SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

এককভাবেই নির্বাচন, কথার নড়চড় করবেন না এরশাদ

Posted by methun

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আবারো বলেছেন, তার দল আগামীতে এককভাবেই নির্বাচনে অংশ নেবে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে তার দল নির্বাচন করবে বলে কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদের সমালোচনাও করেছেন তিনি। তবে জোট থেকে বেরিয়ে যাচ্ছেন কি না সে বিষয়ে কিছু বলেননি সাবেক এই সামরিক শাসক।

রোববার দুপুরে জাতীয় পার্টির সহযোগী একটি দলের সম্মেলনে তিনি বলেন, "রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছে আমার নেই। আমি এ দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করতে চাই, মানুষের সেবা করতে চাই। রাষ্ট্রপতির বিশাল অট্টালিকায় থাকতে চাই না।"

তিনি বলেন, "আড়াই বছর আগে দলীয় নেতাকর্মীদের বলেছিলাম এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে। এখনো আমি সে কথাতেই অবিচল আছি।"

"আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশগ্রহণ করবে, ইনশাল্লাহ। জীবনের শেষ প্রান্তে এসে এ কথার নড়াচড়া হবে না", বলেন এরশাদ।

প্রকাশিত সংবাদের সমালোচনা করে তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকে কী কথা হয়েছে তা প্রধানমন্ত্রী এবং তিনি কেউই সাংবাদিকদের জানাননি। সাংবাদিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন না।

তার প্রশ্ন, তাহলে তারা এসব তথ্য কোথায় পেলেন?

তিনি বলেন, "মহাজোটের সঙ্গেই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি ইউ টার্ন করেছি বলে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু আমি ইউ টার্ন করিনি। আমরা এককভাবে নির্বাচনে অংশ নেব। একদিন না একদিন ক্ষমতায় আসব।"

জাতীয় ওলামা পার্টির সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, "ইসলাম জঙ্গীবাদ ও সন্ত্রাসকে সমর্থন করে না। আমরা কোরআনের পথ থেকে দিন দিন সরে যাচ্ছি বলেই মুসলমানরা লাঞ্ছিত হচ্ছেন।"

জাতীয় ওলামা পার্টির সদস্য সচিব কে এম হাসান জানান, জাতীয় ওলামা পার্টির ৭৩টি সাংগঠনিক জেলার মধ্যে বর্তমানে ২১ জেলায় কমিটি রয়েছে।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে পার্টির আহ্বায়ক আনিসুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এতে অন্যদের মধ্যে জাপা মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment