SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

সচিব হলেন ১২ জন, অতিরিক্ত পদে ৩১ জনের পদোন্নতি

Posted by methun

সচিব পদে পদোন্নতি পেলেন ১২ জন ভারপ্রাপ্ত সচিব। এ ছাড়া ৩১ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল এসব পদোন্নতির আদেশ জারি করেছে।

সচিব পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন ইবাদত আলী (রেলপথ বিভাগের সাবেক ভারপ্রাপ্ত সচিব, ওএসডি), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল-ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. আসলাম আলম, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মেজবাহ উল আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শফিক আলম মেহেদী, শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী, নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ সাদিক, সাভার বিপিএটিসির ভারপ্রাপ্ত রেক্টর এজেডএম শফিকুল আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. খোন্দকার শওকত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রণজিত কুমার বিশ্বাস। সচিব পদে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১১ জনকে তাদের আগের কর্মস্থলে পদায়ন এবং ইবাদত আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া যুগ্ম-সচিবরা হলেন_ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচারক আজিজুর রহমান, বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশনের (বিসিআইসি) পরিচালক আবদুল হামিদ, জন্ম-নিবন্ধন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালক একেএম সাইফুল ইসলাম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের মনিটরিং, পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটের মহাপরিচালক স্বপন কুমার সরকার, চট্টগ্রাম চা বোর্ডের সদস্য আবুল কাশেম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আফতাব উদ্দিন তালুকদার, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সদস্য মোস্তাফিজুর রহমান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আবু মো. মোস্তফা কামাল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক সরওয়ার খান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব অমলেন্দু মুখার্জী, সড়ক বিভাগের যুগ্ম-সচিব মজিবুর রহমান, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য ময়েজুদ্দীন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সদস্য এমএ হান্নান, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক আশরাফ হোসেন, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদফতরের পরিচালক মর্তুজা আহামেদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম-সচিব বেগম শাহীন খান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কেএম মোজাম্মেল হক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুন নূর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেসরকারি ইপিজেড-এর বোর্ড অব গভর্নসের নির্বাহী সেলের মহাপরিচালক শুভাশীষ বোস, পরিকল্পনা বিভাগের যুগ্ম-সচিব এএস শামীম আহমেদ, পরিসংখ্যান বিভাগের যুগ্ম-সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. সেলিনা আফরোজা ও জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, রাষ্ট্রপতির একান্ত সচিব ফজলুল হক ও প্রেস সচিব একেএম নেছার উদ্দিন ভূঁইয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব লুৎফর রহমান ও এএম বদরুদ্দোজা, ফিরোজ মিয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম-সচিব আনোয়ারুল করিম ও মাহফুজুল হক।

পদোন্নতি পাওয়া অতিরিক্ত সচিবদের কয়েকজন বিসিএস ১৯৮২ ব্যাচের এবং বেশিরভাগই ১৯৮৩ বিশেষ ব্যাচের। তবে প্রশাসন ক্যাডারের বাইরেরও কয়েক জন পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্তরা গতকালই সংস্থাপন মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। অভিযোগ উঠেছে, ১৯৮২ ব্যাচের বহু কর্মকর্তা এবারেও পদোন্নতি বঞ্চিত হয়েছেন।

0 comments:

Post a Comment