SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

চট্টগ্রামে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

Posted by methun

নগরীর চান্দগাঁও থানাধীন টেকবাজার এলাকা থেকে একজন ভুয়া চিকিৎসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুনির উদ্দিন পাটেয়ারীকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকবাজার পোল এলাকায় ডা. তানজিম মাহমুদ নাম নিয়ে গত পাঁচ মাস ধরে রোগী দেখে আসছিলেন।

মুনিরের বাবার নাম সিরাজুদ্দিন পাটোয়ারী। তার বাড়ি ফেনী জেলার পরশুরাম এলাকার দক্ষিণ ভুতুয়া গ্রামে।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিথ্যা পরিচয়ে মুনির টেকবাজার পোল এলাকায় একটি ফার্মেসিতে রোগী দেখতেন। প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি না থাকলেও নামের সঙ্গে এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), পিজিটি চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিকেল অফিসারের পরিচয় ব্যবহার করতেন তিনি।

গ্রেপ্তারকৃত মুনিরের বিরুদ্ধে ফেনীর পরশুরাম থানায় ২টি ফৌজদারি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

মুনির পুলিশকে জানিয়েছে, তিনি ফেনী সরকারি কলেজ থেকে øাতক পাস করেছেন।

এ ঘটনায় চান্দগাঁও থানায় মুনিরের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা হয়েছে।

0 comments:

Post a Comment