SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

সন্ধ্যা নদীর ভাঙ্গনরোধের দাবিতে মানববন্ধন

Posted by methun

সন্ধ্যা নদীর ভাঙ্গনরোধের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন করেছে উজিরপুর উপজেলাবাসী।

শনিবার সকাল ১০টায় অশ্বিনী কুমার হলের সামনে উজিরপুর সমিতি এ মানববন্ধন করে।

এ সময় বরিশাল সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি নজরুল ইসলাম চুন্নু, সালাউদ্দিন শিপু, শহিদ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

তারা বলেন, উজিরপুর-সাতলা দুই কিলোমিটার পাকা সড়কসহ তিনটি বিদ্যালয়, দুইটি মসজিদসহ কয়েকশ' বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

উজিরপুরের বিস্তীর্ণ এলাকার সঙ্গে জেলা সদরের যোগাযোগের একমাত্র সড়কটিসহ পাঁচটি ইউনিয়নের ৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ২৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি মাদ্রাসা, সাতটি কলেজ, তিনটি ব্যাংক, পাঁচটি উপ-স্বাস্থ্য কেন্দ্র ভাঙ্গনের হুমকিতে রয়েছে।

ভাঙ্গন প্রতিরোধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে এগিয়ে আসার দাবি জানান তারা।

চাঁদ দেখা গেছে, ৭ নভেম্বর ঈদ

Posted by methun

দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৭ নভেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।

শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঈদুল আজহার দিনের ঘোষণা দেওয়া হয়। এর আগেই কয়েকটি স্থান থেকে চাঁদ দেখার খবর আসে।

ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়ার অনুপস্থিতিতে ইসলামী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক একরামুল হক বৈঠকে সভাপতিত্ব করেন।

হজ ব্যবস্থাপনার তদারকিতে ধর্ম প্রতিমন্ত্রী সৌদি আরব রয়েছেন বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

কারচুপির আশঙ্কা আইভীর

Posted by methun

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির পরোক্ষ আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

ভোট শুরুর ১৫ ঘণ্টা আগে শনিবার বিকেলে নিজ বাড়িতে আইভী সাংবাদিকদের বলেন, "একজন প্রার্থীর মধ্যে ছিনতাইয়ের ট্র্যাডিশন আছে। তিনি ভোট ও ব্যালট বাক্স চুরি করেছেন।"

সাবেক পৌর মেয়র আইভী বলেন, "৮৬'র নির্বাচনে ওই প্রার্থী তার ভাইয়ের পক্ষে লাঙল মার্কায় ভোট চেয়েছেন। ওই সময় তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করেননি।"

তিনি বলেন, "নির্বাচনে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করার পরও শামীম ওসমান কীভাবে দাবি করেন জঙ্গি হামলা হতে পারে। আসলে তিনি নারায়ণগঞ্জকে উত্তপ্ত করার চেষ্টা করছেন।"

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জঙ্গিরা নাশকতা চালাতে পারে বলে তার কাছে খবর রয়েছে- গত বৃহস্পতিবার এ কথা বলেছিলন মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান।

এ প্রেক্ষিতে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো জঙ্গি নেই। সেনা মোতায়েন না হলেও নির্বাচন সুষ্ঠু হবে।

শামিম ওসমানের ওই বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা শুক্রবার সাংবাদিকদের বলেন, শামীম ওসমানের ওই কথা 'ভুয়া' হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলে তিনি বিশ্বাস করেন উল্লেখ করে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি আইভী শনিবার বলেন, "তবে নির্বাচনের দিন কোনো গোলযোগ হলে ইসিকেই এই দায়িত্ব নিতে হবে। কারণ ভোটকেন্দ্রে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসির।"

নির্বাচনের দিন গণমাধ্যমকেও সতর্ক থাকার অনুরোধ করেন আইভী।

নির্বাচনে সেনা মোতায়েনে সশস্ত্র বাহিনী বিভাগকে নির্বাচন কমিশন চিঠি দিলেও শেষ পর্যন্ত নির্বাচনে সেনা থাকছে না বলে শুক্রবার সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার।

একইসঙ্গে তিনি বলেন, নির্বাচনে পরিস্থিতি অবনতি হলে এর দায় নির্বাচন কমিশন নেবে না।

নির্বাচনে ৩১২ প্রতিদ্বন্দ্বী মধ্যে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে দোয়াত কলম প্রতীক নিয়ে আইভী, দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে শামীম ওসমান, আনারস প্রতীক নিয়ে তৈমুর আলম খন্দকার, গরুর গাড়ি প্রতীক নিয়ে আতিকুর রহমান নান্নু মুন্সী, হাঁস প্রতীকে শরীফ মোহাম্মদ ও তালা প্রতীকে আতিকুল ইসলাম জীবন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শামীম ওসমানের পক্ষে তার দুই ভাই একেএম নাসিম ওসমান ও তার ভাই সেলিম ওসমান শুক্রবার নির্বাচনী এলাকায় প্রচার চালিয়েছেন- এ কথা উল্লেখ করে ভোটের দিন তাদের প্রচার ও 'প্রভাব খাটানো' থামানোয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে শনিবার চিঠি দিয়েছেন আইভী।

নাসিম নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এবং সেলিম নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এবং নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি।

সেনাবাহিনীর বদলে ১৪ শ' র‌্যাব

Posted by methun

সেনাবাহিনী মোতায়েন না হওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অতিরিক্ত ৭০০ সহ মোট ১৪ শ' র‌্যাব সদস্য আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকছে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহীদ মিনারের সামনে র‌্যাব-১১ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, "আজ নারায়ণগঞ্জ নির্বাচনী এলাকায় এক হাজার র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। কাল (রোববার) ভোটের দিন আরো চারশ' র‌্যাব সদস্য দায়িত্বে থাকবে।"

রির্টানিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে র‌্যাবের কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা এই কর্মকর্তা জানান, সেনা মোতায়েন না হওয়ায় শুক্রবার বলা হয়েছিল, নির্বাচনী এলাকায় র‌্যাব সদস্যের সংখ্যা একশ বাড়িয়ে মোট সাতশ করা হবে। তবে শনিবার এই সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত হয়।

রোববার ভোট সামনে রেখে শুক্রবার সকাল থেকে নারায়ণগঞ্জে চার কোম্পানি (চার শতাধিক) সেনা মোতায়েনের কথা থাকলেও তা হয়নি। এ নিয়ে দিনভর অনিশ্চিয়তা চলার পর সন্ধ্যায় নিজের অসহায়ত্ব প্রকাশ করে সিইসি শামসুল হুদা বলেন, নির্বাচন কমিশন চাইলে সরকার সাংবিধানিকভাবে সেনা দিতে বাধ্য। তারপরও সময়মতো সেনা মোতায়েন হয়নি।

নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান এ নিয়ে আপত্তি না তুললেও তার দুই শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা সেলিনা হায়াৎ আইভী এবং বিএনপি সমর্থিত তৈমুর আলম খন্দকার ক্ষোভ প্রকাশ করেন।

নির্বাচন কমিশন বলছে, সেনা সদস্যদের অনুপস্থিতিতে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে।

সার্বিক প্রস্তুতি তুলে ধরে মোস্তফা কামাল ভোটারদের উদ্দেশে বলেন, "নির্বাচনী এলাকায় র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নেই।"

র‌্যাব নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে উল্লেখ করে তিনি বলেন, "ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নেওয়া হবে। এছাড়া সাদা পোশাকের র‌্যাব সদস্যরাও টহলে থাকবে।"

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের নেতৃত্বে থাকবেন ২৭ জন নির্বাহী হাকিম। এছাড়া আরো নয় জন বিচারিক হাকিম মাঠে থাকছেন।

রোববার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

মধ্যরাতে নাটকীয়তার পর না.গঞ্জে ভোট শুরু

Posted by methun

সেনা মোতায়েন না হওয়ায় মধ্যরাতে বিএনপির 'নির্বাচন বর্জনের' ঘোষণার পর কঠোর নিরাপত্তার মধ্যে ভোট শুরু হয়েছে নারায়ণগঞ্জে।

এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন  বলেন, রোববার নির্ধারিত সময় সকাল ৮টায় নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি রয়েছে।

সবকিছু শান্তিপূর্ণভাবেই চলছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে ভোট শুরুর মাত্র ৭ ঘণ্টা আগে শনিবার মধ্যরাতে বিএনপি ঢাকায় সংবাদ সম্মেলন করে এ নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় ভোটারদের মধ্যে তৈরি হয়েছে খানিকটা অনিশ্চয়তাও। তবে তারা বলছেন, যাই ঘটুক, পরিবারের সবাইকে নিয়ে ভোট দিতে যাবেন তারা।

শনিবার রাত পৌনে ১টায় জরুরি প্রেস ব্রিফিংয়ে নির্বাচন বর্জনের কথা বলেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, "নির্বাচনে সেনা মোতায়েন করা হয়নি। ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকি দেওয়া হযেছে। এ পরিস্থিতিতে আমার নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং আমাদের প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখছি।"

একই সঙ্গে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেন তিনি।

এর পরপরই বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার জানান, নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে তার নির্দেশে নির্বাচন 'বর্জন' করছেন তিনি।

এদিকে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লে¬খ করে রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান জানান, সুষ্ঠু নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবে, নিরাপদে ফিরবেন। এখানে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে" বলেন রিটার্নিং কর্মকর্তা।

র‌্যাব অনিয়ম ঠেকাতে প্রথমবারের মতো ভোটকেন্দ্রেও যাওয়ার অনুমতি দিয়েছে রিটার্নিং কর্মকর্তা।

ছয় মেয়র প্রার্থী: এ নির্বাচনে মেয়র পদে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে আওয়ামী লীগের শামীম ওসমান, দোয়াত কলম প্রতীক নিয়ে সেলিনা হায়াত আইভি, আনারস প্রতীক নিয়ে বিএনপি'র তৈমুর আলম খন্দকার, গরুর গাড়ি প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী এবং নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ হাঁস প্রতীক নিয়ে ও আতিকুল ইসলাম জীবন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচন বর্জনের কথা দলের পক্ষ থেকে বলা হলেও নির্বাচন থেকে প্রার্থীর সরে দাঁড়ানোর কোনো সুযোগ আর নেই বলে জানান নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

"মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর কারো নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ নেই। ঘোষণা দিলেও ব্যালটে তার প্রতীক থাকবে এবং তিনি প্রার্থী হিসেবে গণিত হবে।"

নবগঠিত এ সিটি করপোরেশনে চার লাখ চার হাজার একশ' ৮৯ জন ভোটার ছয় মেয়র প্রার্থী, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তা এ নির্বাচনে নির্বাচন ব্যবস্থাপনায় নয়জন সহকারি রিটার্নিং কর্মকর্তাসহ প্রায় সাড়ে তিন হাজার নির্বাচন কর্মকর্তা নিয়োচিত রয়েছে।


নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধ পরিকর। অনিয়ম ঠেকাতে আমরা হার্ডলাইনে। যে কোনোভাবেই এ নির্বাচন ভালো করতে হবে।

যে কোনো অনিয়ম ঠেকাতে আইন শৃঙ্খলাবাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ছহুল।

এ নির্বাচনের আট হাজারেরও বেশি আইন শৃঙ্খরা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। এরমধ্যে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন চার হাজার, আনসার ও ভিডিসি সদস্য আড়াই হাজার, র‌্যাব ১৪০০ রয়েছে। এয়াড়া প্রতিটি ভোটকেন্দ্রে ২৪ জন করে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য দায়িত্ব পালন করছে।

নির্বাচনী এলাকার ২৭টি ওয়োর্ডেও প্রতিটিতে একজন করে নির্বাহী হাকিম, নয় জন বিচারিক হাকিম, ২৭ জন ইসির পর্যবেক্ষক, ২৭টি ভ্রাম্যমান ভিডিও ক্যামেরা, ২০টি কেন্দ্রে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

লিখিতভাবে না জানিয়ে বের হওয়ার সুযোগ

সহকারি রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, কেন্দ্রে কোনো ধরনের বাহানা দেখিয়ে কোনো পোলিং এজেন্ট প্রিজাইডিং বা সহকারি প্রিজাইডিং কর্মকর্তা না জানিয়ে কেন্দ্র থেকে বেরোতে পারবে না। লিখিতভাবে তাদের জানাতে হবে।

ইসি মনিটরিং করবে পরিস্থিতি

নির্বাচন কমিশন সচিবালয়ে বসে সিসিটিভি'র মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০টি ভোটকেন্দ্র মনিটরিং করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের ইতিহাসে এবারেই প্রথম এনসিসি নির্বাচনে ২০টি কেন্দ্রে সিসিটিভি ব্যবহার করছে ইসি। এসব কেন্দ্রের সিসিটিভি পর্যবেক্ষণের জন্য নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলেও একটি মনিটরিং প্যানেল বসানো হয়েছে।

এ নির্বাচনে দেশি-বিদেশি পাঁচশ' মতো পর্যবেক্ষক রয়েছে।

নারয়ণগঞ্জে প্রথম

এ নির্বাচনে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রথমবারের মতো ২০টি কেন্দ্রে সিসিটিভ ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, সবক'টি ওয়ার্ডের প্রতিনিধিত্ব রেখে তিনটি থানায় এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে।

কেন্দ্রগুলো হচ্ছে- ১ নম্বর ওয়ার্ডের ১ নম্বরে কন্দ্র, ২ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বরে কন্দ্র, ৪ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বরে কন্দ্র, ৩ নম্বর ওয়ার্ডের ৩৩ নম্বরে কন্দ্র, ৬ নম্বর ওয়ার্ডের ৩৮ নম্বরে কন্দ্র, ৮ নম্বর ওয়ার্ডের ৪৯ নম্বর কেন্দ্র, ৯ নম্বর ওয়ার্ডের ৫৫ নম্বরে কন্দ্র, ১০ নম্বর ওয়ার্ডের ৬০ নম্বরে কন্দ্র, ১২ নম্বর ওয়ার্ডের ৭১ নম্বর কেন্দ্র, ১২ নম্বর ওয়ার্ডের ৭৩ নম্বর কেন্দ্র, ১৩ নম্বর ওয়ার্ডের ৮০ নম্বর কেন্দ্র, ১৩ নম্বর ওয়ার্ডের ১০৩ নম্বর কেন্দ্র, ১৭ নম্বর ওয়ার্ডের ১১৩ নম্বরে কন্দ্র, ১৮ নম্বর ওয়ার্ডের ১১৯ নম্বর কেন্দ্র, ২০ নম্বর ওয়ার্ডের ১২৭ নম্বর কেন্দ্র, ২২ নম্বর ওয়ার্ডের ১৩৭ নম্বরে কন্দ্র, ২৩ নম্বর ওয়ার্ডের ১৪৫ নম্বরে কন্দ্র, ২৫ নম্বর ওয়ার্ডের ১৫৮ নম্বর কেন্দ্র এবং ২৭ নম্বর ওয়ার্ডের ১৬২ নম্বরে কন্দ্র।

এনসিসি নির্বাচনে প্রথম বারের মতো প্রার্থীদের নির্বাচনী ব্যয় তদারকিতে 'মনিটরিং কমিটি গঠন' করা হয়েছে। এ কমিটি প্রতি সাতদিন পর পর প্রার্থীদের নির্বাচনী ব্যয় পর্যালোচনা করে দেখছে।

সিটি করপোরেশনের তিনটি থানায় প্রার্থী ও ভোটারদের অভিযোগ যথাযথভাবে পুলিশ নিচ্ছে কিনা- তা সমন্বয় করতে ইসির তিনজন কর্মকর্তা লিয়াঁজো কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছে।

ইভিএম ৯ ওয়ার্ডে

দেশে দ্বিতীয় বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে এ সিটি করপোরেশন নির্বাচনে।

নির্বাচনী ব্যবস্থাপনাকে দৃঢ়, ফল ঘোষণা তাড়াতাড়ি করা, নির্বাচনোত্তর সহিংসতা কমানো, নির্বাচন পরিচালনা ব্যয় কমানো ও প্রশাসনিক জটিলতা কমানোসহ আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইভিএম'র উদ্যোগ নেয় ইসি।

২৭টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ডের (৭, ৮, ৯, ১৬, ১৭, ১৮, ২২, ২৩, ২৪) মোট ৫৮ কেন্দ্রের ৪৫০টি বুথে একটি করে ইভিএম ব্যবহার করা হচ্ছে।

এসব ওয়ার্ডের ভোটার রয়েছে এক লাখ ৪৮ হাজার ৬২৯ জন।

এর আগে গত বছরের জুনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মাত্র একটি ওয়ার্ডে (চট্টগ্রাম মহানগরীর জামালখান রোড এলাকার ২১ নম্বর ওয়ার্ডে।) ইভিএম ব্যবহার হয়।

এ ওয়ার্ডের ১৪টি ভোটকেন্দ্রের ৭৯টি ভাটকক্ষ একটি করে ইভিএম ব্যবহার করা হয়। এতে ভোটর ছিলেন ২৫ হাজার ২৩০ জন।

এক নজরে এনসিসি'র তথ্য

গত ২২ সেপ্টেম্বর এ সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ৩০ অক্টোবর ভোটের আগে ২ অক্টোবর মনোনয় দাখিলের শেষ দিন, প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ অক্টেবর।

এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ইসি সচিবালয়ের যুগ্ম সচিব বিশ্বাস লুৎফুর রহমান ৯ জন সহকারি রিটার্নিং কর্মকর্তা নির্বাচন পরিচালনা করছেন।

এ সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ২৭টি ও সংরক্ষিত ওয়ার্ড ৯টি। এ নির্বাচনী এলাকার ৪ লাখ ৪ হাজার ১৮৯ ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৩ হাজার ৩৪৪ জন ও মহিলা ২ লাখ ৮৪৫ জন।

৩১২ প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে মেয়র পদে ৬ প্রার্থী , সাধারণ কাউন্সিলর পদে ২৫০ প্রার্থী ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটকেন্দ্র ১৬৩টি ও ভোটকক্ষ ১২১৭টি। এর বিপরীতে ১৬৩ প্রিজাইডিং কর্মকর্তা, ১২১৭ সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও ২৪৩৪ জন পোলিং কর্মকর্তা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োজিত থাকবেন।

জলবায়ু তহবিল বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

Posted by methun

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশের প্রতি সহায়তা বাড়াতে উন্নত বিশ্বের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পার্থের স্টেট রিসেপশন সেন্টারে কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মেলনের সমাপনী অধিবেশনে এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, "বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে কম দায়ী হওয়া সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে ক্ষতিকর দেশগুলোর একটি।"

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরসহ কমনওয়েলথ সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সরকার প্রধানরাও এ অধিবেশনে উপস্থিত ছিলেন।

অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা ও কমনওয়েলথ নেতারা জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এদিন বিকালে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার সঙ্গে তার সঙ্গে হোটেলে সাক্ষাৎ করেন।

নিমচন্দ্রের কেলেঙ্কারি: নেপাল যাচ্ছে তদন্ত দল

Posted by methun

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিকের জন্ম দেওয়া বিভিন্ন কেলেঙ্কারির তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত দলকে দায়িত্ব দিয়েছে সরকার।

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদের নেতৃত্বে এই তদন্ত দলের সদস্যরা ৩১ অক্টোবর নেপালে পৌঁছাবেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি  জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পরিচালকও রয়েছেন এই তদন্ত দলে।

অন্য দেশের পতাকা নিয়ে গাড়িতে ভ্রমণ, নারী কেলেঙ্কারি, ভিসা দিতে হয়রানি, শিক্ষার্থীদের স্কলারশিপ দিতে ঘুষ, এমনকি নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর মতো অভিযোগও রয়েছে নিমচন্দ্রের বিরুদ্ধে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, "এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তদন্ত দল সবই খতিয়ে দেখবে।"

নিমচন্দ্রের এসব কেলেঙ্কারির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় গত মে মাসে একটি প্রতিবেদন দেয়। এতে বলা হয়, নেপালের পররাষ্ট্র দপ্তর অনানুষ্ঠানিকভাবে নিমচন্দ্রকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। যদিও ওই প্রতিবেদন দেওয়ার পর পাঁচ মাসেও কোনো ব্যবস্থা নেয়নি সরকার।

গত জুলাই মাসে ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন যে, নিমচন্দ্র ভৌমিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তাদের হাতে এসেছে। এসব বিষয়ে পূর্ণ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও সে সময় জানান তিনি।

অবশ্য নিমচন্দ্র সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, কেউ কেউ তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক নিমচন্দ্র বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর ২০০৯ সালে নেপালের রাষ্ট্রদূত পদে নিয়োগ পান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থক নীল দলের শিক্ষক হিসেবে তিনি পরিচিত ছিলেন। আওয়ামী লীগের গত সরকার আমলে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও নিয়োগ পেয়েছিলেন তিনি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ছাত্র বিক্ষোভের সময় তিন জন শিক্ষকের সঙ্গে তিনিও গ্রেপ্তার হয়েছিলেন।

গাড়িতে ভারতের পতাকা তোলা

মে মাসে দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, নিমচন্দ্র ভৌমিকের কূটনৈতিক হিসেবে অপেশাদার আচরণ নেপালে দেশের ভাবমূর্তি বেশ ক্ষুন্ন করেছে।

কাঠমান্ডুতে ভারতের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকবের সঙ্গে কয়েকটি বৈঠকে নিমচন্দ্র তার গাড়িতে ভারতের পতাকা উড়িয়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো জ্যাকবের। তিনি তখন ভারতীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক ছিলেন।

২০১০ সালের ১৭ মার্চ কাঠমান্ডুর ইয়াক অ্যান্ড ইয়েতি হোটেলে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে নিমচন্দ্রের নির্দেশে বাংলাদেশের পাশাপাশি ভারত ও নেপালের জাতীয় সঙ্গীতও বাজানো হয়।

নারী কেলেঙ্কারি

নিমচন্দ্র ভৌমিকের অসংখ্য নারী কেলেঙ্কারির মধ্যে বলিউড তারকা মনীষা কৈরালার সঙ্গে দেখা করতে অকূটনীতিকসুলভ আচরণের কথাও তদন্ত প্রতিবেদনে এসেছে।

কাঠমান্ডুতে বাংলাদেশি পাঁচ তরুণের একটি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেছিলেন নেপালের প্রভাবশালী কৈরালা পরিবারের সদস্য মনীষা। অনুষ্ঠান উদ্বোধনের পর সন্ধ্যায় মনীষার দেখা পেতে তার বাড়িতেও ধরনা দিয়েছিলেন নিমচন্দ্র।

পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে জেনেছে, মনীষার বাড়িতে ঢুকতে আধা ঘণ্টা ধরে ফটকে দাঁড়িয়ে দেনদরবার চালিয়েছিলেন নিমচন্দ্র। তবে ফটক খোলেনি।

২০০৯ সালে নিয়োগ পাওয়ার পর কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের মুখপাত্র অপূর্ব শ্রীবাস্তবকে নানাভাবে উত্ত্যক্ত করেছিলেন বলেও তদন্তে বেরিয়ে এসেছে। এছাড়া বাংলাদেশি দূতাবাসের অনুষ্ঠানে যোগ দিতে এসে নেপালের বেশ কয়েকজন নারীও রাষ্ট্রদূতের কাছে হেনস্তা হন।স্থানীয় বেশ কয়েকজন নারীকে দূতাবাসেই ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়েছেন নিমচন্দ্র।

রাষ্ট্রদূতের আচরণের মধ্য দিয়ে আত্মমর্যাদা বোধ বিসর্জন ও দায়িত্বনিষ্ঠার অভাব প্রকাশ পেয়েছে- বলা হয় প্রতিবেদনে।

নিমচন্দ্রের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির সরাসরি অভিযোগ গত বছরের ২৪ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তোলেন কাঠমান্ডু দূতাবাসের সাবেক ফার্স্ট সেক্রেটারি নাসরিন জাহান লিপি। ওই মাসেরই মধ্যভাগে চার বাংলাদেশি তরুণীকে জড়িয়ে দূতাবাসে নিমচন্দ্রের কেলেঙ্কারির তিনি প্রত্যক্ষ সাক্ষী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৃত্তির জন্য ঘুষ

২০০৯ ও ২০১০ সালে নেপালি শিক্ষার্থীদের দেওয়া বাংলাদেশি বৃত্তির ক্ষেত্রে 'নয়-ছয়' হয়েছে অভিযোগ উঠেছে। ঘুষের বিনিময়ে শিক্ষাভিসা দেওয়ার নজিরও খুঁজে পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃত্তির ক্ষেত্রে নেপালের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি এমনকি সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশও উপেক্ষা করেছেন নিমচন্দ্র।

নেপালের যে সব শিক্ষার্থী সরাসরি শিক্ষা ভিসার আবেদন করে, নানা টালবাহানা করে তাদের আটকে পরে 'জটিলতার' অবসানের জন্য বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠানের ঠিকানা তাদের ধরিয়ে দেওয়া হচ্ছে, যে সব প্রতিষ্ঠানের সঙ্গে দূতাবাস তথা নিমচন্দ্রের সম্পর্ক রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তদন্ত দল জানতে পেরেছে, অন্তত ছয়টি সরকারি বৃত্তি নিয়ে 'ঘুষবাণিজ্য' করেছেন নিমচন্দ্র, যার প্রতিটি ৩৫ হাজার থেকে ৪০ হাজার ডলারের।

শিক্ষাবৃত্তির এ ধরনের অপব্যবহারের মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি হিমালয়ের পাদদেশের দেশটিতে বেশ নাজুক হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নেপালের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো

নেপালের অভ্যন্তরীণ বিশেষ করে মাওবাদীদের বিষয়ে সরাসরি বক্তব্য রেখে কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করার অভিযোগও উঠেছে নিমচন্দ্রের বিরুদ্ধে।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন প্রকাশ্য সভায়ও নেপালের এখনকার বিরোধী দল মাওবাদীদের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন রাষ্ট্রদূত। মাওবাদীদের কীভাবে ঠেকাতে হবে সে পরামর্শও তাকে দিতে দেখা গেছে।

নেপালের সরকারি মহলে নিমচন্দ্র গ্রহণযোগ্যতা হারিয়েছেন বলে তদন্ত দল প্রমাণ পেয়েছে। তার ব্যবহার ও অকূটনৈতিকসুলভ আচরণই এর জন্য দায়ী। কাঠমান্ডুর কূটনৈতিক মহলেও তার অবস্থান খুব নাজুক।

নিমচন্দ্রকে সরিয়ে একজন পেশাদার কূটনীতিককে রাষ্ট্রদূতের পদে নিয়োগ দিতে নেপালের পররাষ্ট্র সচিব বাংলাদেশের সচিবকে অনুরোধের কথাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।