SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

বিএনপির সংসদ সদস্যদের মিছিল

Posted by methun

হরতালের সমর্থনে জাতীয় সংসদ ভবন চত্বরে মিছিল-সমাবেশ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। তবে পুলিশের বাধায় মিছিল নিয়ে বাইরে যেতে পারেননি তিনি।

হরতালের শুরুতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সংসদ ভবনের ফটকে জড়ো হন বিএনপির ২০ জন সংসদ সদস্য।

এরপর এমকে আনোয়ারের নেতৃত্বে তারা সংসদ ভবন চত্বরে মিছিল করে। মিছিলটি সংসদ ভবন থেকে মানিক মিয়া এভিনিউর দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

কিছু সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাবেশ করেন সংসদ সদস্যরা।

সমাবেশ এমকে আনোয়ার বলেন, "বর্তমান সরকার অত্যাচার, নির্যাতন ও দুঃশাসনের সরকার। এরা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। গণবিস্ফোরণের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।"

মিছিলে বাধা দেওয়ারও সমালোচনা করেন তিনি। বিএনপি নেতা বলেন, সরকার পুলিশকে দলীয় কর্মীদের মতো ব্যবহার করছে।

জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর সমালোচনা করে আনোয়ার বলেন, "দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ দিন দিন অসহায় হয়ে পড়ছে। জনগণের স্বার্থেই এই হরতাল।"

সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য বরকতউল্লাহ বুলু, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া প্রমুখ।

গত ৬ জুলাই হরতালের সময়ে সংসদ ভবনের সামনেই মিছিল করতে গিয়ে পুলিশি লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

মুশফিকের ওপর সাবেক অধিনায়কদের আস্থা

Posted by methun

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন অধিনায়ক মুশফিকুর রহিমের ওপর নির্দ্বিধায় আস্থা রাখছেন সাবেক অধিনায়করা।

রকিবুল হাসান, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট মনে করেন যোগ্য হাতেই পড়েছে জাতীয় দলের দায়িত্ব।

রকিবুল হাসান বলেন, "আমি মনে করি দলে যার জায়গা পাকা তারই অধিনায়ক হওয়া উচিৎ। এক্ষেত্রে মুশফিককে এগিয়ে রাখতেই হবে। অনেক দিন ধরেই তিনি জাতীয় দলের একজন নিয়মিত খেলোয়াড়।"

"দলের স্বার্থে অধিনায়কের ভালো খেলা দরকার। এখানেও এগিয়ে আছেন মুশফিক। তিনি অনেক দিন ধরেই রানের মধ্যে রয়েছেন" যোগ করেন তিনি।

অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের অধিনায়কত্ব করা মুশফিকের মধ্যে স্বাভাবিক নেতৃত্ব গুণ আছে বলেও মনে করেন সাবেক তারকা ব্যাটসম্যান রকিবুল।

জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ অবশ্য মুশফিককে অধিনায়ক হিসেবে কিছুদিন দেখে নিতে চান।

তিনি বলেন, "ব্যর্থ হলে ভেঙ্গে পড়লে চলবে না। এখন তিনি অধিনায়ক। তাই তিনি ব্যর্থতার হতাশায় ভেঙ্গে পড়লে তা পুরো দলের ওপর বাজে প্রভাব ফেলতে পারে।"

খালেদ মাসুদের পর দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে জাতীয় দলের নেতৃত্ব পেলেন মুশফিক। উত্তরসূরী ভালো করবেন বলে আশাবাদী মাসুদ।

তিনি বলেন, "অধিনায়ক হিসেবে এ মুহূর্তে সবচেয়ে যোগ্য মুশফিক। অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলকে নেতৃত্ব দেয়া তার জন্য নতুন কিছু নয়।"

অক্টোবরে ঢাকায় সার্ক সাংস্কৃতিক সম্মেলন

Posted by methun

আগামী অক্টোবরে ঢাকায় সার্ক দেশগুলোর সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী বছরের ফেব্র"য়ারিতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে হবে 'ইউনেস্কো কালচারাল ডাইভারসিটি কনফারেন্স', যেখানে বিশ্বের ৪৫টি দেশ অংশ নেবে।

বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্কৃতি মন্ত্রণালয় এ তথ্য জানায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কমিটির সভাপতি কাজী কেরামত আলী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, আসাদুজ্জামান নূর, মনোরঞ্জন শীল গোপাল, মাহফুজা মন্ডল এবং নিলোফার চৌধুরী মনি।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের বিভিন্ন জেলার গণ গ্রন্থাগারগুলোর হালনাগাদ অবস্থা পর্যবেক্ষণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়মিত পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে।

হরতাল আছে, হরতাল নেই

Posted by methun


বিএনপিসহ চার দলের ডাকা হরতাল কর্মসূচি চললেও দূরপাল্লার বাস এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা ছাড়া তার আর কোনো ছাপ দেখা যাচ্ছে না নগরজীবনে।

বৃহস্পতিবার হরতালে রাজপথে দেখা যায়নি হরতালকারীদের; যদিও বিএনপি নেতারা অভিযোগ করেছেন, তাদের নামতে দেয়নি পুলিশ।

হরতালেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক। নির্ধারিত সময়ে সচল হয়েছে পুঁজিবাজার, চলছে লেনদেন। উপস্থিতি স্বাভাবিকের চেয়ে কম হলেও অফিস-আদালত খুলেছে নির্ধারিত সময়েই।

জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ হরতাল ডাকা হয়েছে। তবে সরকারি দলের দাবি, এ দাবির আড়ালে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে হরতাল ডাকা হয়েছে।

হরতালের মধ্যেই সকাল থেকে রাজধানীর সড়কে বিআরটিসির পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন বাস চলতে দেখা যায়। কাউন্টারভিত্তিক বাসগুলো সকালে না দেখা গেলেও দুপুর ১২টা থেকে অনেক রুটে সে বাসগুলো চলাও শুরু হয়েছে।

সড়কে প্রাইভেট গাড়ি দেখা না গেলেও প্রচুর পরিমাণে অটো রিকশা ও রিকশা চলছে। যানজট না থাকায় যথাসময়ে অফিসে উপস্থিত হওয়ার কথাও জানিয়েছেন কয়েকজন।

ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে কুমিল্লার দাউদকান্দি অভিমুখে কয়েকটি বাস ছাড়তেও দেখা গেছে, যা আগের হরতালে দেখা যায়নি। তবে গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন জেলামুখী বাসগুলো ছেড়ে যেতে দেখা যায়নি।

দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনে বেশ ভিড় দেখা গেছে। সকালে এয়ারপোর্ট স্টেশনে গিয়ে দেখা যায়, প্রচুর যাত্রীর উপস্থিতি। ট্রেনগুলোও সময় মতো ছাড়তে দেখা গেছে।

সদরঘাট থেকে লঞ্চও চলাচল করছে, তবে যাত্রী সংখ্যা অন্য দিনের তুলনায় কম। বিমান চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে হরতালের কোনো প্রভাব দেখা যায়নি। সচিবালয় ঘুরে দেখা যায়, অন্যদিনের মতোই কার্যক্রম চলেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিও স্বাভাবিক।

কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহন সংশ্লিষ্টরা জানান, কর্মচারীদের বহনকারী সবগুলো বাস নির্ধারিত সময়ে সচিবালয়ের গেটে পৌঁছায়। প্রতিটি বাসে নিরাপত্তার জন্য চার জন করে পুলিশ ছিলো।

কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক হলেও সচিবালয়ে দর্শনার্থী কম দেখা গেছে।

বেশির ভাগ মন্ত্রী ও প্রতিমন্ত্রী সকাল সাড়ে ১০টার মধ্যেই দপ্তরে উপস্থিত হন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংস্থার কর্মকর্তারা জানান, সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যেই সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে এসেছেন।

ঢাকায় হরতালকারীদের তৎপরতা দেখা না গেলেও সরকার সমর্থকরা হরতালবিরোধী মিছিল করেছে বিভিন্ন স্থানে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের বলেছেন, "বিএনপি নেতারা হরতাল ডেকে বাসায় ঘুমাচ্ছেন।"

অন্যদিকে নয়া পল্টনে পুলিশের ঘেরাওয়ের মধ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আমরা অবরুদ্ধ হয়ে আছি, পুলিশ আমাদের ঘিরে রেখেছে।"

তবে দেশবাসী স্বতস্ফূর্তভাবে হরতাল পালন করছে বলে দাবি করেন তিনি।

সংসদ ভবনের সামনে বিএনপির সংসদ সদস্যরা মিছিলের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন। পুরান ঢাকার কয়েকটি স্থানে বিএনপি নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেও পুলিশের তৎপরতায় ব্যর্থ হয়।

পুরান ঢাকার শাঁখারীবাজারে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা মিছিলের চেষ্টা করেন। তবে পুলিশের ধাওয়ায় পালিয়ে ান তারা। সেখান থেকে রিপন নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রমনা এলাকায় মিছিলের চেষ্টা করলে তিন জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রও রয়েছেন।

বিএনপির পাশাপাশি চারদলীয় জোটের অংশীদার জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটও হরতাল ডাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

ঢাকার বাইরের জেলাগুলো থেকেও ঢিলেঢালা হরতালের খবর পাওয়া গেছে। বাস চলাচল না করলেও রাস্তায় অটো রিকশা, টেম্পু, রিকশা চলছে। দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হলেও সরকারি অফিস-আদালতে কাজ চলছে।

আগামী ২৭ সেপ্টেম্বর পল্টনে জনসভা থেকে খালেদা জিয়ার সরকারবিরোধী আন্দোলনের কথা থাকলেও জ্বালানির দাম বৃদ্ধি এবং গত সোমবার ঢাকায় জামায়াতে ইসলামীর সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এ হরতাল ডাকা হয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের আমলে এটি বিএনপির ডাকা সপ্তম হরতাল।

সর্বশেষ গত ৬, ৭ ও ৮ জুলাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা দলগুলো।

২০০৯ সালের জানুয়ারিতে বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার দেড় বছর পর ২০১০ সালের ২৭ জুন প্রথম হরতাল ডেকেছিলো বিএনপি।