সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। পাশাপাশি বাজার লট পরিবর্তনেরও ঘোষণা দিয়েছে তারা।
কোম্পানিগুলো হলো- ওয়ান ব্যাংক, স্কয়ার ফার্মা ও ইসলামি ইন্স্যুরেন্স।
সোমবার মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী, এই তিন প্রতিষ্ঠান তাদের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা করবে।
ওয়ান ব্যাংক ৫০টির পরিবর্তে ১০০টিতে লট, স্কয়ার ফার্মা ১টির পরিবর্তে ৫০টিতে এবং ইসলামি ইন্স্যুরেন্স ৫০টির পরিবর্তে ২৫০টি শেয়ারে লট ঘোষণা করবে।
অভিহিত মূল্য পরিবর্তন ও নতুন করে বাজার গড়ার বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার জন্য অতিরিক্ত সাধারণ সভাও (ইজিএম) ডেকেছে কোম্পানিগুলো।
১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য গত ১৫ সেপ্টেম্বর এই আদেশ জারি করে এসইসি।
আদেশ অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর হবে রেকর্ড তারিখ। আর ৪ ডিসেম্বর থেকে সব প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হবে ১০ টাকা অভিহিত মূল্যে।
Ads by Cash-71
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment