SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

'সরকারকে আনুষ্ঠানিক চিঠি দেবে ইসি'

Posted by methun

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কেন সেনা দেয়নি তা জানতে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হবে।

সরকার সেনা দিতে না চাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) আগেই জানাতে পারতো বলে মনে করেন এই নির্বাচন কমিশনার।

তিনি বলেন, "এ বিষয়ে সৌজন্যমূলক চিঠিও এলো না। সময়মতো জানতে পারলে এ অবস্থা হতো না।"

কবে কীভাবে এ চিঠি দেওয়া হবে তা প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের বৈঠকে নির্ধারণ করা হবে বলে জানান সাখাওয়াত।

মঙ্গলবার শেরে বাংলা নগরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এ নির্বাচন কমিশনার।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে চার কোম্পানি সেনা চেয়ে গত ১৬ অক্টোবর সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিলেও নারায়ণগঞ্জ নির্বাচনে সেনা মোতায়েন হয়নি।

এম সাখাওয়াত হোসেন বলেন, "এই ঘটনা এবারই প্রথম হয়েছে- এমন নয়। ইসি ও সরকারের মধ্যে টানাপড়েন ছিল। অতীতেও একই প্রশ্ন ছিল। আগামীতেও হতে পারে।"

তিনি জানান, এর আগে চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩-০৪ সালে কমিশন লিখিতভাবে চাওয়ার পরও সরকার সেনাবাহিনী দেয়নি। ২০১০ সালেও একই ঘটনা ঘটে।

সেনা মোতায়েন নিয়ে নির্বাচনের দিন (৩০ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার টি এম শামসুল হুদা বলেন, নির্দেশনা অনুযায়ী নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন না করায় সরকারের সঙ্গে কমিশনের 'বোঝাপড়া' হবে।

সেনা না থাকলেও পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড ও র‌্যাবের সদস্যসহ আট হাজারেরও বেশি সদস্য এই নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

নির্বাচনের রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হলো সেনাবাহিনী ছাড়াও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

আমরা জয়ের লক্ষ্যেই খেলবো: নাঈম

Posted by methun

হাতে ৭ উইকেট নিয়ে শেষ দিনে জয়ের জন্য চাই ৩৪৪ রান। যথেষ্ট কঠিন লক্ষ্য। তবু বুধবার বাংলাদেশ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বলে জানিয়েছেন অলরাউন্ডার নাঈম ইসলাম।

মঙ্গলবার দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের লক্ষ্য হলো জয়। উইকেট এখনো খুব ভালো আছে। ইতিবাচক ব্যাটিং করতে পারলে এই ম্যাচ আমাদের পক্ষে জেতাও সম্ভব।"

"উইকেটে বোলারদের জন্য তেমন কিছু নেই। তাই এখানে ব্যাটিং করা বেশ সহজ বলেই মনে হচ্ছে," যোগ করেন তিনি।

চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে ঘরের মাঠ সেন্ট জন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েছিলো তারা।

মিরপুরে রেকর্ডটা ভেঙ্গে দিতে চান নাঈম।

তিনি বলেন, "আমরা জানি জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে। এর আগে কেউ চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জিততে পারেনি। তবে আমি মনে করি এই উইকেটে আমাদের পক্ষে রেকর্ড গড়ে জয় পাওয়াও সম্ভব।"

চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান ৪১৩। ২০০৮ সালে শের-ই-বাংলা স্টেডিয়ামেই শ্রীলঙ্কার বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের শতক এবং সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অর্ধশতকের সুবাদে এই রান করেছিলো বাংলাদেশ। তারপরও ঐ ম্যাচ স্বাগতিকরা হেরে গিয়েছিলো ১০৭ রানে।

নাঈম বলেন, "আমাদের লক্ষ্য প্রতিটি সেশন ধরে খেলা। প্রতিটি সেশনে ভালো ব্যাট করতে পারলে জেতা অসম্ভব হবে না।"

"তবে প্রথম সেশনে বেশি উইকেট পড়ে গেলে জেতার কথা ভাবা সম্ভব নাও হতে পারে। প্রথম সেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ," যোগ করেন তিনি।

লক্ষ্যে পৌঁছাতে বুধবার ওভার প্রতি ৩.৮২ রান করতে হবে বাংলাদেশকে।

জিততে হলে ফিদেল এডওয়ার্ডসকে ভালো ভাবে সামলাতে হবে বলে মনে করেন নাঈম। তিনি বলেন, "ওদের দলের সবাই ভালো বোলার। আজ (মঙ্গলবার) আমাদের লক্ষ্য ছিল ফিদেল এডওয়ার্ডসকে ভালো ভাবে সামলানো। শেষ দিনে তাকে উইকেট না দিলে আমাদের জয়ের সম্ভাবনা বাড়বেই।"

মুশফিকের অর্ধশতক

Posted by methun

সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের শেষ দিন দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২১৭ রান।

জয়ের জন্য বাংলাদেশের এখনো প্রয়োজন ২৯১ রান।

এক প্রান্তে মুশফিকুর রহিম ৫৪ ও অন্য প্রান্তে সাকিব আল হাসান ২৮ রানে ব্যাট করছেন। এটি মুশফিকের অষ্টম অর্ধশতক।

সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল (৮৩)। চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন তামিম। এর মধ্যে তার ব্যাট থেকে আসে কেবল ৭ রান।

পঞ্চম দিন এক রান যোগ করেই সাজঘরের পথ ধরেন তামিম। দলের রান তখন ১৬৮। দিনের তৃতীয় ওভারের শেষ বলে ড্যারেন স্যামি তালুবন্দী করেন তাকে। দেবেন্দ্র বিশুর বলে কাভার ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে শেষ হয় তামিমের ইনিংস।

৩ উইকেটে ১৬৪ রান নিয়ে বাংলাদেশ দিনের খেলা শুরু করে। প্রথম ঘন্টায় তামিমকে হারিয়ে ৫৩ রান যোগ করে স্বাগতিকরা।

এর আগে ৫ উইকেটে ৩৮৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এতে সব মিলিয়ে ৫০৭ রানে এগিয়ে যায় তারা। প্রথম ইনিংসে দলটি এগিয়ে ছিল ১২৪ রানে।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করে ৩৫৫ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৩১ রান।

এর আগে দু'দলের প্রথম টেস্ট ড্র হয়।

আইভীকে ফুলের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Posted by methun

নারায়ণগঞ্জের নব নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাতে তার আইভী দলীয় সভানেত্রীর সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন গণভবনে যান।

প্রধানমন্ত্রীর গণভবন কার্যালয়ে আইভীর সঙ্গে আধ ঘণ্টার বেশি সময় কথা বলেন শেখ হাসিনা।

এ সময় সেখানে নারায়ণগঞ্জ সিটি মেয়র নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানও ছিলেন।

কার্যালয় থেকে বেরুনোর পর আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসিনা। এর আগে তিনি আইভীকে তার বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি ও তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এরপর প্রধানমন্ত্রী বলেন, "আমরা জনগণের ক্ষমতা নিশ্চিত করতে চাই। জনগণ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে আমরা তা চাই।"

"এ জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন," উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় বলেই নারায়ণগঞ্জ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে।"

গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় আইভী সাংবাদিকদের বলেন, "নেত্রীর দোয়া নিতে এসেছিলাম। সব বিভেদ ভুলে নারায়ণগঞ্জের উন্নয়নই এখন বড় কথা।"

আইভী গণভবনে পৌঁছান মঙ্গলবার রাত ৮টায়। তার সঙ্গে তার দুই ছেলে কাজী সাদমান হায়াৎ সীমান্ত ও কাজী সারদিল হায়াৎ অনন্ত, নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি হায়দার চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদের গণভবনে যান।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন চাইলেও শেষ পর্যন্ত সেখানে সেনা মোতায়েন হয়নি। তা না হওয়ায় নির্বাচনটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে অভিযোগ তুলে শেষ মুহূর্তে নিজেদের সমর্থিত প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখে বিএনপি।

'তথ্য কমিশনের ওয়েবে ১০ হাজার প্রতিষ্ঠানের তথ্য'

Posted by methun

জাতীয় তথ্য কমিশনের ওয়েব পোর্টালে ১০ হাজার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তথ্য দিয়েছে বলে জানিয়েছেন এক তথ্য কমিশনার।

গত দুই বছরে এসব তথ্য জমা পড়ে বলে মঙ্গলবার এক অনুষ্ঠানে জানান তথ্য কমিশনার মোহাম্মদ জমির।

তিনি বলেন, "তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য তথ্য কমিশনের অধীনে ইতমধ্যে ৫৩টি জেলা শহরে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয়েছে।"

'গ্লোবাল রাইট টু ইনফরমেশন ইনডেক্স' শিরোনামের এ অনুষ্ঠানে তথ্য কমিশনার আশা প্রকাশ করেন, অবিলম্বে উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলোকেও প্রশিক্ষণের আওতাভুক্ত করা যাবে।

সিরডাপ মিলনায়তনে 'আর্টিক্যাল ১৯ বাংলাদেশ' আয়োজিত এ অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুলও বক্তব্য দেন।

নরসিংদীর হরতাল ৫টা পর্যন্ত 'শিথিল'

Posted by methun

নরসিংদী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন হত্যার প্রতিবাদে ছাত্রলীগের ডাকে ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। তবে তার জানাজা ও দাফনের জন্য বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি শিথিল রাখা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের সদর রোডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে গুরুতর আহত হন লোকমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাতে নরসিংদী সার্কিট হাউস এবং রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে। তবে বুধবার সকাল থেকে রেল চলাচল শুরু হয়েছে।

এদিকে লোকমান হত্যার প্রতিবাদে রাতেই ৭২ ঘণ্টার হরতাল ডাকে জেলা ছাত্রলীগ। সকালে নরসিংদী শহর ঘুরে দেখা যায়, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম কাইয়ুম  বলেন, "হরতাল কর্মসূচি চললেও লোকমানের জানাজা ও দাফনের বিষয়টি মাথায় রেখে বিকাল ৫টা পর্যন্ত কর্মসূচি শিথিলভাবে পালিত হবে।"

সকালে ঢাকা মেডিকেল থেকে লোকমানের মরদেহ নরসিংদীতে নিয়ে যাওয়ার পর বিকেলে জানাজা হবে বলে জানান তিনি।

অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতেই পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এমএইচ নুরুজ্জামান, র‌্যাব ১১ এর অতিরিক্ত ডিআইজি লে. কর্নেল মোস্তফা কামাল নরসিংদী পৌঁছেছেন।

নরসিংদীর পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূঁইয়া বলেন, "নরসিংদী ও আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যাক পুলিশ, র‌্যাব সদস্যকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে।"

হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান শ্রেষ্ঠ মেয়র হিসেবে দুইবার স্বর্ণপদক লাভ করেন।