অটিস্টিক শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করায় গুরুত্ব দিয়ে এক্ষেত্রে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের স্ত্রী ইউ (বেন) সুন-তায়েক।
সোমবার তিনি বলেন, যথাযথ শিক্ষা ও প্রশিক্ষিত শিক্ষক না থাকায় অটিস্টিক শিশুদের সঙ্গে ঠিকমতো আচরণ করা হয় না।
অটিস্টিক শিশুদের প্রতি আরো যতœবান হওয়ার আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে কথা বলছিলেন ইউ (বেন) সুন-তায়েক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, আজকের এই দিনটি বিএসএমএমইউ তে ' ইউ (বেন) সুন-তায়েক দিবস' হিসেবে পালন করা হবে।
অটিজম আক্রান্ত শিশুদের জন্য জাতিসংঘের আরো সহায়তাও চান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী বলেন, জাতিসংঘের সহায়তায় শুধুমাত্র বাংলাদেশের অটিস্টিক শিশুরাই লাভবান হবে না, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের ফলে তা গোটা অঞ্চলের অটিস্টিক শিশুদের জন্যও কল্যাণকর হবে।
ইউ (বেন) সুন-তায়েককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের 'অনারারি ফ্যাকাল্টি' হিসেবে সম্মানিত করার প্রস্তাবও দেন ডা. মোদাচ্ছের আলী।
এর আগে ইউ (বেন) সুন-তায়েক অটিস্টিক শিশুদের স্কুল 'খেলাঘর' পরিদর্শন করেন।
অটিস্টিক শিশুদের বাবা-মা, বিএসএমএমইউ'র সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট অটিজম ইন চিলড্রেন এবং গ্লোবাল অটিজম পাবলিক হেলথ বাংলাদেশ এ অনুষ্ঠান আয়োজন করে।
সোমবার তিনি বলেন, যথাযথ শিক্ষা ও প্রশিক্ষিত শিক্ষক না থাকায় অটিস্টিক শিশুদের সঙ্গে ঠিকমতো আচরণ করা হয় না।
অটিস্টিক শিশুদের প্রতি আরো যতœবান হওয়ার আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে কথা বলছিলেন ইউ (বেন) সুন-তায়েক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, আজকের এই দিনটি বিএসএমএমইউ তে ' ইউ (বেন) সুন-তায়েক দিবস' হিসেবে পালন করা হবে।
অটিজম আক্রান্ত শিশুদের জন্য জাতিসংঘের আরো সহায়তাও চান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী বলেন, জাতিসংঘের সহায়তায় শুধুমাত্র বাংলাদেশের অটিস্টিক শিশুরাই লাভবান হবে না, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের ফলে তা গোটা অঞ্চলের অটিস্টিক শিশুদের জন্যও কল্যাণকর হবে।
ইউ (বেন) সুন-তায়েককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের 'অনারারি ফ্যাকাল্টি' হিসেবে সম্মানিত করার প্রস্তাবও দেন ডা. মোদাচ্ছের আলী।
এর আগে ইউ (বেন) সুন-তায়েক অটিস্টিক শিশুদের স্কুল 'খেলাঘর' পরিদর্শন করেন।
অটিস্টিক শিশুদের বাবা-মা, বিএসএমএমইউ'র সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট অটিজম ইন চিলড্রেন এবং গ্লোবাল অটিজম পাবলিক হেলথ বাংলাদেশ এ অনুষ্ঠান আয়োজন করে।
0 comments:
Post a Comment