"

হীরণের বন্ধুর মেইল

শওকত আলী খান হীরণের সঙ্গে স্কাউটিং করতে গিয়ে পরিচয় হলেও আমরা বরিশালের বিএম কলেজে সহপাঠী ছিলাম। ও আমার এক বছর আগে প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পায়। সেই থেকে বন্ধুত্ব আছে।

ওর বিয়েটা ভেঙে যাওয়ায় আমরা পিআরএস (প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড) বন্ধুরা দুঃখ পেয়েছি।

আমি ওর বিয়ে ভেঙে যাওয়া নিয়ে ফেইসবুকে এ স্ট্যাটাস দিয়েছি এবং ওর বিরুদ্ধে সবাই ক্ষেপে গেছে দেখে ব্যাপারটা ওকে জানিয়েছি।

কথা শুনে গতকাল (মঙ্গলবার) সকালে ও আমাকে ওর ফেইসবুক আইডি ও পাসওয়ার্ড দিয়ে বলেছে, আমি যেন যতদূর পারি সবার প্রশ্নের উত্তর দিই। বন্ধুর বিপদ দেখে আমি না করতে পারিনি।

কিন্তু আমার মেয়ের জ্বর ও অন্যান্য ব্যস্ততায় গতকাল দুপুর পর্যন্ত আমি ফেইসবুক খুলিনি।

দুপুরের দিকে ও ফোন করে বলল, তুই কি আমার অ্যাকাউন্ট খুলেছিস? আমি বললাম- না। তখন হীরণ বললো, আমি ওই মেয়ের একটা ছবি ও ফোন নম্বর পোস্ট দিয়েছি। তাই সবাই ক্ষেপে গেছে। আমি ছবি রিমুভ করার চেষ্টা করেছি হয়েছে কি না জানি না। তুই একটু দেখ।

আমি অ্যাকাউন্ট খুলে দেখি সবাই ওকে নানা প্রশ্ন করছে। তাই ওকে ফোন দিয়ে ব্যাপারটা জানালাম। ও বললো, আমার মাথা ঠিক নেই তুই আমার হয়ে সরি বলে দে।

আমি সরি বলে একটা স্ট্যাটাস দিলাম। এরপর অনেক আজেবাজে কথা সবাই লিখল। আমি খুব ভয় আর লজ্জা পেয়ে হীরণকে জিজ্ঞাসা করলাম, তুই এই কাজটা কেন করলি? ও বললো, আমার মাথার কি ঠিক আছে!!! আমি কি করতে কি করি নিজেও জানি না। কতক্ষণ মাথা ঠিক রাখা যায়- তুই ছবি ডিলেট করে দে।

তখন আমি ছবি ডিলেট করতে না পেরে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে ব্যাপারটা জানাতে ও পাসওয়ার্ড নিয়ে ছবিটা ডিলেট করে দেয় এবং রেগে গিয়ে হীরণের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

আমি কখনো ভাবিনি আমার এই বন্ধু এতো গোপনীয় একটা কথা সংবাদ মাধ্যমে জানাতে পারে বা আমাকেও বিপদে ফেলতে পারে।

আমি বন্ধুর বিপদে সাহায্য করতে চেয়েছিলাম। ফেইসবুকের আজেবাজে কমেন্ট থেকে ওকে রক্ষার জন্য ওরই অনুরোধে ওর অ্যাকাউন্ট খুলেছিলাম। এখন দেখছি, ও আমাকে দোষী বানাচ্ছে।

আমি তো ফারজানাকে চিনি না, ওর কোনো ফোন নম্বর বা ছবি আমার কাছে নেই।

আমার সাথে হীরণের ফোনে যা যা কথা হয়েছে সেগুলো চেক করলেই আসল ঘটনাটা জানা যাবে।

তাছাড়া ফেইসবুকে কখন, কোন পোস্ট, কোন জায়গা থেকে করা হয়েছে তথ্য প্রযুক্তির এই যুগে সেটা উদ্ধার করা অবশ্যই সম্ভব।

ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে: রাষ্ট্রপতি

Posted by methun

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী।

মেহনতি মানুষের অধিকার আদায়ে আমৃত্যু সংগ্রামের জন্য 'মজলুম জননেতা' হিসেবে পরিচিতি পাওয়া এই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলেই তার বিশ্বাস।

মুক্তিযুদ্ধের সময় গঠিত জাতীয় উপদেষ্টা পরিষদের সদস্য ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মারা যান। সিরাজগঞ্জের এই সন্তান রাজনৈতিক জীবনে অসংখ্যবার জেল খেটেছেন। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানসহ এই জনপদের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

তার মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতি এক বাণীতে বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, পাকিস্তানি শাসকদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে উচ্চকণ্ঠ মওলানা ভাসানী বাঙালি জাতিসত্ত্বার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

শোষণ ও বঞ্চনাহীন এবং প্রগতিশীল, গণতান্ত্রিক, অসা¤প্রদায়িক বাংলাদেশ গঠনে তার অবদানের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধনগড়া গ্রামে জন্ম নেওয়া আব্দুল হামিদ খান ১৯২৯ সালে আসামের ধুবড়ী জেলার ভাসান চরে কৃষক সম্মেলনে ভাসানী উপাধি পান।

১৯৪৪ সালে আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পাঁচ বছর পর ১৯৪৯ সালের ২৩ জুন তিনি তৎকালীন পূর্ব বাংলায় গঠন করেন আওয়ামী মুসলিম লীগ।

আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা হলেও আদর্শিক মতান্তরে পরবর্তীতে তিনি আওয়ামী ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নামে নতুন দল গঠন করেন।

মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি

সকালে শহীদ আসাদ পরিষদ ও বাংলাদেশ গরীব মুক্তি আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে থেকে প্রভাতফেরি বের করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে মওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ ছাড়া সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করেছে আলোচনা সভা।

বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা মঞ্চে উনসত্তরের গণ-অভ্যুত্থান, জাতীয় মুক্তিযুদ্ধ ও মওলানা ভাসানী' শীর্ষক আলোচনা সভা এবং কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।

সাড়ে ৩টায় জাতীয় গণতান্ত্রিক লীগ এই জননেতার স্মরণে মুক্তি ভবনে আয়োজন করেছে আলোচনা সভা।

অন্যদিকে টাঙ্গাইলে তার সমাধির সামনে রোববার থেকে পাঁচ দিনব্যাপী শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও কৃষিবিষয়ক মেলার আয়োজন করা হয়েছে।

পদ্মা সেতুর জট খুলছে না শিগগিরই

Posted by methun

পদ্মা সেতু নিয়ে জট শিগগিরই খুলছে না বলে ঢাকায় বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তার কথায় স্পষ্ট হয়েছে, যদিও সরকার দ্রুতই জটিলতার অবসান আশা করে আসছে।

প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করেছে। ২৯০ কোটি ডলার ব্যয়ে এ সেতু নির্মাণে এ সংস্থাটির ১২০ কোটি ডলার দেওয়ার কথা।

পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন নিয়ে জটিলতার মধ্যেই বুধবার অর্থসচিব মোহাম্মদ তারেকের সঙ্গে দেখা করেন ঢাকায় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন।

জটিলতার আশু অবসান ঘটছে কি না- জানতে চাওয়া হলে গোল্ডস্টেইন  বলেন, "রাতারাতি এ সমস্যার সমাধান সম্ভবপর নয়। এ জন্য সময় প্রয়োজন।"

"এটা একটি বড় প্রকল্প, অনেক অর্থের ব্যাপার। তাই বিশ্বব্যাংক চায়, এ অর্থ খরচে যেন স্বচ্ছতা থাকে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না," বলেন তিনি।

মন্ত্রণালয়ের এক জন কর্মকর্তা জানান, পদ্মা সেতুর বিষয়ে বিশ্বব্যাংকের সদর দপ্তরে সরকার যে চিঠি পাঠিয়েছিলো, তার জবাব অর্থমন্ত্রীর কাছে এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "আশাবাদী হওয়ার মতো কিছু নেই।"

গোল্ডস্টেইন বলেন, "আমাদের হেড কোয়ার্টার থেকে ৪ নভেম্বর চিঠির (বাংলাদেশ সরকারের) উত্তর পাঠানো হয়েছে।"

পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক তাদের অর্থায়ন স্থগিত করার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বার বার বলে আসছিলেন, খুব শিগগিরই জটিলতার সমাধান হয়ে যাবে।

গত মাসের শেষ ভাগেও তিনি বলেছিলেন, জানুয়ারি মাসের মধ্যেই বিষয়টির সুরাহা হবে।

সেতু নির্মাণ কাজ পর্যবেক্ষণের জন্য পরামর্শক নিয়োগের ক্ষেত্রে একটি কানাডীয় কোম্পানি নীতিবহির্ভূত কাজ করেছে বলে বিশ্বব্যাংকের তদন্তে উঠে এসেছে, যা কানাডা সরকার তদন্ত করছে।

এর পরপরই বিশ্বব্যাংক বাংলাদেশের এ পর্যন্ত বৃহত্তম এ নির্মাণ প্রকল্পে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত নেয়।

পদ্মা সেতু প্রকল্পে জটিলতা দেখা দিলে গত ২০ অক্টোবর এক প্রেসনোটে পরিস্থিতি ব্যাখ্যা করে সরকার। এতে বলা হয়, প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত সরকার যথাযথ বলে মনে করছে না। সংস্থাটিকে তাদের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দিয়েছে সরকার। এতে বিশ্বব্যাংকের সহযোগিতাও প্রত্যাশা করা হয়েছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের মূল অর্থায়নের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে। বাকি অর্থ দেবে সরকার।

পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিতের জন্য সরকারের 'দুর্নীতিকে' দায়ী করে বক্তব্য দিয়ে আসছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এর পাল্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি আমলে যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির জন্য পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক।