পাওনা টাকার খোঁজ করতে গিয়ে রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি ও তার স্ত্রী।
রোববার রাত সাড়ে ১১টার দিকে মধ্য বাড্ডার আদর্শনগর বড়টেক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নিজামুল হক (৩০) ও তার স্ত্রী নাজমা বেগমকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিজামুল হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। সেখানে পলিক নামে আরেক বাংলাদেশিকে তিনি কিছুদিন আগে কয়েক লাখ টাকা ধার দেন।
গত সেপ্টেম্বরে দেশে আসার পর টাকার প্রয়োজন হলে পলিকের সঙ্গে যোগাযোগ করেন নিজামুল। আলোচনার পর পলিক মধ্য বাড্ডার আদর্শনগর এলাকায় আজাদ নামে তার এক বন্ধুর কাছ থেকে টাকা নিতে বলেন।
সে অনুযায়ী আজাদের সঙ্গে যোগাযোগ করে রোববার রাতে আদর্শনগরে যান নিজামুল ও নাজমা। আজাদের দেয়া ঠিকানা অনুযায়ী একটি দোকনে যাওয়ার পর দুই যুবক তাদের ‘কিছু টাকা’ দেন বলেও নিজামুল জানান।
এরপর ওই দোকান থেকে বের হতেই কয়েকজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে জানান নিজামুল।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজামুলের শরীরে তিনটি এবং নাজমার শরীরে দুটি গুলি লেগেছে।”
আহত নিজামুল পুলিশকে বলেছেন, তিনি পলিককে ৭ লাখ টাকা দিয়েছিলেন। তবে রোববার রাতের ঘটনার পর নিজামুলের কাছে ৫৩ হাজার টাকা পাওয়া গেছে বলে এসআই মোজাম্মেল জানান।
রোববার রাত সাড়ে ১১টার দিকে মধ্য বাড্ডার আদর্শনগর বড়টেক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নিজামুল হক (৩০) ও তার স্ত্রী নাজমা বেগমকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিজামুল হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। সেখানে পলিক নামে আরেক বাংলাদেশিকে তিনি কিছুদিন আগে কয়েক লাখ টাকা ধার দেন।
গত সেপ্টেম্বরে দেশে আসার পর টাকার প্রয়োজন হলে পলিকের সঙ্গে যোগাযোগ করেন নিজামুল। আলোচনার পর পলিক মধ্য বাড্ডার আদর্শনগর এলাকায় আজাদ নামে তার এক বন্ধুর কাছ থেকে টাকা নিতে বলেন।
সে অনুযায়ী আজাদের সঙ্গে যোগাযোগ করে রোববার রাতে আদর্শনগরে যান নিজামুল ও নাজমা। আজাদের দেয়া ঠিকানা অনুযায়ী একটি দোকনে যাওয়ার পর দুই যুবক তাদের ‘কিছু টাকা’ দেন বলেও নিজামুল জানান।
এরপর ওই দোকান থেকে বের হতেই কয়েকজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে জানান নিজামুল।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজামুলের শরীরে তিনটি এবং নাজমার শরীরে দুটি গুলি লেগেছে।”
আহত নিজামুল পুলিশকে বলেছেন, তিনি পলিককে ৭ লাখ টাকা দিয়েছিলেন। তবে রোববার রাতের ঘটনার পর নিজামুলের কাছে ৫৩ হাজার টাকা পাওয়া গেছে বলে এসআই মোজাম্মেল জানান।
0 comments:
Post a Comment