সীমানা পুনর্র্নিধারণের গেজেট প্রকাশিত হওয়ায় নির্ধারিত সময়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।
নবগঠিত এ সিটি কর্পোরেশনের সীমানা পুনর্র্নিধারণের বিষয়ে বুধবার গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
পরে নির্বাচন কমিশনে নিজের কার্যালয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "আইনি জটিলতা কেটে যাওয়ায় বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।"
এটিএম শামুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদ আগামী ফেব্র"য়ারিতে শেষ হচ্ছে।
সাখাওয়াত জানান, আইন অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আগামী ৫ জানুয়ারির মধ্যে হবে ভোটগ্রহণ।
স্থানীয় সরকার আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন ঘোষণার গেজেট প্রকাশিত হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
সাখাওয়াত বলেন, "নির্বাচনের কর্মপরিকল্পনা ঠিক করতে কমিশন আগামী বৃহস্পতিবার বৈঠকে বসবে। আইনি বাধ্যবাধকতার কারণে ৫ জানুয়ারির মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুতি চলছে। ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটার তালিকার সিডি তৈরি করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তার সময়মতোই সরবরাহ করা হবে।"
কুমিল্লা নির্বাচনে সব ওয়ার্ডেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
গত ১০ জুলাই কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা এলাকাকে একীভূত করে দেশের অষ্টম সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। আগের দুই পৌরসভা মিলে এ কর্পোরেশনে ওয়ার্ড রয়েছে ২৭টি।
গত ৭ অগাস্ট অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নাসির উদ্দিনকে এ কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আরেক নবগঠিত সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জে গত ৩০ অক্টোবর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। ওই নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাফল্যের সঙ্গে ইভিএম ব্যভহার করে নির্বাচন কমিশন।
নবগঠিত এ সিটি কর্পোরেশনের সীমানা পুনর্র্নিধারণের বিষয়ে বুধবার গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
পরে নির্বাচন কমিশনে নিজের কার্যালয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "আইনি জটিলতা কেটে যাওয়ায় বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।"
এটিএম শামুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদ আগামী ফেব্র"য়ারিতে শেষ হচ্ছে।
সাখাওয়াত জানান, আইন অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আগামী ৫ জানুয়ারির মধ্যে হবে ভোটগ্রহণ।
স্থানীয় সরকার আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন ঘোষণার গেজেট প্রকাশিত হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
সাখাওয়াত বলেন, "নির্বাচনের কর্মপরিকল্পনা ঠিক করতে কমিশন আগামী বৃহস্পতিবার বৈঠকে বসবে। আইনি বাধ্যবাধকতার কারণে ৫ জানুয়ারির মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুতি চলছে। ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটার তালিকার সিডি তৈরি করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তার সময়মতোই সরবরাহ করা হবে।"
কুমিল্লা নির্বাচনে সব ওয়ার্ডেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
গত ১০ জুলাই কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা এলাকাকে একীভূত করে দেশের অষ্টম সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। আগের দুই পৌরসভা মিলে এ কর্পোরেশনে ওয়ার্ড রয়েছে ২৭টি।
গত ৭ অগাস্ট অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নাসির উদ্দিনকে এ কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আরেক নবগঠিত সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জে গত ৩০ অক্টোবর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। ওই নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাফল্যের সঙ্গে ইভিএম ব্যভহার করে নির্বাচন কমিশন।
0 comments:
Post a Comment