SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

'লোকমান হত্যা মামলার আসামিরা শনাক্ত হয়েছে'

Posted by methun

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়েছে- বলেছে পুলিশ।

শনিবার ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (অপরাধ) সাংবাদিকদের বলেন, "লোকমান হত্যা মামলার তদন্ত চলছে। ইতোমধ্যে আসামিদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।"

দুপুরে নরসিংদী পুলিশ সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সেখানে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (তদন্ত) মো. নুরুজ্জামানও উপস্থিত ছিলেন।

পুলিশের এই দুই কর্মকর্তা সকালে নরসিংদী পৌঁছেন।

এ মামলায় রাজনৈতিক প্রভাব আছে কি না- এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই মামলার তদারকি চলছে।"

গত ১ নভেম্বর রাতে নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে নিহত হন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন।

হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান। আসামিদের বেশিরভাগই ক্ষমতাসীন দলের নেতাকর্মী।

এই হত্যাকাণ্ডে জড়িত নন বলে ইতিমধ্যে দাবি করেছেন মন্ত্রীর ভাই সালাউদ্দিন।

এদিকে হত্যাকাণ্ডের রাতেই নরসিংদী জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে পুলিশ গ্রেপ্তার করলেও তিনি হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

এছাড়া হত্যাকাণ্ডের পর সার্কিট হাউজ ও রেলস্টেশনে ভাংচুর মামলায় জামিনও পান তিনি। হত্যাকাণ্ডের পরদিন নরসিংদীতে ট্রেনে আগুন দেওয়ার মামলায় তার জামিনের শুনানি হবে রোববার।

0 comments:

Post a Comment