SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

দিনবদলের ঘোষণা বাস্তবায়নের পথে: হাসিনা

Posted by methun

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্যপ্রযুক্তি বিকাশের মাধ্যমে দিন বদলের ঘোষণা বাস্তবায়নের পথে সাফল্যের সঙ্গে এগোচ্ছে তার সরকার।

সরকারি উদ্যোগে দেশে তৈরি ল্যাপটপ 'দোয়েল'র উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো টেশিস'র তৈরি এ ল্যাপটপ। চার ধরনের এ ল্যাপটপের দাম ধরা হয়েছে ১০ থেকে ২৬ হাজার টাকা।

অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তির বিকাশে আওয়ামী লীগের বর্তমান ও বিগত সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, "দিন বদলের ঘোষণার শুভযাত্রা করতে পেরেছি। এ যাত্রা অব্যাহত থাকবে। ২০২১ সালের মধ্যে নিরক্ষরতামুক্ত, সমৃদ্ধ দেশ গড়তে হবে। এ জন্য সময় কম, তাই আমাদের কাজ বেশি করতে হবে।"

জেলা তথ্য বাতায়ন ও ই-তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা, কম্পিউটার পণ্যের শুল্ক প্রত্যাহারের বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দোয়েলের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, ডাক ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস প্রমুখ।

মন্ত্রিসভার সদস্য ও সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে ছিলেন। অনুষ্ঠানে দোয়েল'র ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

১৯৬৭ সালে প্রতিষ্ঠিত টেশিসে একসময় শুধু টেলিফোন সেটই তৈরি হতো। এবার হাত দিলো ল্যাপটপে। মোবাইল ফোন সেট তৈরির পরিকল্পনাও হচ্ছে।

0 comments:

Post a Comment