SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব শুরু

Posted by methun

বাউল সম্রাট ফকির লালন শাহ'র ১২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হয়েছে।

রাত ৮টায় চার দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

এবারের উৎসবের প্রতিপাদ্য হচ্ছে- আমাদের সংস্কৃতি-ঐতিহ্য হোক আমাদের দিন বদলের অনুপ্রেরণা।

খুলনা বিভাগীয় কমিশনার মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক বনমালী ভৌমিক, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুর রব, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও লালন একাডেমির সাধারণ সম্পাদক তাইজাল আলী।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা লালন সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান চলবে সারারাত।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে চারদিনের এই উৎসবে লালন স্মৃতিচারণ, লালন মেলা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন রয়েছে। এছাড়া লালনের আখড়া বাড়ির (মাজার প্রাঙ্গণ) পাশে বসেছে লালন মেলা।

উৎসব উপলক্ষে দেশি-বিদেশি পর্যটক, লালনভক্ত বাউল ফকির, ভক্তকূল ও সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লালনের আখড়া বাড়ি।

দূর-দূরান্ত থেকে আসা বাউল ভক্তরা আখড়া বাড়ি সংলগ্ন কালি নদীর অবস্থান গ্রহণ করেছে।

ফকির লালন শাহ ১৮৯০ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন।

0 comments:

Post a Comment