SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

৩০তম বিসিএসের ফল প্রকাশ

Posted by methun

৩০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৩৬৭ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বুধবার এ তথ্য জানান।

তিনি জানান, ৩০তম বিসিএসে মোট আবেদনকারীর সংখ্যা ছিলো ১ লাখ ৪৭ হাজার ৩৯৫ জন। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার পর ৯ হাজার ৫৯ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। মৌখিক পরীক্ষা শেষে উত্তীর্ণ হন ৫ হাজার ৮১০ জন।

নেছার বলেন, "শূন্য পদের সংখ্যা কম হওয়ায় এদের মধ্যে ২ হাজার ৩৬৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পদ স্বল্পতার কারণে যাদের বিষয়ে সুপারিশ করা সম্ভব হয়নি, তাদের নন-ক্যাডার পদে নিয়োগের চেষ্টা করা হবে।"

তবে এর কোনো নিশ্চয়তা নেই বলেও উল্লেখ করেন তিনি।

পিএসসি যাদের নিয়োগের সুপারিশ করেছে, তাদের মধ্যে ১ হাজার ৬২৩ জন পুরষ এবং ৭৪৪ জন নারী।

এদের মধ্যে সাধারণ ক্যাডারে প্রশাসনে ২৮৫ জন, পররাষ্ট্রে ২০, পুলিশ ১৯১, নিরীক্ষা ও হিসাব ৪১, আনসার ৪৪, শুল্ক ও আবগারীতে ৫৪, সমবায়ে ৮, খাদ্য ১০, পরিবার পরিকল্পনা ১৯, ডাক ৬, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ৫, কর ৩৫, বাণিজ্য ২, ইকনমিক ২৫ এবং তথ্যে ২০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।

প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারের কৃষিতে ৫৮ জন, মৎস্যে ৫৬, খাদ্যে ২, স্বাস্থ্যে ৫৭০, তথ্যে ৫, সড়ক ও জনপথে ৪২, রেলওয়ে প্রকৌশলে ২৪, জনস্বাস্থ্য প্রকৌশলে ১৯, গণপূর্তে ২৬, পরিসংখ্যানে ১৪, পশু সম্পদে ১৮৫ এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৫৮৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও 'তথ্য বিভ্রাট ও প্রশাসনিক' কারণে ১৩ জনের সুপারিশ সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে পিএসসি।

গত বছরের ৩০ জুলাই এ বিসিএসের প্রিলিমিনারি এবং চলতি বছর লিখিত পরীক্ষা হয়।

0 comments:

Post a Comment