SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

তবুও ইলিয়াস সানির আক্ষেপ

Posted by methun

অভিষেক টেস্টে দারুণ নৈপুণ্যের পরও 'নিজের মতো' বোলিং করতে না পেরে আক্ষেপ করছেন ইলিয়াস সানি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৪৪/৫।

দিন শেষে সংবাদ সম্মেলনে ৫৬ রানে ৪ উইকেট নেয়া ইলিয়াস সানির কাছে প্রথম প্রশ্ন ছিলো, "অভিষেকেই চার উইকেট পেয়ে আপনার কেমন লাগছে?"

জবাবে সানি বলেন, "চার উইকেট পেয়ে আমি খুশি। তবে আমার আরো ভাল বল করা উচিত ছিল।"

"আসলে আমি নিজের মতো বল করতে পারি নি। রান একটু বেশিই দিয়েছি," যোগ করেন তিনি।

শেষ বিকেলে ফিরিয়ে দেন প্রতিপক্ষের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপলকে। এই উইকেট পাওয়ার অনুভূতি জানতে চাওয়া হলে সানি বলেন, "আমি রোমাঞ্চিত। তার মাপের একজন ব্যাটসম্যানের উইকেট নেয়া অনেক বড় ব্যাপার।"

নিজের দ্বিতীয় বলেই শাহাদাত হোসেন কার্ক এডওয়ার্ডসের ক্যাচ না ফেললে প্রথম উইকেটের জন্য তৃতীয় ওভার পর্যন্ত অপেক্ষা করতে হতো না সানিকে। তবে এ নিয়ে তার মনে কোনো আক্ষেপ নেই।

তিনি বলেন, "ভাগ্যে থাকলে উইকেট অবশ্যই পাবো। কোনো খেলোয়াড়ই ইচ্ছে করে ক্যাচ ছাড়ে না। ক্যাচ ছাড়া খেলারই অংশ।"

প্রথম শ্রেণীর ক্রিকেটে শতক থাকলেও নিজেকে মূলত বোলারই ভাবেন সানি। এ কারণে কোনো রান না করে আউট হয়ে গেলেও তা নিয়ে মোটেও চিন্তিত নন।

তিনি বলেন, "রান না করতে পারাকে চাপ হিসেবে নিই নি। কারণ চাপ নিলে ভালো বল করতে পারতাম না।"

দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ম্যাচ যে ড্রয়ের দিকেই যাচ্ছে সে ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে সানিও একমত। তবে শেষ দিনে দুদলেরই আরো অনেক কিছু পাওয়ার আছে বলে মনে করেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েইট। তিনি বাংলাদেশের স্পিনারদের ভীষণ প্রশংসা করেন। শেষ দিনের খেলা উত্তেজনায় ভরা হবে বলেই তার ধারণা।

0 comments:

Post a Comment