ঢাকার সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় কলেজছাত্র হত্যার ঘটনায় পুলিশের দুই এসআইয়ের দায়িত্বে অবহেলা ছিল উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি।
আজ (বৃহস্পতিবার) তদন্ত প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিহতরা ডাকাত নয়।
নিহত ছয় ছাত্র ডাকাতির উদ্দেশ্যে বড়দেশী গ্রামে যায়নি বলেও নিশ্চিত হওয়া গেছে।' প্রায় এক মাস ধরে ১১ পুলিশ সদস্য,নিহতদের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাসহ ৫৪ জনের সাক্ষ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। গত ১৮ জুলাই শবে বরাতের রাতে আমিনবাজারের বরদেশী গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনা পুলিশের সামনে সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠে।
এর পরিপ্রেক্ষিতিই পুলিশ একটি তদন্ত কমিটি করে। পুলিশের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নিহতের পরিবারের সদস্যরা। এরপর উচ্চ আদালত ওই ঘটনার সময় পুলিশের ভূমিকা তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়।
আজ (বৃহস্পতিবার) তদন্ত প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিহতরা ডাকাত নয়।
নিহত ছয় ছাত্র ডাকাতির উদ্দেশ্যে বড়দেশী গ্রামে যায়নি বলেও নিশ্চিত হওয়া গেছে।' প্রায় এক মাস ধরে ১১ পুলিশ সদস্য,নিহতদের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাসহ ৫৪ জনের সাক্ষ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। গত ১৮ জুলাই শবে বরাতের রাতে আমিনবাজারের বরদেশী গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনা পুলিশের সামনে সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠে।
এর পরিপ্রেক্ষিতিই পুলিশ একটি তদন্ত কমিটি করে। পুলিশের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নিহতের পরিবারের সদস্যরা। এরপর উচ্চ আদালত ওই ঘটনার সময় পুলিশের ভূমিকা তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়।
0 comments:
Post a Comment