SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

খোকন গ্রেপ্তারে সরকারের কী দোষ: স্বরাষ্ট্রমন্ত্রী

Posted by methun

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর সরকারের কোনো চাপ ছিলো না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

তিনি বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সরকারকে ভুল ও অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। কাকে গ্রেপ্তার করা হবে, আর কাকে গ্রেপ্তার করা হবে না, তা তদন্তকারী কর্মকর্তাদের ব্যাপার।"

আওয়ামী লীগ নেতা লোকমান গত ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পরপরই নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকনকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। তাকে ওই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতেও চেয়েছে পুলিশ।

লোকমানের পরিবারের করা মামলায় খোকনকে আসামি না করার বিষয়টি তুলে ধরে বিএনপি বলে আসছে, সরকার হয়রানির উদ্দেশ্যে দলের কেন্দ্রীয় নেতা খোকনকে গ্রেপ্তার করেছে।

লোকমানের ভাইয়ের করা মামলার ১৪ আসামির অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন বাচ্চুও রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এ ঘটনার প্রকৃত দোষী যে দলের হোক না কেন, তাকে ধরা পড়তে হবে।"

গত তিন বছরে যতগুলো ঘটনা ঘটেছে তদন্তকারী কর্মকর্তারা দোষীদের চিহ্নিত করার জন্য সঠিকভাবে তদন্ত করেছে, বলেন তিনি।

খোকনকে গ্রেপ্তারের বিষয়টি তদন্ত কর্মকর্তার ব্যাপার বললেও একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নরসিংদীর ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদের পর বুধবার নিজের কার্যালয়ে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাহারা।

এবার ঈদে পশুর হাটে কোনো চাঁদাবাজি হয়নি দাবি করে তিনি বলেন, "বিভিন্ন হাট পরিদর্শন করে দেখেছি, কোনো অভিযোগ পাওয়া যায়নি।"

প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ায় পশুরহাটে জাল টাকার ব্যবহারও রোধ করা গেছে বলে জানান মন্ত্রী।

ঈদের আগের দিন হাটগুলোতে গরুর সঙ্কটের বিষয়ে তিনি বলেন, "ক্রেতার তুলনায় হাটে গরুর সংখ্যা কম ছিলো, এ সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছিলো।"

বিগত তিন বছরের তুলনায় এবার ঈদ ভালোভাবে হয়েছে বলে মনে করেন সাহারা। তিনি বলেন, ঈদে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা বিপর্যয় হয়নি।

বাড়ি যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে কয়েকজনের নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করেন।

0 comments:

Post a Comment