SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

অনশনকারীদের তুলে দিয়েছে পুলিশ

Posted by methun

পুঁজিবাজার স্থিতিশীল করার দাবিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে রাতভর বিক্ষোভ চলার পর অনশনরত বিনিয়োগকারীদের তুলে দিয়েছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মতিঝিল থানা পুলিশ ডিএসইর সামনে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ এসে আমাদের সঙ্গে ব্যাপক দুর্ব্যবহার করে। তারা মাইক ছিনিয়ে নেয় এবং চেয়ার ভেঙে ফেলে আমাদের সরে যেতে বাধ্য করে।"

মাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে পুলিশের মতিঝিল অঞ্চলের উপ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ। এতে জনজীবন ব্যাহত হচ্ছে। আমরা তাদের মাইকসহ অন্যান্য সরঞ্জাম সরিয়ে নিতে অনুরোধ করেছি। পরে উনারাই সরে গেছেন।"

সকাল পৌনে ৯টার দিকে ডিএসইর সামনের সড়কে যান চলাচল আবার শুরু হয়েছে বলে জানান তিনি।

দুই সপ্তাহ ধরে টানা দরপতনের পর রোববার বেলা ১১টায় লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে আমরণ অনশনের ঘোষণা দিয়ে ডিএসইর সামনে অবস্থান নেয় ব্যক্তি শ্রেণীর এই বিনিয়োগকারীরা। বিকেলে বেশ কয়েকজন রাজনীতিবিদ সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

বিষয়টি সমাধানের জন্য এসইসি কর্মকর্তারা রাতে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। মতিঝিলে রাতভর চলে বিক্ষোভ।

ফয়সাল আহমেদ বলেন, "পুলিশ আমাদের তুলে দিলেও কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই এলকা ছেড়ে যাব না।"

0 comments:

Post a Comment