SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

নকল পণ্য তৈরির কারখানা, দন্ডিত ২

Posted by methun

অনুমোদন ছাড়া পানীয় তৈরির অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই ব্যক্তির দুইলাখ টাকা জরিমানা করেছে একটি ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে উপজেলার বনপাড়ায় এই নকল পানীয় তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। কারখানা থেকে বিপুল পরিমাণ তৈরি পণ্য উদ্ধার করা হয়েছে।

এরপর কারখানার ভবনের মালিক সিদ্দিকুর রহমান খান ও ব্যবস্থাপক শাহীনুর রহমান টিটুকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হয়।

নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান এ সাজা দেন।

বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঠিকাদার সিদ্দিকুর রহমান খানের ভাড়া দেওয়া বাড়িতে মোছা. আজমিরা খাতুনের মালিকানাধীন র‌্যাম বেভারেজ অ্যান্ড হারবাল কোম্পানি লিমিটেড'র কারখানায় অভিযান চালায় র‌্যাব-৫ সদস্যরা।

পরে বড়াইগ্রাম থানা পুলিশও অভিযানে যোগ দেয়।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, ওই কারখানা থেকে ২৩ হাজার বোতল নকল যৌন উত্তেজক পানীয়, প্রায় এক লাখ ২০ হাজার প্যাকেট নকল ওরস্যালাইন, বিপুল পরিমাণ ললিপপ, টেস্টি ইসবগুল এবং এসব তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

এসব মালামালের মূল্য অন্তত ২০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

এসব পনীয় ও খাদ্য সামগ্রী তৈরির বিএসটিআইয়ের অনুমোদন নেই বলে পুলিশ কর্মকর্তা জানান।

তিনি আরো বলেন, আটক দু'জনকে নগদ দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদ- দেওয়া হয়। তবে তারা তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করে ছাড়া পান।

0 comments:

Post a Comment