SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

সৌদিতে শিরশ্ছেদে বাংলাদেশ লাভবান: মিজানুর

Posted by methun

সৌদি আরব সরকার বাংলাদেশিদের শিরশ্ছেদ করায় মানবাধিকার লঙ্ঘন হলেও বাংলাদেশ একদিকে 'লাভবান' হয়েছে বলে মনে করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।

চেয়ারম্যান মিজানুর রহমানের মতে, এর ফলে বাংলাদেশ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলে সৌদি আরব নিন্দা বা প্রতিবাদ করতে পারবে না।

রোববার এক কর্মশালায় তিনি বলেন, "বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার কাজ চলছে যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

"অভিযোগ প্রমাণিত হলে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে সেখানে অন্তত সৌদি আরব সরকার নৈতিক অবস্থান নিয়ে নিন্দা করবে বা প্রতিবাদ করবে তার সুযোগ নেই। কারণ আমরা নিজেদের আইনে নিজেদের নাগরিকদের শাস্তি দেব।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এথিকস ক্লাব বাংলাদেশের উদ্যোগে এথিকস বিষয়ক এক কর্মশালায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

এক মিশরীয়কে হত্যার দায়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে গত ৭ অক্টোবর শিরশ্ছেদের মাধ্যমে আট বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

অন্যদিকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে গতবছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠনের পর এ পর্যন্ত একজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।

বিচার ব্যবস্থা জুয়ার আড্ডা: আকবর আলী

কর্মশালায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান বলেন, "বর্তমানে আমাদের দেশের বিচার ব্যবস্থা জুয়ার আড্ডায় পরিণত হয়েছে।"

"অপরাধী রেখে নিরীহ লোকদের ধরে এনে শাস্তি দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে এক শ্রেণীর মক্কেল শ্রেণীর টাউট বাটপার তৈরি হয়েছে।"

ব্রিটিশদের করা আইনের সঙ্গে আমাদের জীবন ধারার কোনো মিল নেই মন্তব্য করে সাবেক এ আমলা বলেন, "ব্রিটিশদের তৈরী করে দেওয়া এই আইনের মাধ্যমে জাল দলিল করে একজনকে জেলে পাঠানো সম্ভব।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিলেবাসের সমালোচনা করে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই সুপ্রিম কোর্টের নেতৃত্ব দিয়ে থাকে। তবে পরিতাপের বিষয় এই যে এই বিভাগে লিগ্যাল এথিকস সর্ম্পকে কোনো কিছুই পাঠদান করা হয় না।"

এথিকস ক্লাবের আইন বিভাগের আহ্বায়ক মো. লোকমান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ব্যারিস্টার আমির উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. তাসলিমা মনসুর, এথিকস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি এম ই শামীম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment