SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

ফিরতি মানুষের চাপে স্বরূপে ফিরছে ঢাকা

Posted by methun

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বুধবার সকাল থেকে ধীরে ধীরে রাজধানী ফিরে পাচ্ছে তার আগের ব্যস্ত রূপ।

নাড়ির টানে ঢাকা ছেড়ে যাওয়া, আবার রুজি রোজগারের টানে ঢাকার ফিরে আসা। নগরীর বাস, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে তাই ঢাকা ফেরত মানুষের ভিড়।

ঈদের ছুটির সাথে শুক্রবার আর শনিবার যোগ হওয়াতে বেশি সময় ধরেই ছুটি কাটাতে পেরেছেন রাজধানীর ব্যস্ত কর্মজীবী মানুষ। তবে পরিবহন চালকরা জানান, আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ঢাকায় ফেরার মূল স্রোত শুরু হবে রোববার থেকে।

বুধবার ভোর থেকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও কমালাপুর টার্মিনালে ছিলো ফিরতি মানুষের ব্যস্ততা। ঢাকা ছেড়ে যাবার সময় ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা। তবে ফেরার মুহূর্তে তেমন একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে না তাদের।

সদরঘাটের লঞ্চ টার্মিনালে ছিল উপচেপড়া ভিড়। পটুয়াখালী থেকে ঢাকায় আসা আফজাল হোসেন  জানান, ঢাকা ছাড়তে যে ভোগান্তির শিকার হয়েছেন, ঢাকায় ফিরতে তা আর পোহাতে হয়নি।

পরিবারের সদস্যদের বাড়িতে রেখে একা ফিরেছেন তিনি। আফজাল জানান, ছুটি না পাওয়ায় বুধবার ঢাকায় আসা, ছুটি পেলে আসতেন রোববার।

তবে টার্মিনালগুলোয় নামা অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও ট্যাক্সিক্যাব বা সিএনজি অটোরিকশা পাননি।

গাবতলী টার্মিনালে বগুড়া থেকে আসা রেজা নূর  জানান, ট্যাক্সি ক্যাব বা অটোরিকশার জন্য তিন ঘণ্টা তাকে দাঁড়িয়ে থাকতে হয়।

উত্তরবঙ্গ থেকে আসা তাসমেরী পরিবহনের চালক আসলামুর জানান, বুধবার ও বৃহস্পতিবার যাত্রীদের চাপ একটু কম ছিলো, রোববার থেকে বিভিন্ন রুটে ফিরতি মানুষের চাপ বাড়বে।

0 comments:

Post a Comment