SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

ছুটির ফাঁদে বেনাপোল বন্দর

Posted by bangladesh

শারদীয় দুর্গোৎসব, বিশ্বকর্মা পূজা, ঈদ-উল-আযহা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ১১ দিন বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকছে।

এতে সীমান্তের দুই পাশের ট্রাকজট আরও বাড়বে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্ট্যাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শারদীয় দুর্গোৎসব, বিশ্বকর্মা পূজা ও ঈদ-উল-আযহা উপলক্ষে পশ্চিম বাংলায় ২০ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ছুটির কারণে এ সময় পেট্রাপোল বন্দরের সব কাজকর্ম বন্ধ থাকবে।

তবে বন্দর, কাস্টমস ও দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টরা জানান, ১৮ অক্টোবর বিকেলের পর পেট্রাপোল ও বেনাপোল কাস্টমস ও বন্দর কার্যালয় বন্ধ হয়ে যাচ্ছে।

৩০ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে বলে জানান বেনাপোল কাষ্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

এদিকে সীমান্তের দুই পাশের ট্রাকজট টানা ছুটির কারণে আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সিরাজুল ইসলাম জানান, প্রায় এক মাস ধরে নোম্যান্সল্যান্ড থেকে আমড়াখালী পর্যন্ত পাঁচ কিলোমিটার ট্রাকজট রয়েছে। বন্দর চালুর পর থেকে কখনও এত দীর্ঘ ট্রাক জট হয়নি।

“রপ্তানি পণ্য নিয়ে যে সংখ্যক ট্রাক প্রতিদিন পেট্রাপোল বন্দরে যাচ্ছে তার চেয়ে অনেক বেশি ট্রাক দেশের বিভিন্ন স্থান থেকে বেনাপোল বন্দরে আসছে। আর এ কারণে ট্রাকের জট কমছে না। দীর্ঘ ছুটির কারণে বেনাপোল থেকে পেট্রাপোল বন্দরে রপ্তানি বন্ধ হয়ে গেলে এ জট আরো বাড়বে।”

বেনাপোলের মতোই পেট্রাপোলেও ট্রাক জট রয়েছে বলে জানান পেট্রাপোলের কার্ত্তিক চক্রবর্তী।

তিনি বলেন, বন্দরে স্থান সংকুলান না হওয়ায় বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও বনগাঁও টার্মিনালে কয়েকশ’ পণ্যবোঝাই ট্রাক অপেক্ষা করছে।

“দীর্ঘ ছুটির কারণে এসব পণ্য পেট্রাপোল থেকে বেনাপোল বন্দরে ঢুকবে ছুটি শেষে। এতে পেট্রাপোল বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হবে।”

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান জানান, ছুটিতে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

‘পাওনা টাকা নিতে গিয়ে’ দম্পতি গুলিবিদ্ধ

Posted by bangladesh

পাওনা টাকার খোঁজ করতে গিয়ে রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি ও তার স্ত্রী।

রোববার রাত সাড়ে ১১টার দিকে মধ্য বাড্ডার আদর্শনগর বড়টেক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নিজামুল হক (৩০) ও তার স্ত্রী নাজমা বেগমকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজামুল হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। সেখানে পলিক নামে আরেক বাংলাদেশিকে তিনি কিছুদিন আগে কয়েক লাখ টাকা ধার দেন।

গত সেপ্টেম্বরে দেশে আসার পর টাকার প্রয়োজন হলে পলিকের সঙ্গে যোগাযোগ করেন নিজামুল। আলোচনার পর পলিক মধ্য বাড্ডার আদর্শনগর এলাকায় আজাদ নামে তার এক বন্ধুর কাছ থেকে টাকা নিতে বলেন।

সে অনুযায়ী আজাদের সঙ্গে যোগাযোগ করে রোববার রাতে আদর্শনগরে যান নিজামুল ও নাজমা। আজাদের দেয়া ঠিকানা অনুযায়ী একটি দোকনে যাওয়ার পর দুই যুবক তাদের ‘কিছু টাকা’ দেন বলেও নিজামুল জানান।

এরপর ওই দোকান থেকে বের হতেই কয়েকজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে জানান নিজামুল।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজামুলের শরীরে তিনটি এবং নাজমার শরীরে দুটি গুলি লেগেছে।”

আহত নিজামুল পুলিশকে বলেছেন, তিনি পলিককে ৭ লাখ টাকা দিয়েছিলেন। তবে রোববার রাতের ঘটনার পর নিজামুলের কাছে ৫৩ হাজার টাকা পাওয়া গেছে বলে এসআই মোজাম্মেল জানান।

Doctor detained for 'threatening' Shaon

Posted by bangladesh

Rapid Action Battalion (RAB) on Monday detained a doctor for allegedly threatening Meher Afroz Shaon, wife of late celebrated writer Humayun Ahmed, on Facebook on her birthday.

RAB Legal and Media Wing chief M Sohail told bdnews24.com Ehsanuzzaman was caught from Dhaka's New Eskaton area.

"Ehsanuzzaman and his associates created a Facebook group of 12 people and threatened Shaon in the social networking site. They ran negative propaganda against her," he said.

He (the doctor) was detained based on Shaon's complaint, Sohail added.

The RAB officer said they will hold a press conference on the issue later.

67,000 yaba pills seized

Posted by bangladesh

The Border Guard Bangladesh (BGB) on Monday seized around 67,000 yaba pills from Cox's Bazar district's Teknaf upazila.

BGB personnel seized the banned but popular club drug at around 12:30am from Sabrang area near the Myanmar border from the banks of the Naf River, BGB's 42nd Battalion's Commanding Officer Lt Col Zahid Hasan told.

No one was detained during the seizure, he said.

The pills, which were smuggled from Myanmar, have an approximate value of around Tk 20.14 million, he added.

Four HC judges take oath

Posted by bangladesh

The newly appointed four judges of the High Court Division took oath on Monday.

Chief Justice Mohammad Muzammel Hossain administered the oath while Supreme Court Registrar A K M Shamsul Islam moderated the programme. Justices from both the divisions of the Supreme Court were present at the programme.

The four judges are – Justice Mohammad Ruhul Quddus, Justice Mohammad Khasruzzaman, Justice Farid Ahmed and Justice Mohammad Nazrul Islam Talukder.

They were appointed as additional judges of the High Court on Nov 4, 2010. There services have been regularised on Sunday in line with Article 95 (1) of the Constitution.

With the new appointments, there are 98 judges in the High Court now bringing down the number of additional judges to 20. The Appellate Division has seven judges.

Mawa's 'last' terminal faces shutdown

Posted by bangladesh

Ferry service through Mawa in Padma river came to almost standstill as the only terminal in operation there were under threat due to river-erosion and strong current.

According to BIWTA Mawa terminal officials, the number 1 ferry terminal suddenly perished in the Padma River around 7pm on Sunday. Fifteen shops that were there on the river-bank also lost in the river. Several people standing on the pontoon and the river-bank also fell in the river. Five of them were missing till Monday morning, they said.

Under the circumstances, the Bangladesh Inland Water Transport Authority on Sunday night requested all vehicles to use Paturia to cross the river.

Meanwhile, cracks were seen on the new number 4 terminal, which was ready to put in operation. Terminal officials said land from under the terminal 3, which is in operation, has started eroding.

"On Oct 9 the number 2 terminal were closed down due to erosion. Just after five days number 1 terminal faced the similar fate. Work to prepare the number 4 terminal as alternative was underway, but cracks were seen on it at night," Assistant General Manager of Bangladesh Inland Water Transport Corporation (BIWTC) Ashikuzzaman said.

"Tension is running high in Mawa," he added.

He said the fire service divers could not conduct rescue operations at night due to strong current. "They will resume rescue operation in the morning to look for the missing shopkeepers," the BIWTC officer said.

Officer-in-charge of Mawa Police station Khandaker Khalid said four of the five missing have been identified as Byron Mia, 45, Abul Kashem, 60, Janu Mia, 50 and Abul Kalam, 55. All of them are shopkeepers at Mawa and hail from Kandipara village under Medini Mandal union.

Deputy Commissioner Mohammad Azizul Alam said the BIWTA Chairman has been informed of the overall situation and added that efforts were underway to maintain ferry services.

Munshiganj-2 ruling party MP Sagufta Yasmin, also Parliament Whip, has asked authorities to take immediate steps to look for the missing persons. She also urged the Water Development Board officials to take steps to stop erosion.

bdnews24.com Munshiganj correspondent said that vehicles only in case of emergency were using the number 3 terminal to cross the river. Fewer vehicles were seen at the terminal in the morning.