হাতে ৭ উইকেট নিয়ে শেষ দিনে জয়ের জন্য চাই ৩৪৪ রান। যথেষ্ট কঠিন লক্ষ্য। তবু বুধবার বাংলাদেশ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বলে জানিয়েছেন অলরাউন্ডার নাঈম ইসলাম।
মঙ্গলবার দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের লক্ষ্য হলো জয়। উইকেট এখনো খুব ভালো আছে। ইতিবাচক ব্যাটিং করতে পারলে এই ম্যাচ আমাদের পক্ষে জেতাও সম্ভব।"
"উইকেটে বোলারদের জন্য তেমন কিছু নেই। তাই এখানে ব্যাটিং করা বেশ সহজ বলেই মনে হচ্ছে," যোগ করেন তিনি।
চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে ঘরের মাঠ সেন্ট জন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েছিলো তারা।
মিরপুরে রেকর্ডটা ভেঙ্গে দিতে চান নাঈম।
তিনি বলেন, "আমরা জানি জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে। এর আগে কেউ চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জিততে পারেনি। তবে আমি মনে করি এই উইকেটে আমাদের পক্ষে রেকর্ড গড়ে জয় পাওয়াও সম্ভব।"
চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান ৪১৩। ২০০৮ সালে শের-ই-বাংলা স্টেডিয়ামেই শ্রীলঙ্কার বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের শতক এবং সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অর্ধশতকের সুবাদে এই রান করেছিলো বাংলাদেশ। তারপরও ঐ ম্যাচ স্বাগতিকরা হেরে গিয়েছিলো ১০৭ রানে।
নাঈম বলেন, "আমাদের লক্ষ্য প্রতিটি সেশন ধরে খেলা। প্রতিটি সেশনে ভালো ব্যাট করতে পারলে জেতা অসম্ভব হবে না।"
"তবে প্রথম সেশনে বেশি উইকেট পড়ে গেলে জেতার কথা ভাবা সম্ভব নাও হতে পারে। প্রথম সেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ," যোগ করেন তিনি।
লক্ষ্যে পৌঁছাতে বুধবার ওভার প্রতি ৩.৮২ রান করতে হবে বাংলাদেশকে।
জিততে হলে ফিদেল এডওয়ার্ডসকে ভালো ভাবে সামলাতে হবে বলে মনে করেন নাঈম। তিনি বলেন, "ওদের দলের সবাই ভালো বোলার। আজ (মঙ্গলবার) আমাদের লক্ষ্য ছিল ফিদেল এডওয়ার্ডসকে ভালো ভাবে সামলানো। শেষ দিনে তাকে উইকেট না দিলে আমাদের জয়ের সম্ভাবনা বাড়বেই।"
মঙ্গলবার দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের লক্ষ্য হলো জয়। উইকেট এখনো খুব ভালো আছে। ইতিবাচক ব্যাটিং করতে পারলে এই ম্যাচ আমাদের পক্ষে জেতাও সম্ভব।"
"উইকেটে বোলারদের জন্য তেমন কিছু নেই। তাই এখানে ব্যাটিং করা বেশ সহজ বলেই মনে হচ্ছে," যোগ করেন তিনি।
চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে ঘরের মাঠ সেন্ট জন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েছিলো তারা।
মিরপুরে রেকর্ডটা ভেঙ্গে দিতে চান নাঈম।
তিনি বলেন, "আমরা জানি জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে। এর আগে কেউ চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জিততে পারেনি। তবে আমি মনে করি এই উইকেটে আমাদের পক্ষে রেকর্ড গড়ে জয় পাওয়াও সম্ভব।"
চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান ৪১৩। ২০০৮ সালে শের-ই-বাংলা স্টেডিয়ামেই শ্রীলঙ্কার বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের শতক এবং সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অর্ধশতকের সুবাদে এই রান করেছিলো বাংলাদেশ। তারপরও ঐ ম্যাচ স্বাগতিকরা হেরে গিয়েছিলো ১০৭ রানে।
নাঈম বলেন, "আমাদের লক্ষ্য প্রতিটি সেশন ধরে খেলা। প্রতিটি সেশনে ভালো ব্যাট করতে পারলে জেতা অসম্ভব হবে না।"
"তবে প্রথম সেশনে বেশি উইকেট পড়ে গেলে জেতার কথা ভাবা সম্ভব নাও হতে পারে। প্রথম সেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ," যোগ করেন তিনি।
লক্ষ্যে পৌঁছাতে বুধবার ওভার প্রতি ৩.৮২ রান করতে হবে বাংলাদেশকে।
জিততে হলে ফিদেল এডওয়ার্ডসকে ভালো ভাবে সামলাতে হবে বলে মনে করেন নাঈম। তিনি বলেন, "ওদের দলের সবাই ভালো বোলার। আজ (মঙ্গলবার) আমাদের লক্ষ্য ছিল ফিদেল এডওয়ার্ডসকে ভালো ভাবে সামলানো। শেষ দিনে তাকে উইকেট না দিলে আমাদের জয়ের সম্ভাবনা বাড়বেই।"
0 comments:
Post a Comment