SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

চক্ষু চিকিৎসায় ব্রিটিশ নাগরিকের সহায়তা

Posted by methun

মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতালকে প্রায় দুই কোটি টাকার চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করেছেন এক ব্রিটিশ নাগরিক।

শনিবার দুপুরে সদর উপজেলার মাতারকাপন গ্রামে অবস্থিত হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এসব চিকিৎসা সামগ্রী দেওয়া হয়।

বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি ফর ব্লাইন্ডস'র (বিএনএসবি) অবৈতনিক সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদ  জানান, যুক্তরাজ্যের সাফলক এলাকার বাসিন্দা মিসেস রাচেল অ্যানড্রিজ এসব চিকিৎসা সামগ্রী দিয়ে হাসপাতালকে সহায়তা করেন।

এক কোটি ৮৪ লাখ টাকা মূল্যের ৭৮ প্রকারের চিকিৎসা সামগ্রী হাসপাতালকে দেন রাচেল।

মিসেস রাচেল গত বছর হাসপাতাল পরিদর্শন করে যুক্তরাজ্য ফিরে এসব চিকিৎসা সামগ্রী সংগ্রহ করেন। পরে 'এইড টু হসপিটাল ওয়ার্ল্ডওয়াইড-ইউকে'র মাধ্যমে এগুলো বাংলাদেশে পাঠানো হয় বলে জানান ইয়াহিয়া মুজাহিদ।

চিকিৎসা সামগ্রীর মোড়ক উন্মোচন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও হাসপাতালের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বার সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, প্রকৌশলী আব্দুল মুনিম, সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ, প্রবাসী ব্যবসায়ী আব্দুর রহমান প্রমুখ।

0 comments:

Post a Comment