ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ভিকারুন্নিসা নূন স্কুলের শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে দায়ের করা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলে আরো ৩০ কার্যদিবস সময় বাড়ানো হয়েছে।
রোববার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আরিফুর রহমান অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ নভেম্বর তারিখ ধার্য করেন।
গত ১৪ সেপ্টেম্বর বাদি পক্ষের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি গোয়েন্দা পুলিশের মাধ্যমে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। রোববার নতুন তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবে খোদা প্রতিবেদন দাখিলে ৩০ কার্যদিবস সময় বাড়ানোর আবেদন করেন।
এর আগে দাখিল করা তদন্ত প্রতিবেদনে মামলার এজাহারভুক্ত দুই আসামি ভিকারুন্নিসার সাবেক অধ্যক্ষ হোসনে আরা এবং একই প্রতিষ্ঠানের বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানের নাম বাদ দেওয়া হয়েছিলো।
মামলার নথি থেকে জানা গেছে, ২৮ মে ভিকারুন্নিসার বসুন্ধরা শাখার এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগ এনে তার বাবা ৫ জুলাই বাড্ডা থানায় পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা এবং বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
Ads by Cash-71
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment