ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে বাংলাদেশ কতটা সফল হয়েছে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
তিনি বলেন, মনমোহন সিং এবং তাঁর মূখ্যমন্ত্রীরা বাংলাদেশ সফর করে এ দেশের জন্য কী সফলতা এনেছেন তা অবিলম্বে প্রকাশ করুন। অন্যথায় জনগণ ছাড় দেবে না। বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি সরকারের প্রতি এ দাবি জানান।
গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা মুহুরি সমিতির সাধারণ সম্পাদক আবদু মিয়ার জানাজা শেষে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ‘চিরন্তন বাংলাদেশ ফাউন্ডেশন’ এ মানববন্ধনের আয়োজন করে। হান্নান শাহ আরও বলেন, বর্তমান সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন।
তারা প্রতিবেশী দেশের সাহায্য সহযোগিতা ও সমর্থন নির্ভর হয়ে টিকে আছে। এর বিনিময়ে নিজস্ব ভূখন্ডসহ অনেক কিছু দিয়ে দিচ্ছে। অথচ প্রতিবেশী রাষ্ট্র যখন এ দেশের জনগণের অধিকার থেকে বঞ্চিত করছে তখন কোনও পদক্ষেপ নিতে তাদের দেখা যায় না। সরকার পুলিশের মাধ্যমে বিরোধীদলের নেতা-কর্মীদের অত্যাচার নিপীড়ন করছে বলে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য অভিযোগ করেন।
বাংলাদেশ লেবার পার্টির সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. ইউসুফ হায়দার, এনডিপির সভাপতি গোলাম মর্তুজা, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।
0 comments:
Post a Comment