SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

কারচুপির আশঙ্কা আইভীর

Posted by methun

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির পরোক্ষ আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

ভোট শুরুর ১৫ ঘণ্টা আগে শনিবার বিকেলে নিজ বাড়িতে আইভী সাংবাদিকদের বলেন, "একজন প্রার্থীর মধ্যে ছিনতাইয়ের ট্র্যাডিশন আছে। তিনি ভোট ও ব্যালট বাক্স চুরি করেছেন।"

সাবেক পৌর মেয়র আইভী বলেন, "৮৬'র নির্বাচনে ওই প্রার্থী তার ভাইয়ের পক্ষে লাঙল মার্কায় ভোট চেয়েছেন। ওই সময় তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করেননি।"

তিনি বলেন, "নির্বাচনে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করার পরও শামীম ওসমান কীভাবে দাবি করেন জঙ্গি হামলা হতে পারে। আসলে তিনি নারায়ণগঞ্জকে উত্তপ্ত করার চেষ্টা করছেন।"

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জঙ্গিরা নাশকতা চালাতে পারে বলে তার কাছে খবর রয়েছে- গত বৃহস্পতিবার এ কথা বলেছিলন মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান।

এ প্রেক্ষিতে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো জঙ্গি নেই। সেনা মোতায়েন না হলেও নির্বাচন সুষ্ঠু হবে।

শামিম ওসমানের ওই বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা শুক্রবার সাংবাদিকদের বলেন, শামীম ওসমানের ওই কথা 'ভুয়া' হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলে তিনি বিশ্বাস করেন উল্লেখ করে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি আইভী শনিবার বলেন, "তবে নির্বাচনের দিন কোনো গোলযোগ হলে ইসিকেই এই দায়িত্ব নিতে হবে। কারণ ভোটকেন্দ্রে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসির।"

নির্বাচনের দিন গণমাধ্যমকেও সতর্ক থাকার অনুরোধ করেন আইভী।

নির্বাচনে সেনা মোতায়েনে সশস্ত্র বাহিনী বিভাগকে নির্বাচন কমিশন চিঠি দিলেও শেষ পর্যন্ত নির্বাচনে সেনা থাকছে না বলে শুক্রবার সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার।

একইসঙ্গে তিনি বলেন, নির্বাচনে পরিস্থিতি অবনতি হলে এর দায় নির্বাচন কমিশন নেবে না।

নির্বাচনে ৩১২ প্রতিদ্বন্দ্বী মধ্যে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে দোয়াত কলম প্রতীক নিয়ে আইভী, দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে শামীম ওসমান, আনারস প্রতীক নিয়ে তৈমুর আলম খন্দকার, গরুর গাড়ি প্রতীক নিয়ে আতিকুর রহমান নান্নু মুন্সী, হাঁস প্রতীকে শরীফ মোহাম্মদ ও তালা প্রতীকে আতিকুল ইসলাম জীবন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শামীম ওসমানের পক্ষে তার দুই ভাই একেএম নাসিম ওসমান ও তার ভাই সেলিম ওসমান শুক্রবার নির্বাচনী এলাকায় প্রচার চালিয়েছেন- এ কথা উল্লেখ করে ভোটের দিন তাদের প্রচার ও 'প্রভাব খাটানো' থামানোয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে শনিবার চিঠি দিয়েছেন আইভী।

নাসিম নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এবং সেলিম নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এবং নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি।

0 comments:

Post a Comment