SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

বিমানের বহর ও রুট বৃদ্ধির সুপারিশ

Posted by methun

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহর ও রুটের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বাণিজ্যিকভাবে লাভজনক করার বিষয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বিমান বহর ও রুটের সংখ্যা বৃদ্ধি, উন্নত সেবা দেওয়া, প্রশিক্ষিত ও দক্ষ ক্রু নিয়োগ এবং লাভজনক রুট সনাক্ত করার ব্যাপারে কমিটি সুপারিশ করে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, ২০০৮ সালে বাংলাদেশ বিমান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করে। সে অনুযায়ী চলতি ও আগামী মাসে দুটি ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে যাচ্ছে।

চুক্তি অনুযায়ী ২০২০ সালের মধ্যে আরো আটটি উড়োজাহাজ বহরে সংযোজিত হবে।

বর্তমানে ১৯টি গন্তব্যে সপ্তাহে ৮০টি ফ্লাইট পরিচালনা করছে বিমান। নুতন প্রজন্মের বোয়িং বিমান বহরে সংযোজিত হলে ইতোপূর্বে সাময়িকভাবে বন্ধ করা নিউইয়র্ক ও ম্যানচেস্টার স্টেশনে পুনরায় বিমান সার্ভিস শুরু করার পরিকল্পনা রয়েছে।

২০১১-১২ সালে বিমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পাঁচ হাজার পাঁচশ ৩০ কোটি টাকা। এর মধ্যে অপারেটিং (যাত্রী, কার্গো, এক্সেস ব্যাগেজ) খাতে আয় ধরা হয়েছে চার হাজার আটশ ৩৭ কোটি টাকা।

বৈঠকে জানানো হয়, রোববার সকাল পর্যন্ত ৬৩ হাজার নয়শ ৪২ জন হজযাত্রী সৌদী আরব গেছেন।

0 comments:

Post a Comment