SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

মুশফিকের অর্ধশতক

Posted by methun

সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের শেষ দিন দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২১৭ রান।

জয়ের জন্য বাংলাদেশের এখনো প্রয়োজন ২৯১ রান।

এক প্রান্তে মুশফিকুর রহিম ৫৪ ও অন্য প্রান্তে সাকিব আল হাসান ২৮ রানে ব্যাট করছেন। এটি মুশফিকের অষ্টম অর্ধশতক।

সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল (৮৩)। চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন তামিম। এর মধ্যে তার ব্যাট থেকে আসে কেবল ৭ রান।

পঞ্চম দিন এক রান যোগ করেই সাজঘরের পথ ধরেন তামিম। দলের রান তখন ১৬৮। দিনের তৃতীয় ওভারের শেষ বলে ড্যারেন স্যামি তালুবন্দী করেন তাকে। দেবেন্দ্র বিশুর বলে কাভার ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে শেষ হয় তামিমের ইনিংস।

৩ উইকেটে ১৬৪ রান নিয়ে বাংলাদেশ দিনের খেলা শুরু করে। প্রথম ঘন্টায় তামিমকে হারিয়ে ৫৩ রান যোগ করে স্বাগতিকরা।

এর আগে ৫ উইকেটে ৩৮৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এতে সব মিলিয়ে ৫০৭ রানে এগিয়ে যায় তারা। প্রথম ইনিংসে দলটি এগিয়ে ছিল ১২৪ রানে।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করে ৩৫৫ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৩১ রান।

এর আগে দু'দলের প্রথম টেস্ট ড্র হয়।

0 comments:

Post a Comment