চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সংরক্ষিত রানওয়েতে অবতরণের পূর্ব মুহূর্তে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমানে আগুন লেগে নিচে পড়ে গেছে। গতকাল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত শিডিউল অনুযায়ী বিমান চলাচলে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের চট্টগ্রাম স্টেশন ম্যানেজার আবুল কাশেম।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, বিমানবাহিনীর যুদ্ধবিমানটি দুপুর ১২টার দিকে বিমানবন্দরে সংরক্ষিত রানওয়েতে অবতরণ করছিল। কিন্তু অবতরণের আগ মুহূর্তে বিমানটির পেছন দিকে আগুন ধরে যায় এবং পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিমানটি নিচে পড়ে যায়। বিমানবন্দরের কর্মকর্তারা দ্রুত দুর্ঘটনাকবলিত বিমানের ভেতর থেকে পাইলটকে বের করে আনেন। পরে তাকে চট্টগ্রামে বিমানবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দুপুর ১টায় বিমানের আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিমানবাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, বিমানবাহিনীর যুদ্ধবিমানটি দুপুর ১২টার দিকে বিমানবন্দরে সংরক্ষিত রানওয়েতে অবতরণ করছিল। কিন্তু অবতরণের আগ মুহূর্তে বিমানটির পেছন দিকে আগুন ধরে যায় এবং পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিমানটি নিচে পড়ে যায়। বিমানবন্দরের কর্মকর্তারা দ্রুত দুর্ঘটনাকবলিত বিমানের ভেতর থেকে পাইলটকে বের করে আনেন। পরে তাকে চট্টগ্রামে বিমানবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দুপুর ১টায় বিমানের আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিমানবাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি।
0 comments:
Post a Comment