SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

মুশফিকের ওপর সাবেক অধিনায়কদের আস্থা

Posted by methun

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন অধিনায়ক মুশফিকুর রহিমের ওপর নির্দ্বিধায় আস্থা রাখছেন সাবেক অধিনায়করা।

রকিবুল হাসান, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট মনে করেন যোগ্য হাতেই পড়েছে জাতীয় দলের দায়িত্ব।

রকিবুল হাসান বলেন, "আমি মনে করি দলে যার জায়গা পাকা তারই অধিনায়ক হওয়া উচিৎ। এক্ষেত্রে মুশফিককে এগিয়ে রাখতেই হবে। অনেক দিন ধরেই তিনি জাতীয় দলের একজন নিয়মিত খেলোয়াড়।"

"দলের স্বার্থে অধিনায়কের ভালো খেলা দরকার। এখানেও এগিয়ে আছেন মুশফিক। তিনি অনেক দিন ধরেই রানের মধ্যে রয়েছেন" যোগ করেন তিনি।

অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের অধিনায়কত্ব করা মুশফিকের মধ্যে স্বাভাবিক নেতৃত্ব গুণ আছে বলেও মনে করেন সাবেক তারকা ব্যাটসম্যান রকিবুল।

জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ অবশ্য মুশফিককে অধিনায়ক হিসেবে কিছুদিন দেখে নিতে চান।

তিনি বলেন, "ব্যর্থ হলে ভেঙ্গে পড়লে চলবে না। এখন তিনি অধিনায়ক। তাই তিনি ব্যর্থতার হতাশায় ভেঙ্গে পড়লে তা পুরো দলের ওপর বাজে প্রভাব ফেলতে পারে।"

খালেদ মাসুদের পর দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে জাতীয় দলের নেতৃত্ব পেলেন মুশফিক। উত্তরসূরী ভালো করবেন বলে আশাবাদী মাসুদ।

তিনি বলেন, "অধিনায়ক হিসেবে এ মুহূর্তে সবচেয়ে যোগ্য মুশফিক। অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলকে নেতৃত্ব দেয়া তার জন্য নতুন কিছু নয়।"

0 comments:

Post a Comment