জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশের প্রতি সহায়তা বাড়াতে উন্নত বিশ্বের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পার্থের স্টেট রিসেপশন সেন্টারে কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মেলনের সমাপনী অধিবেশনে এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, "বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে কম দায়ী হওয়া সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে ক্ষতিকর দেশগুলোর একটি।"
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরসহ কমনওয়েলথ সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সরকার প্রধানরাও এ অধিবেশনে উপস্থিত ছিলেন।
অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা ও কমনওয়েলথ নেতারা জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এদিন বিকালে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার সঙ্গে তার সঙ্গে হোটেলে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পার্থের স্টেট রিসেপশন সেন্টারে কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মেলনের সমাপনী অধিবেশনে এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, "বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে কম দায়ী হওয়া সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে ক্ষতিকর দেশগুলোর একটি।"
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরসহ কমনওয়েলথ সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সরকার প্রধানরাও এ অধিবেশনে উপস্থিত ছিলেন।
অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা ও কমনওয়েলথ নেতারা জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এদিন বিকালে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার সঙ্গে তার সঙ্গে হোটেলে সাক্ষাৎ করেন।
0 comments:
Post a Comment