নৌমন্ত্রী ও পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের সুপারিশে অদক্ষ চালকদের লাইসেন্স দিলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য তারানা হালিম।
তারেক মাসুদ ও আশফাক মুনীর স্মরণে গতকাল এক শোক সমাবেশে তিনি বলেছেন, দৈনিক পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি কোনো পরীক্ষা ছাড়া অদক্ষ চালকদের ১০ হাজার লাইসেন্স দেওয়া হয়েছে। জানতে পেরেছি, আরও ২০ হাজারেরও বেশি অদক্ষ চালককে লাইসেন্স দেওয়ার জন্য নৌপরিবহনমন্ত্রী সুপারিশ করেছেন। নতুন এ ২০ হাজার অদক্ষ চালকের একজনকেও যদি লাইসেন্স দেওয়া হয় ও ১০ হাজার অদক্ষ চালকের লাইসেন্স বাতিল করা না হয় তাহলে আমি 'আমরণ অনশন' করব বলে তিনি ঘোষণা দেন।
১৩ আগস্ট মানিকগঞ্জের এ সড়ক দুর্ঘটনায় তারেক-আশফাকের প্রাণহানিতে বৃহস্পতিবার সংসদেও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন অভিনেত্রী তারানা।
তারানা হালিম দাবি করেছেন, যেসব অদক্ষ চালকদের লাইসেন্স দেওয়া হয়েছে, তা বাতিল করতে হবে। কারওয়ানবাজারে এটিএন নিউজ কার্যালয়ের সামনে ওই শোক সমাবেশের আয়েজন করে সাইফ ফাউন্ডেশন এবং ফ্যামিলিজ ইউনাইটেড এগেইনস্ট রোড অ্যাকসিডেন্ট (ফুয়ারা)। তারানা ২০০৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহত সাইফের খালা।
সমাবেশে অংশ নেন সাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাইফের মা সামিয়া হালিম, এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক মুন্নী সাহা, বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের সদস্যরা।
তারেক মাসুদ ও আশফাক মুনীর স্মরণে গতকাল এক শোক সমাবেশে তিনি বলেছেন, দৈনিক পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি কোনো পরীক্ষা ছাড়া অদক্ষ চালকদের ১০ হাজার লাইসেন্স দেওয়া হয়েছে। জানতে পেরেছি, আরও ২০ হাজারেরও বেশি অদক্ষ চালককে লাইসেন্স দেওয়ার জন্য নৌপরিবহনমন্ত্রী সুপারিশ করেছেন। নতুন এ ২০ হাজার অদক্ষ চালকের একজনকেও যদি লাইসেন্স দেওয়া হয় ও ১০ হাজার অদক্ষ চালকের লাইসেন্স বাতিল করা না হয় তাহলে আমি 'আমরণ অনশন' করব বলে তিনি ঘোষণা দেন।
১৩ আগস্ট মানিকগঞ্জের এ সড়ক দুর্ঘটনায় তারেক-আশফাকের প্রাণহানিতে বৃহস্পতিবার সংসদেও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন অভিনেত্রী তারানা।
তারানা হালিম দাবি করেছেন, যেসব অদক্ষ চালকদের লাইসেন্স দেওয়া হয়েছে, তা বাতিল করতে হবে। কারওয়ানবাজারে এটিএন নিউজ কার্যালয়ের সামনে ওই শোক সমাবেশের আয়েজন করে সাইফ ফাউন্ডেশন এবং ফ্যামিলিজ ইউনাইটেড এগেইনস্ট রোড অ্যাকসিডেন্ট (ফুয়ারা)। তারানা ২০০৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহত সাইফের খালা।
সমাবেশে অংশ নেন সাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাইফের মা সামিয়া হালিম, এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক মুন্নী সাহা, বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের সদস্যরা।
0 comments:
Post a Comment