SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

দক্ষিণ আফ্রিকায় এক সপ্তাহে ৫ বাংলাদেশি খুন

Posted by methun

দক্ষিণ আফ্রিকায় চলতি মাসে বিভিন্ন ডাকাতির ঘটনায় কমপক্ষে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এদের প্রত্যেককেই হত্যা করা হয়েছে নিজেদের দোকানে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান বুধবার  জানান, জোহানেসবার্গে ১ নভেম্বর খুন হন আহমেদ নূর ও দিল মোহাম্মদ নামের দুই বাংলাদেশি। একই শহরে মোবারক হোসেইন নিহত হন ৫ নভেম্বর। আর ডারবানে ঈদের রাতে খুন হন মো. শহীদুল্লাহ ও মো. সোহেল।

বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে বসবাস করছেন। এদের অনেকেই মুদি দোকান, মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক্সের দোকান চালান। রেস্তোরাঁ ব্যবসার সঙ্গেও জড়িত আছেন কেউ কেউ।

মিজানুর জানান, দুই মাস হলো তিনি ফার্স্ট সেক্রেটারি হয়ে দক্ষিণ আফ্রিকায় গেছেন। এরইমধ্যে ১০ থেকে ১২ জন বাংলাদেশি সেখানে খুন হয়েছেন।

"গত বছর মোট ১৩ জন বাংলাদেশি বিভিন্ন ঘটনায় নিহত হয়েছে এখানে", যোগ করেন এই কর্মকর্তা।

মিজান জানান, আহমেদ নূর ও দিল মোহাম্মদ জোহানেসবার্গে একটি মুদি দোকান চালাতেন। ওই দোকানে অনেক বছর ধরে কাজ করা এক কৃষ্ণাঙ্গই তাদের খুন করে।

ফার্স্ট সেক্রেটারি বলেন, "ঘটনার রাতে তাদের কাছে ৯ থেকে ১০ লাখ টাকা ছিল। সেই কৃষ্ণাঙ্গ কর্মচারী হাতুরি দিয়ে তাদের খুলি ফাটিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।"

মোবারক হোসেইন খুন হন নিজের মুদি দোকানে ডাকাতি চলার সময় বাঁধা দিতে গিয়ে।

"তিনি ডাকাতদের একজনকে ধরে ফেলেন। কিন্তু ডাকাতটি তার পেট ও মাথায় গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি", বলেন মিজান।

আর সর্বশেষ সোমবার রাতে ডারবানে নিজেদের দোকানে খুন হন শহীদুল্লাহ ও তার শ্যালক সোহেল।
ফার্স্ট সেক্রেটারি জানান, ১ বা ২ নভেম্বর শহীদের দোকানে ডাকাতি হলে তিনি মামলা করেন। পুলিশ ডাকাতদের একজনকে গ্রেপ্তারও করে। এরপর মঙ্গলবার সকালে দোকানের ভেতরে শহীদুল্লাহ ও সোহেলের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

"মামলা করার প্রতিশোধ নিতেই তাদের খুন করা হয় বলে মনে হচ্ছে", মিজানুর বলেন।

তিনি জানান, আহমেদ নূর ও দিল মোহাম্মদ ও মোবারক হোসেইনের লাশ ইতোমধ্যে বাংলাদেশে পাঠানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের অনেকেই ব্যবসা-বাণিজ্যে ভালো করছেন। কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ায় ঝুঁকির মধ্যে আছেন তারা।

মিজান বলেন, "এদের বেশিরভাগই ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন না। এর ফলে বার বার ডাকাতদের কবলে পরছেন।"

ফিরতি মানুষের চাপে স্বরূপে ফিরছে ঢাকা

Posted by methun

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বুধবার সকাল থেকে ধীরে ধীরে রাজধানী ফিরে পাচ্ছে তার আগের ব্যস্ত রূপ।

নাড়ির টানে ঢাকা ছেড়ে যাওয়া, আবার রুজি রোজগারের টানে ঢাকার ফিরে আসা। নগরীর বাস, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে তাই ঢাকা ফেরত মানুষের ভিড়।

ঈদের ছুটির সাথে শুক্রবার আর শনিবার যোগ হওয়াতে বেশি সময় ধরেই ছুটি কাটাতে পেরেছেন রাজধানীর ব্যস্ত কর্মজীবী মানুষ। তবে পরিবহন চালকরা জানান, আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ঢাকায় ফেরার মূল স্রোত শুরু হবে রোববার থেকে।

বুধবার ভোর থেকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও কমালাপুর টার্মিনালে ছিলো ফিরতি মানুষের ব্যস্ততা। ঢাকা ছেড়ে যাবার সময় ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা। তবে ফেরার মুহূর্তে তেমন একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে না তাদের।

সদরঘাটের লঞ্চ টার্মিনালে ছিল উপচেপড়া ভিড়। পটুয়াখালী থেকে ঢাকায় আসা আফজাল হোসেন  জানান, ঢাকা ছাড়তে যে ভোগান্তির শিকার হয়েছেন, ঢাকায় ফিরতে তা আর পোহাতে হয়নি।

পরিবারের সদস্যদের বাড়িতে রেখে একা ফিরেছেন তিনি। আফজাল জানান, ছুটি না পাওয়ায় বুধবার ঢাকায় আসা, ছুটি পেলে আসতেন রোববার।

তবে টার্মিনালগুলোয় নামা অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও ট্যাক্সিক্যাব বা সিএনজি অটোরিকশা পাননি।

গাবতলী টার্মিনালে বগুড়া থেকে আসা রেজা নূর  জানান, ট্যাক্সি ক্যাব বা অটোরিকশার জন্য তিন ঘণ্টা তাকে দাঁড়িয়ে থাকতে হয়।

উত্তরবঙ্গ থেকে আসা তাসমেরী পরিবহনের চালক আসলামুর জানান, বুধবার ও বৃহস্পতিবার যাত্রীদের চাপ একটু কম ছিলো, রোববার থেকে বিভিন্ন রুটে ফিরতি মানুষের চাপ বাড়বে।

এক রশিতে আত্মহত্যা তরুণ-তরুণীর

Posted by methun

ঝিনাইদহ সদর উপজেলায় মঙ্গলবার রাতে একই রশিতে দুই তরুণ-তরুণী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার সকালে কোদালে গ্রামের একটি গাছ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

এরা হলেন কোদালে গ্রামের আলম হোসেনের ছেলে আমিনুল ইসলাম (১৯) ও পাশের মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আবুল খায়েরের মেয়ে সীমা খাতুন (১৭)।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আমিনুলের সঙ্গে সীমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিষয়টি মেনে না নিয়ে দেড়মাস আগে স্বজনরা সীমাকে জোর করে পাইকপাড়া গ্রামে আরেকজনের সঙ্গে বিয়ে দেয়।

তিনি আরো বলেন, ঈদের আগের দিন সীমা বাবার বাড়ি আসেন। এরপর প্রেমিকের সঙ্গে একই রশিতে ফাঁস দিয়ে আতœহত্যা করেন।

'গণতন্ত্র ফিরিয়েছিল নূর হোসেনরা'

Posted by methun

শহীদ নূর হোসেন দিবস বৃহস্পতিবার। ১৯৮৭ সালের এই দিনে এরশাদবিরোধী আন্দোলনের সময় ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর 'জিরো পয়েন্টে' পুলিশের গুলিতে নিহত হন যুবলীগকর্মী নূর হোসেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বুধবার এক বাণীতে বলেছেন, নূর হোসেনের মতো শহীদদের আত্মত্যাগের বিনিময়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে।

এরশাদবিরোধী আন্দোলনের সেই দিনে বুকে-পিঠে 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক'- স্লোগান লিখে মিছিলে শামিল হয়েছিলেন নূর হোসেন।

নূর হোসেন ছাড়াও সেই আন্দোলনে আরেক যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো পুলিশের গুলিতে নিহত হন। তাদের আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্র হয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।

তারপর থেকেই ১০ নভেম্বর পালিত হচ্ছে নূর হোসেন দিবস হিসেবে। আর জিরো পয়েন্টের নামকরণ হয়েছে নূর হোসেন চত্বর।

রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার বাণীতে বলেন, "গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে শহীদ নূর হোসেন এক উজ্জ্বল নাম। নূর হোসেনের রক্ত বৃথা যায়নি। তার আত্মাহুতির ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মাটিতে নূর হোসেনের মতো সাহসী মানুষ যতদিন বেঁচে থাকবে, ততোদিন এদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে না।"

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, "নূর হোসেনসহ অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ ভোট ও ভাতের অধিকার ফিরে পেয়েছিল।"

"গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বাবুল, ফাত্তাহসহ অগণিত গণতন্ত্রকামী মানুষের রক্তে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার রাজপথ রঞ্জিত হয়েছিল," যোগ করেন প্রধানমন্ত্রী।

নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির চেয়ারপারন খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, "আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেন একটি অবিস্মরণীয় নাম। তবে যে স্বপ্ন চোখে নিয়ে জীবন উৎসর্গ করে ছিলেন তিনি; সে স্বপ্ন আজো পুরোপুরি সফল হয়নি।"

"গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহীদ নূর হোসেন আমাদের প্রেরণা। এ দৃষ্টান্ত অনুসরণ করে একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে," যোগ করেন বিরোধী দলীয় নেতা।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংগঠনের সব শাখাসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

শহীদ নূর হোসেন সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যুব গণফোরামসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে কর্মসূচি নিয়েছে।

খোকন গ্রেপ্তারে সরকারের কী দোষ: স্বরাষ্ট্রমন্ত্রী

Posted by methun

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর সরকারের কোনো চাপ ছিলো না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

তিনি বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সরকারকে ভুল ও অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। কাকে গ্রেপ্তার করা হবে, আর কাকে গ্রেপ্তার করা হবে না, তা তদন্তকারী কর্মকর্তাদের ব্যাপার।"

আওয়ামী লীগ নেতা লোকমান গত ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পরপরই নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকনকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। তাকে ওই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতেও চেয়েছে পুলিশ।

লোকমানের পরিবারের করা মামলায় খোকনকে আসামি না করার বিষয়টি তুলে ধরে বিএনপি বলে আসছে, সরকার হয়রানির উদ্দেশ্যে দলের কেন্দ্রীয় নেতা খোকনকে গ্রেপ্তার করেছে।

লোকমানের ভাইয়ের করা মামলার ১৪ আসামির অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন বাচ্চুও রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এ ঘটনার প্রকৃত দোষী যে দলের হোক না কেন, তাকে ধরা পড়তে হবে।"

গত তিন বছরে যতগুলো ঘটনা ঘটেছে তদন্তকারী কর্মকর্তারা দোষীদের চিহ্নিত করার জন্য সঠিকভাবে তদন্ত করেছে, বলেন তিনি।

খোকনকে গ্রেপ্তারের বিষয়টি তদন্ত কর্মকর্তার ব্যাপার বললেও একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নরসিংদীর ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদের পর বুধবার নিজের কার্যালয়ে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাহারা।

এবার ঈদে পশুর হাটে কোনো চাঁদাবাজি হয়নি দাবি করে তিনি বলেন, "বিভিন্ন হাট পরিদর্শন করে দেখেছি, কোনো অভিযোগ পাওয়া যায়নি।"

প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ায় পশুরহাটে জাল টাকার ব্যবহারও রোধ করা গেছে বলে জানান মন্ত্রী।

ঈদের আগের দিন হাটগুলোতে গরুর সঙ্কটের বিষয়ে তিনি বলেন, "ক্রেতার তুলনায় হাটে গরুর সংখ্যা কম ছিলো, এ সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছিলো।"

বিগত তিন বছরের তুলনায় এবার ঈদ ভালোভাবে হয়েছে বলে মনে করেন সাহারা। তিনি বলেন, ঈদে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা বিপর্যয় হয়নি।

বাড়ি যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে কয়েকজনের নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করেন।

টু-জি লাইসেন্স নবায়ন নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

Posted by methun

স্পেক্ট্রাম ফি ও ভ্যাট নিয়ে দুই মোবাইল অপারেটরের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই বৃহস্পতিবার চার প্রতিষ্ঠানের টু-জি লাইসেন্স নবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ বুধবার সন্ধ্যায়  বলেন, "আগামীকাল সকালে টু-জি লাইসেন্স নবায়ন নিয়ে কমিশনে বৈঠক হবে। বৈঠক শেষে অপারেটরদের সিদ্ধান্ত জানানো হবে।"

গত ১১ সেপ্টেম্বর লাইসেন্স নবায়নের চূড়ান্ত নীতিমালা প্রকাশ করে বিটিআরসি। সে অনুযায়ী ১০ নভেম্বরের মধ্যে বিটিআরসির পক্ষ থেকে অপারেটরদের নতুন লাইসেন্স দেওয়ার কথা।

লাইসেন্স নবায়নের জন্য গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল ইতোমধ্যে নবায়ন ফি ও স্পেক্ট্রাম ফি বিটিআরসিতে জমা দিয়েছে।

তবে স্পেক্ট্রাম ফি ও ভ্যাটের বিষয়ে বিটিআরসির সঙ্গে দ্বন্দ্বের জেরে গ্রামীণ ফোন ও বাংলালিংক আদালতে যাওয়ায় এ দুটি প্রতিষ্ঠানের বিষয়ে স্থিতাবস্থার নির্দেশ দিয়েছে আদালত।

গত ১৭ অক্টোবর গ্রামীণফোনকে দেওয়া এক চিঠিতে ২০০৮ সালে বরাদ্দ হওয়া স্পেক্ট্রামের জন্য আরো ৩৮৪ কোটি টাকা দাবি করে বিটিআরসি। এ টাকা দিতে আপত্তি জানিয়ে হাইকোর্টে যায় দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটিং কোম্পানিটি। গ্রামীণফোনের দাবি, বিটিআরসির চিঠিতে ২৩৬ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে।

গত ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের অবকাশকালীন বিশেষ চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এক আদেশে বলেন, গ্রামীণফোনের লাইসেন্স নবায়নের বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবে। স্পেক্ট্রাম ফি ও ভ্যাটের বিষয়েও সিদ্ধান্ত আসবে আদালত থেকেই।

এর মধ্যে গ্রামীণফোনের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা না দিতে বিটিআরসিকে নির্দেশনা দেন তিনি।

এর আগে বাংলালিংকও বিটিআরসির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ চাওয়ার অভিযোগ এনে আদালতে যায়। এ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা আসে হাইকোর্ট থেকে।

বিটিআরসির একজন ঊর্ধ্বতন নাম প্রকাশ না করার শর্তে  বলেন, আদালতের এসব নির্দেশনা নিয়েই আলোচনা হবে বৃহস্পতিবারের বৈঠকে। এ অবস্থায় লাইসেন্স দেওয়া নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে।

স্পেক্ট্রাম ফি জমা দিয়েছে বাংলালিংক ও সিটিসেল

বাংলালিংক ও সিটিসেল বুধবার বিটিআরসিতে স্পেক্ট্রাম ফি জমা দিয়েছে।

বাংলালিংকের জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যাফেয়ার্স) মাসহিদ রহমান  জানান, স্পেক্ট্রাম ফি বাবদ ৮২২ কোটি টাকা জমা দিয়েছেন তারা।

আর সিটিসেল ১৮৭ কোটি ৪৩ লাখ টাকা জমা দিয়েছে বলে জানান বিটিআরসি মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্স) এ কে এম শহিদুজ্জামান।

এর আগে টেলিকম অপারেটর রবি ২ নভেম্বর বিকেলে স্পেক্ট্রাম চার্জ বাবদ ৭৯১ কোটি ৬৭ লাখ টাকা বিটিআরসিতে জমা দেয়।

আর লাইসেন্স নবায়ন ও স্পেক্ট্রাম চার্জ হিসেবে গত ৩১ অক্টোবর প্রথম কিস্তিতে বিটিআরসিকে এক হাজার ৩৫৮ কোটি ৪৫ লাখ টাকা দেয় গ্রামীণফোন। ভ্যাটের অংশ বাদ দিয়ে এ টাকা জমা দেওয়া হয়।

রবি, বাংলালিংক ও সিটিসেলও ওইদিন লাইসেন্স নবায়নের ফি জমা দেয়।

কুমিল্লায় নির্বাচনে বাধা নেই: সাখাওয়াত

Posted by methun

সীমানা পুনর্র্নিধারণের গেজেট প্রকাশিত হওয়ায় নির্ধারিত সময়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।

নবগঠিত এ সিটি কর্পোরেশনের সীমানা পুনর্র্নিধারণের বিষয়ে বুধবার গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

পরে নির্বাচন কমিশনে নিজের কার্যালয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "আইনি জটিলতা কেটে যাওয়ায় বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।"

এটিএম শামুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদ আগামী ফেব্র"য়ারিতে শেষ হচ্ছে।

সাখাওয়াত জানান, আইন অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আগামী ৫ জানুয়ারির মধ্যে হবে ভোটগ্রহণ।

স্থানীয় সরকার আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন ঘোষণার গেজেট প্রকাশিত হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

সাখাওয়াত বলেন, "নির্বাচনের কর্মপরিকল্পনা ঠিক করতে কমিশন আগামী বৃহস্পতিবার বৈঠকে বসবে। আইনি বাধ্যবাধকতার কারণে ৫ জানুয়ারির মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুতি চলছে। ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটার তালিকার সিডি তৈরি করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তার সময়মতোই সরবরাহ করা হবে।"

কুমিল্লা নির্বাচনে সব ওয়ার্ডেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

গত ১০ জুলাই কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা এলাকাকে একীভূত করে দেশের অষ্টম সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। আগের দুই পৌরসভা মিলে এ কর্পোরেশনে ওয়ার্ড রয়েছে ২৭টি।

গত ৭ অগাস্ট অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নাসির উদ্দিনকে এ কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরেক নবগঠিত সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জে গত ৩০ অক্টোবর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। ওই নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাফল্যের সঙ্গে ইভিএম ব্যভহার করে নির্বাচন কমিশন।