SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

প্রধানমন্ত্রীর জার্মানি সফর জলবায়ু ও স্বাস্থ্য বিষয়ে দুটি আগ্রহপত্র স্বাক্ষরিত

Posted by methun

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্বাস্থ্যখাতে সহযোগিতার বিষয়ে দুটি আগ্রহপত্রে (জয়েন্ট ডিক্লারেশন অব ইনটেন্ড) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জার্মানি সরকার।

মঙ্গলবার বার্লিনের হোটেল অ্যাডলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ দুটি আগ্রহপত্র স্বাক্ষরিত হয় বলে বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত মসউদ মান্নান জানান।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি এবং জার্মানির পক্ষে দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী ডির্ক নিয়েবল 'কো-অপারেশন ইন দি ফিল্ড অফ এডাপটেশন এন্ড মিটিগেশন অফ ক্লাইমেট চেইঞ্জ' শিরোনামের আগ্রহপত্রে সই করেন।

মসউদ মান্নান জানান, এই আগ্রহপত্র স্বাক্ষরের পর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ১০ দশমিক ৯ মিলিয়ন ইউরো অনুদান দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন জার্মান মন্ত্রী।

এছাড়া স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষে কো-অপারেশন ইন দি ফিল্ড অব হেল্থ' শিরোনামে আরেকটি আগ্রহপত্রে সই করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং জার্মানির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি এনিত্তি ভিডমান মাউজ।

অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত হোলগার মাইকেল এবং জার্মান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী গত শনিবার বার্লিনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্ন ভোজের পর স্থানীয় সময় বিকেলে তার দেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে।

0 comments:

Post a Comment