SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

মানব উন্নয়ন সূচক স্কোর বাড়লেও ১৭ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

Posted by methun

মানব উন্নয়নের ধারা অব্যাহত থাকলেও জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে এবার বাংলাদেশের অবস্থান ১৭ ধাপ পিছিয়েছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এই সূচকে বিশ্বের ১৮৭টি দেশের মধ্যে শূন্য দশমিক ৫ 'স্কোর' নিয়ে বাংলাদেশের অবস্থান এবার ১৪৬তম। গত বছর শূন্য দশমিক ৪৯৬ স্কোরে বাংলাদেশ বিশ্বে ১২৯তম স্থানে ছিল।

ডেনমার্কের কোপেনহেগেনে বুধবার ইউএনডিপির এই মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করা হয়। আর বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় প্রতিবেদনের বাংলাদেশ অংশটি। বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর এস্তেফান প্রিসনার অনুষ্ঠানে প্রতিবেদনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এবারের মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শ্রীলঙ্কা (৯৭), মালদ্বীপ (১০৯), ভারত (১৩৪), ভুটান (১৪১) পাকিস্তানের (১৪৫) চেয়েও পেছনে। কেবল নেপাল (১৫৭) ও আফগানিস্তানই (১৭২) এ দিক দিয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে।

তবে আগামী বছর এই সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে ইউএনডিপির প্রতিবেদনে। বিশেষ করে এ বছর লিঙ্গ বৈষম্য এবং শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে এতে।

চলতি বছরের প্রতিবেদনে বাংলাদেশের মানুষের গড় আয়ু দেখানো হয়েছে ৬৮ দশমিক ৯ বছর। আর মাথাপিছু গড় জাতীয় আয় (জিএনআই) দেখানো হয়েছে ১ হাজার ৫২৯ ডলার।

মানব উন্নয়ন সূচকে সবচেয়ে এগিয়ে থাকা দেশ নরওয়ের এবারের স্কোর শূন্য দশমিক ৯৪৩। শূন্য দশমিক ৯২৯ স্কোর নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় এবং শূন্য দশমিক ৯১০ স্কোরে নেদারল্যান্ডস তৃতীয় অবস্থানে রয়েছে।

এবারের সূচকে সবার নিচে, অর্থাৎ ১৮৭তম অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। দেশটির স্কোর শূন্য দশমিক ২৮৬।

0 comments:

Post a Comment