SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

'প্রথম আলো সম্পাদক দালাল, গ্রেনেড হামলায় জড়িত'

Posted by methun

দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের মাথা থেকেই 'মাইনাস টু ফর্মুলা' বের হয়েছিল। আওয়ামী লীগ সভানেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন তিনি। ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিরোধী দল ও জামায়াত চক্র যে কথা বলে না, প্রথম আলো সেসব কথা বলছে। এর মাধ্যমে আওয়ামী লীগের জনপ্রিয় শীর্ষ নেতাদের চরিত্র কলুষিত করার ষড়যন্ত্র করা হচ্ছে। খুলনা আওয়ামী লীগের শীর্ষ চার নেতার বিরুদ্ধে প্রথম আলোয় প্রকাশিত অসত্য সংবাদের প্রতিবাদে গতকাল সকালে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। মহানগরীর পিকচার প্যালেস মোড়ে অওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ খুলনা জেলা ও মহানগর আয়োজিত এ মানববন্ধন চলাকালে এক সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মহানগর আহ্বায়ক মুক্তার হোসেন আজাদ। সমাবেশে বক্তৃতায় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. শামীম বলেন, সম্প্রতি প্রথম আলো খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহসভাপতি কাজী আমিনুল হক, মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান পপলু, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও বঙ্গবন্ধু পরিবারের জনপ্রিয় তরুণ নেতা শেখ সোহেলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে; যার কোনো সত্যতা নেই। মিথ্যা তথ্য দিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠিত এসব জনপ্রিয় নেতাকে হেয় করেছে পত্রিকাটি। যেসব অভিযোগ করা হয়েছে তা প্রথম আলোকে প্রমাণ করতে হবে, নইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রথম আলো সম্পাদক একজন চিহ্নিত দালাল। গ্রেনেড হামলার সঙ্গে জড়িত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিরোধী দল ও জামায়াত চক্র যে কথা বলে না, প্রথম আলো সেসব কথা বলছে। দেশের জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্যে ভরা সংবাদ প্রকাশ করে তাদের হেয় করছে। আগামী দিনে যদি এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয় তাহলে খুলনা অঞ্চলে প্রথম আলো প্রবেশ বন্ধ করে দেওয়া হবে।

মহিলা প্রজন্ম লীগের মহানগর আহ্বায়ক নওমী বিশ্বাস সাথী বলেন, বর্তমান সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার করছে তখন প্রথম আলো আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করছে। মহানগর যুবলীগ নেতা মুন্সী নাহিদুজ্জামান বলেন, প্রথম আলো হলুদ সাংবাদিকতার মাধ্যমে আওয়ামী লীগের ক্ষতি করছে। ইজ্জতের ওপর হাত দিয়েছে। এটা করে পার পাওয়া যাবে না। মহানগর বাস্তুহারা লীগ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন সোহেল বলেন, প্রথম আলোর মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ভবিষ্যতে অকল্যাণ বয়ে আনবে। মহানগর ছাত্রলীগ সভাপতি দেবদুলাল বাপ্পী বলেন, জাতির বিবেক সাংবাদিক ও সংবাদপত্র যদি ভুল তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে তার জন্য জাতি ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য শত ধিক্কার জানাই। প্রথম আলোকে উদ্দেশ করে তিনি বলেন, হলুদ সাংবাদিকতার মাধ্যমে গোটা সাংবাদিক সমাজকে হেয় করবেন না। মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হোসেনুজ্জামান হোসেন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করছে। তার ধারাবাহিকতায় প্রথম আলোও ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে।

মহানগর শ্রমিক লীগের সদস্যসচিব রণজিৎ কুমার ঘোষ বলেন, প্রথম আলো সম্পাদক আওয়ামী লীগ সভানেত্রীকে রাজনীতি থেকে সরানোর জন্য মাইনাস টু ফর্মুলা বের করেন। তারই ধারাবাহিকতায় খুলনার আওয়ামী লীগ নেতাদের হেয় করতে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

0 comments:

Post a Comment