আগামী অক্টোবরে ঢাকায় সার্ক দেশগুলোর সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী বছরের ফেব্র"য়ারিতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে হবে 'ইউনেস্কো কালচারাল ডাইভারসিটি কনফারেন্স', যেখানে বিশ্বের ৪৫টি দেশ অংশ নেবে।
বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্কৃতি মন্ত্রণালয় এ তথ্য জানায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কমিটির সভাপতি কাজী কেরামত আলী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, আসাদুজ্জামান নূর, মনোরঞ্জন শীল গোপাল, মাহফুজা মন্ডল এবং নিলোফার চৌধুরী মনি।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের বিভিন্ন জেলার গণ গ্রন্থাগারগুলোর হালনাগাদ অবস্থা পর্যবেক্ষণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়মিত পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া আগামী বছরের ফেব্র"য়ারিতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে হবে 'ইউনেস্কো কালচারাল ডাইভারসিটি কনফারেন্স', যেখানে বিশ্বের ৪৫টি দেশ অংশ নেবে।
বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্কৃতি মন্ত্রণালয় এ তথ্য জানায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কমিটির সভাপতি কাজী কেরামত আলী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, আসাদুজ্জামান নূর, মনোরঞ্জন শীল গোপাল, মাহফুজা মন্ডল এবং নিলোফার চৌধুরী মনি।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের বিভিন্ন জেলার গণ গ্রন্থাগারগুলোর হালনাগাদ অবস্থা পর্যবেক্ষণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়মিত পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে।
0 comments:
Post a Comment