SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

আশরাফুল সাকিব তামিম

Posted by methun

খুব সহজ প্রশ্ন। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান কোন ক্রিকেটারের? তামাম দুনিয়ার ক্রীড়াপ্রেমীরা বলে ফেলবেন একবাক্যে, শচীন টেন্ডুলকার। যদি জানতে চাওয়া হয়, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কে কে 'থ্রি থাউজেন্ড ক্লাবের সদস্য? আমতা করতে দেখা যাবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদেরও। ১৯৭১ সাল থেকে এই চার দশকে ওয়ানডে ম্যাচ হয়েছে ৩১৮৬টি। এরমধ্যে তিন হাজার করে রান করেছেন বাংলাদেশের ক্রিকেটারদের সংখ্যা মাত্র তিন জন; মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

এক হাজার রান, দুই হাজার রানের ক্লাবের সদস্য বাংলাদেশের অনেক ক্রিকেটার। তিন হাজার ক্লাবের প্রথম সদস্য হয়েছিলেন সাবেক অধিনায়ক আশরাফুল। সেই আশরাফুল এখন দলের অনিয়মিত সদস্য। এক ম্যাচ খেলছেন তো, পরের ম্যাচে বাদ। এভাবেই চলছে দেশের অন্যতম সেরা ম্যাচ উইনারের ক্রিকেট ক্যারিয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অসাধারণ পারফর্ম করা আশরাফুল ওয়ানডে সিরিজে খেলেছেন দুটি ওয়ানডে। কিন্তু রান করতে না পারায় যথারীতি বাদ। নিয়মিত না খেললেও দেশের অন্যতম সিনিয়র ক্রিকেটার আশরাফুলের রান এখনো সবচেয়ে বেশি। ১৬৮ ম্যাচে ২২.৮৩ গড়ে রান ৩৩৮০।

গত এপ্রিলে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে থ্রি থাউজেন্ড ক্লাবের সদস্য হয়েছিলেন বাংলাদেশ সাকিব। বাংলাদেশের অন্যতম এই ক্রিকেটার ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাফসেঞ্চুরি করে সদস্য হয়েছিলেন থ্রি থাউজেন্ড ক্লাবের। ১১৫ ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশ অধিনায়কের বর্তমান রান ৩৪.২১ গড়ে ৩১৮২। তিন হাজারি ক্লাবের সদস্য হয়েছিলেন ১০৯ ম্যাচের ১০৫ নম্বর ইনিংসে। দ্রুততম বিচারে তিন হাজার রান করেছেন এমন ক্রিকেটার হিসাবে তার অবস্থান ৬৯। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুত তিন হাজার রান করেছেন তামিম। দ্রুততম বিচারে তার তামিমের অবস্থান ৬৩। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ৬১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলার পথে তিন হাজারি ক্লাবের সদস্য হয়েছেন এই বাঁ হাতি ড্যাসিং ওপেনার। তিনি তিন হাজার রান করেছেন হার্ড হিটার কৃঞ্চচামারি শ্রীকান্ত, মোহাম্মদ আজহারউদ্দীনদের আগে। তামিমের বর্তমান রান ১০২ ম্যাচের ১০২ ইনিংসে ২৯.৪৯ গড়ে ৩০০৮। তামিম যে গতিতে রান করছেন, তাতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে পাঁচ হাজার রানের মাইল ফলক স্পর্শ করবেন যখন তখন।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত তিন হাজার রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ড ক্রিকেটার স্যার ভিভিয়ান রিচার্ডস। ১২১ ওয়ানডে ক্যারিয়ারে ৪৭ গড়ে ৬৭২১ রান করা রিচার্ডস তিন হাজার করেছিলেন মাত্র ৬৯ ইনিংসে। অবশ্য ম্যাচ খেলেছিলেন ৭২টি। সমান সংখ্যক ম্যাচ খেলে তিন হাজার করেছেন তারই স্বদেশী ওপেনার গর্ডন গ্রিনিজ এবং ভারতের সাবেক কোচ দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেন। দ্রুততম তিন হাজার রান করেছেন তালিকায় টেন্ডুলকারের অবস্থান ৩৬। অথচ ওয়ানডে এবং টেস্ট, দুই ধরনের ক্রিকেটেই সর্বোচ্চ রানের মালিক এই ভারতীয় ক্রিকেট লিজেন্ড। তারচেয়ে বড় বিষয় হচ্ছে ওয়ানডে ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসাবে ২০০ রান করেছেন এক ম্যাচে। এছাড়া ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে তার সেঞ্চুরি সংখ্যা ৯৯টি। টেস্টে ৫১ এবং ওয়ানডেতে ৪৮টি। ওয়ানডে ক্রিকেটে টেন্ডুলকারের রান ৪৫৩ ম্যাচে ১৮১১১।



থ্রি থাউজেন্ড ক্লাবের তিন ক্রিকেটার



      ক্রিকেটার                ম্যাচ          ইনিংস         রান           গড়        সর্বোচ্চ          সেঞ্চুরি          হাফসেঞ্চুরি

মোহাম্মদ আশরাফুল          ১৬৮          ১৬১         ৩৩২০        ২২.৮        ১০৩            ৩                 ২০

সাকিব আল হাসান             ১১৫           ১১১         ৩১৮২        ৩৪.২১       ১৩৪*        ৫                  ২০

তামিম ইকবাল                  ১০২           ১০২         ৩০০৮         ২৯.৪৯       ১৫৪          ৩                 ১৯

0 comments:

Post a Comment