SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

ডিএসই: সূচক নিম্নমুখী, লেনদেনও কম

Posted by methun

ডিএসইতে সপ্তাহের শেষ দিন লেনদেন হচ্ছে অনেক কম। সূচকও কমছে।

বৃহস্পতিবার লেনদেন শুরুর পরপরই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক পড়ে যায়। এরপর সূচক ওঠানামা করলেও তা আর বুধবারের চেয়ে বাড়েনি।

দুপুর দেড়টায় সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ১৯৫ পয়েন্ট।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১২২টির। বদলায়নি ২০টির দাম। আড়াই ঘণ্টায় হাতবদল হয়েছে ৮৫ কোটি টাকার শেয়ার।

বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৯ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়ায়।

বুধবার লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৭টির এবং কমেছে ১৪৪টির। বদলায়নি ৯টির দাম। হাতবদল হয়েছে ২৮২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ।

চার দিন টানা দরপতনের পর মঙ্গলবার ডিএসই সাধারণ সূচক ১৬৮ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৫ দশমিক ১৭ পয়েন্টে দাঁড়ায়।

সোমবার সংবাদ সম্মেলন করে ব্যাংকগুলোকে পুঁজিবাজারে সর্বোচ্চ বিনিয়োগে বাধ্য করার দাবি জানায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ৬ ডিসেম্বরের মধ্যে এ দাবি মানা না হলে ৭ ডিসেম্বর মহাসমাবেশ করারও ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

নয় দিন ছুটি

সাপ্তাহিক ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে নয় দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ঈদের আগে বৃহস্পতিবারই তাই শেষ লেনদেন।

শুক্রবার থেকে এই ছুটি শুরু হবে। ডিএসই -এর উপ মহা-ব্যবস্থাপক (জনসংযোগ ও প্রকাশনা) মো. শফিকুর রহমান জানান, ১৩ নভেম্বর রোববার থেকে ডিএসইতে লেনদেন শুরু হবে।

0 comments:

Post a Comment