'সানড্রপ' বা 'সূর্যবিন্দু' নামের বিশ্বের সবচেয়ে বড় হলুদ হীরাটি মঙ্গলবার রাতে নিলামে ১ কোটি ২৩ লাখেরও বেশি মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
বিশ্ববিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সথবি একথা জানিয়েছে। তারাই হীরাটি নিলামে তুলছে।
হলুদ হীরাটির জন্য এ দাম বিশ্ব রেকর্ড গড়েছে বলে মন্তব্য করেছেন সথবির নিলামকারী ডেভিড বেনেত।
নাশপাতি আকৃতির হলুদ রঙের বিভিন্ন শেডের নয়নাভিরাম জলজ্বলে এ হীরাটির ওজন ১শ ১০ ক্যারেট।
নিলামে এর দাম ১ কোটি ১০ লাখ ডলার থেকে ১ কোটি ৫০ লাখ ডলারে উঠবে বলে আগেই ধারণা করেছিলো সথবি।
সূর্যবিন্দু (সানড্রপ) নামের বিরল এ হলুদ হীরা গত বছর দক্ষিণ আফ্রিকার খনিতে পাওয়া যায়।
১শ' ক্যারেটের বেশি ওজনের হীরা অত্যন্ত দু®প্রাপ্য। আর ১১০ ক্যারেটের এ হীরাটির বিশেষ হলুদ রং একে আরো অনন্য করে তুলেছে।
বিশ্ববিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সথবি একথা জানিয়েছে। তারাই হীরাটি নিলামে তুলছে।
হলুদ হীরাটির জন্য এ দাম বিশ্ব রেকর্ড গড়েছে বলে মন্তব্য করেছেন সথবির নিলামকারী ডেভিড বেনেত।
নাশপাতি আকৃতির হলুদ রঙের বিভিন্ন শেডের নয়নাভিরাম জলজ্বলে এ হীরাটির ওজন ১শ ১০ ক্যারেট।
নিলামে এর দাম ১ কোটি ১০ লাখ ডলার থেকে ১ কোটি ৫০ লাখ ডলারে উঠবে বলে আগেই ধারণা করেছিলো সথবি।
সূর্যবিন্দু (সানড্রপ) নামের বিরল এ হলুদ হীরা গত বছর দক্ষিণ আফ্রিকার খনিতে পাওয়া যায়।
১শ' ক্যারেটের বেশি ওজনের হীরা অত্যন্ত দু®প্রাপ্য। আর ১১০ ক্যারেটের এ হীরাটির বিশেষ হলুদ রং একে আরো অনন্য করে তুলেছে।
0 comments:
Post a Comment